পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৮৯৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাণ্ডুয়া স্ত্রীসত্যকৃষ্ণ রায়চৌধুরী সাড়ে তিনটার সময় গাড়ী এসে থামল আদিনা ষ্টেশনে । উত্তরবঙ্গের ছোটখাট ষ্টেশনের পধ্যায়ভুক্ত এ ষ্টেশনটি, পাণ্ডুয়ায় যেতে হলে এখানে নামতে হয়। দুই জন প্রাণী এ জায়গায় নিযুক্ত আছে দেখলাম। একজন আপ এণ্ড ডাউন সিগনাল করে ; আর একজন ঘটাং ঘটাং করে দু-চারখানা টিকেট দিয়েই এসে দরজা আগলায় । মোট সাতজন পাণ্ডুয়৷ যাত্রী এখানে নামলাম। আমরা তিনজন ; বাকী স্ত্রীপুরুষ নিয়ে চারজন স্বদর লক্ষে থেকে আসছে তীর্থ করতে। যাত্রীদের নিয়ে যাবার জন্তে মাত্র একখানি গরুর গাড়ী বর্তমান, গাড়ীখানি তাদেরকেই ছেড়ে দেওয়া হ’ল। আমাদের সঙ্গে জিনিষপত্র নেহাৎ কম ছিল না। কিছু জিনিষ চাকরটার মাথায় তুলে দিয়ে বাকীগুলো আমরা দুজনে পিঠে বেঁধে নিলাম। গাড়োমানকে জিজ্ঞেস করে জানলাম মাইল-সাতেক পথ যেতে হবে হেঁটে ; সামনে একটা বড় রাস্ত পাব, সেটার বঁ-দিকের রাস্ত ধ’রে সোজা যেতে হবে। শুনে মনটা দমে গেল, কেন-ন পূবের রবি তখন