পাতা:প্রবাসী (ত্রয়স্ত্রিংশ ভাগ, প্রথম খণ্ড).djvu/৯২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

bro, &oi=troe বাস্র । খাল ও বাজার যাহারা করিয়াছিল সকলেই নিজ কায্যের পরিচয় লিখিত অক্ষরে রাখিয়া গিয়াছে । সৰ্ব্বশেষে পারসীক কুরুষ বাবিলন জয়ের পর উর জন্ম করার সঙ্গে সঙ্গে জরথুষ্ট্রি মতের প্রবর্তন করায় উরের নগরদেবী এবং অন্ত দেবতার পূজা বন্ধ হয় এবং সঙ্গে সঙ্গে ইহার পতনও আরম্ভ হয়। সেই সময়ের পর আরও আড়াই হাজার বৎসর কেটে গিয়েছে, জ্যোতিৰ্ব্বিদ্যা, অঙ্কশাস্ত্র ইত্যাদির নানা বিদ্যার প্রধান পীঠ ক্যালডীয়দের উর নগরীর খ্যাতি চিরকাল ধরেই চলে আসছে, কিন্তু তার চিহ্নমাত্রও এতদিন লোকচক্ষুর গোচর ছিল না। এতদিন পরে তাহার পুনরাবিষ্কার হয়েছে। রাজসমাধি এবং অন্যান্য অংশের সংরক্ষণের চেষ্টা চলছে, কিন্তু মরুভূমির বালি সৰ্ব্বগ্রাসী এবং এদেশের আর্থিক সামর্থ্য কম-বিদেশী ত কাজ গুছিয়ে সরেই পড়বে -স্বতরাং ভক্ষ হয় যে উদ্ধার ও রক্ষার চেষ্টার ফলে ধ্বংসের কাজটা এগিয়েই বাবে । -

  • * 용

আমাদের দেখা হয়ে গেল। চারিদিকে বড় বড় টালির শুপ, সেগুলির গায়ে পাঁচ হাজার বৎসর আগেকার রাজাদের নাম লেখা, মাঝে মাঝে প্রকাও বাড়ির দেয়াল ভিং খুড়ে বার করা রয়েছে, বাড়িগুলি দোমহুল-তিন মহলা চকমিলান यांख्रिग्न भङ । ब्राब्रांघब्र, ॐोन, कूब, प्राप्नब्र घग्न. खज"নিকাশের ও জঞ্জাল ফেলার পথ, এ সবই উত্তর-পশ্চিম ভারতের পুরাণে ঘর-বাড়ির মত। রাজসমাধির গহ্বরগুলি মাটির ভিতর নেমে গিয়েছে, তার কোনটিতে কোন পথ দিয়ে চোর ঢুকেছিল তাদের সিদের পথ কোথায়, সে-সব এখন দেখা যাচ্ছে । পাচ হাজার বৎসর আগেকার মন্দির, তিন হাজার বৎসর আগে তার রক্ষার জন্ত শেষ চেষ্টা হয়েছিল, তার আসল অংশ এবং ‘সংরক্ষিত অংশ দুইয়ের প্রভেদ স্পষ্ট বুঝা যায়, যেমন এখন আমাদের দেশের “সংরক্ষিত” মন্দির ইত্যাদিতে দেখা যাম । উরে প্রাপ্ত নানা দ্রব্য বাগদাদে ইরাক মিউজিয়ামে দেখেছিলাম, আরও অনেক কিছু দেশের বাইরে চলে গিয়েছে। সেগুলি কোনটি কোথায় পাওয়া গিয়েছিল সে-সব স্থানগুলি দেখা হ’ল । 홍 景 흥 রাত্রে ট্রেনে চড়ে পরদিন বাস্রায় পৌঁছলাম। বাস্রায় বর্ণনার উপযুক্ত বিশেষ কিছুই নেই, তবে কয়েক মাইল দূরে “জুবের” নামক প্রসিদ্ধ আরব পীরের দরগা আছে, তার পথে আরবীয় পারস্ত-অভিধানের প্রথম যুগের কতকগুলি নিদর্শন আছে । জুবেরের আরব শেখের পুত্র আমাদের অতি যত্নে সেখানে নিয়ে গিয়েছিলেন। বাস্রার “রৈস্বালাদীয়ে” (মেয়র) আমাদের খুব খাতির-যত্ন করে সমস্ত দেখিয়েছিলেন। বিকালের দিকে জাহাজে ওঠা গেল। এসেছিলাম শৃগুপথে, ঘুরেছিলাম স্থলপথে, দেশে ফিল্গুলাম জলপথে ।