পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

আশ্বিন গেল। অর্ধেক পথ ੋ বেয়ে আসতে হয়েছিল । প্রত্যেক ষ্টেশনেই আটকাবার চেষ্টা করে, কিন্তু সেখানে নেমে পড়ে আরও কিছু দূর গিয়ে রেলের বাঁধ চড়াও করায় সে বাধায় আমাদের গতিরোধ হয়নি । উর জংশন এবং ধ্বংসাবশেষ মরুভূমির মধ্যে দাড়িয়ে রাজগঙ্গাধিতে প্রাপ্ত রাণীর গহন । মূৰ্ত্তি আনুমানিকণ উর আছে । সমস্ত শীত ও বসন্ত কাল এখানে খনন ও উদ্ধার ৰাজ চলে, তারপর সশস্ত্র শাস্ত্রীর হাতে সমস্ত ছেড়ে খননকাল্পীরা বিদেশে চলে যান। এখানে একটি খুব ভাল বিশ্রাম-আগার (ডাকবাংলো ) আছে । সাধারণের জন্ত তার মাশুল অতি বিষম, স্বথের বিষয় আমাদের কিছুই লাগেনি। এখান থেকে ধ্বংসাবশেষ মইল, দেড় দূরে মরুভূমির মধ্যে। এখানকার স্টেশনমটার (মাজাজী ভজলোক ) আমাদের নিয়ে ঐ দারুণ গরমেই সমস্ত اوج ---- به جه अर्घंख्छiषंञ। وجه به عوا দেখালেন । তিনি সজে ছিলেন বলে য়ন্ধীর দল সমস্ত খুলে দেখাল । 養 উর বাইবেলে উক্ত “ক্যালডীয়" জাতির প্রাচীন রাজপুরী । অকুমান ছয় সাত হাজার বৎসর পূৰ্ব্বে উন্ন-নিষ্ণুর নামাঙ্কিত অস্ত্ৰ স্থায়: কষ্টা । উয় ইউফ্রেটিস্-টাইগ্রিস সঙ্গমের জলাভূমিতে চর পড়ে ডাঙ্গ৷ জমির স্বষ্টি হয়। ঐখানে আদিম আক্কাদীয় জাতির লোকেরা আসিয়া আবাদ ও বসতি করে । এদের অবস্থা তখন প্রায় বৰ্ব্বরতুল্য, তবে পশুপালন, কৃষি এবং ধীবরবৃত্তি এদের আয়ত্ত ছিল । বেড়াঝাপের উপর মাটির প্রলেপ প্লিম্বে ঘরবাড়ি, চকুমকি পাথর কেটে অস্ত্রশস্ত্র, হাতে গড়ে নক্সা কেটে আগুনে পুড়িয়ে মাটির বাসন, পশুর লোম এবং গাছের তন্তু থেকে তাতে বুনে কাপড়চোপড়, এ-সবই তারা তৈরি করতে পারত । এই আদিম জাতির দেশ পূৰ্ব্বাঞ্চল থেকে “স্নমের” নামে সভ্য জাতি এসে জয় করে । তাদের অবস্থা তখনই অনেক উন্নত, তারা সোনারূপ, তান্ত্রকাংস ইত্যাদি ধাতুর ব্যবহার জানত, ইট পাথর দিয়ে জটালিকা তৈরি, পাথর, পোড়ামাটির টালির ੇ