পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১০৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

SN9 ( ه هة ) অবিরের লাল-রং অtfবর প্রস্তু ত করার প্রণালী 2—শ্বেতসার জাতীয় পদার্থের সহিত ( শঠিগাছের মূল, চুপড়ি ও খাম আলু, বুনে ওল ও কচু হইতে শ্বেতসার পাওয়া যায় ) লাল-রং মিশ্রিত করিলেই আবির প্রস্তুত হয় । শঠি-পালে প্রস্তুত করিবার ( বাঙ্গালী-ঘরের নরনারীগণ অনেক স্থলে শঠিপালে। প্রস্তুত করার প্রণালী জানেন বলিয় এস্থলে অীর তৎসম্বন্ধে কোন কথা উল্লেখ করিলাম না ) পর আঠাবৎ অবশিষ্ট যে পদার্থ থাকে, তাছা ভtলরূপে রৌদ্রে শুকাইয় গুড়া করিয়া লউন । এই গুড়ার সহিত মেজেণ্ট বা খুনখারাপী-রং উত্তমরূপে বাটির মিশাইয়া লইলেই অবিরের লাল-রং প্রস্তত হইল । উদ্ভিন্ন আমাদের দেশী অনেক রপ্রক পদার্থ হইতেও ( যেমন পলাশ-ফুল, কুসুম-ফুল, চে-মূল, মঞ্জিষ্ঠা-ছাল ও মূল প্রভৃতি ) অবিরের লাল-রং প্রস্তুত হইতে পারে। টাটুক। পলাশ ফুলের রসের সহিত ( যদি শুক্রন হয়, তবে বাথ করিয়া লইষ্ঠে হইবে ) ক্ষার মিশ্রিত করিলে, স্বন্দর লাল-রং পাওয়া যায় । এই লাল-রঙের সঙ্গে শ্বেতসারপদার্থ মিশ্রিত করিয়৷ ষ্ট্রেীদ্রে শুকাইয়া লইলেই আবির লাল-রঙে রঞ্জিত হইয়া যাইবে । পাৰ্ব্বতা-চট্টগ্রাম অঞ্চলে একপ্রকায় বৃক্ষ আছে । সেই গাছ মূল সহ জলে সিদ্ধ করিলে, অতি সুন্দর লাল-রং পাওয়া যায় । উহtয় সহিত শ্বেতসার মিশাইলেও আবির লাল-বর্ণ ধারণ করে । স্ত্রী রমেশচন্দ্র চক্রবত্তী ক্রীমতী কমলকামিনী দেবী ( * - ) কলিকতা বড়বাজারে আরাক্লটের সহিত জার্মানি রং মিশ্রিত করিয়৷ আধির তৈরীর হয়। কোন ছাদের উপরে বস্ত বস্ত আরাক্লট ঢালিয়া গাদ করা হয়। কটাহে জল সিদ্ধ করিয় তাহাতে বিলাতী রং ঢাল হয় । এই গরম লাল জল অরোরুটের গদায় ঢালিয়া ময়দা ভিজনের মত ভিঙ্গীন হয় । সমস্ত আরাক্লট লাল জলে ভিজিলে মেলিয়া রেীত্রে শুকাইতে দেওয়া হয় । ইহু রৌদ্রে শুষ্ক হইয়৷ ধুলার মত হয়। এইগুলি বস্তায় পুরিয়া ৰাঞ্জাবে আবির বলিয়। বিক্রি হয় এবং বাংল। দেশে ও বাংলার বাহিবে রপ্তানি হয় । শ ব1মানুজ কব ( २२ ) বঙ্গভাষীয় পশুপালন সম্বন্ধীয় পুস্তক গিরিশ চক্ৰবৰ্ত্তী-গোধন বন্ধুবিহার ধর-গে-চিকিৎস বন্ধমতী অফিস-পশু-চিকিৎসা ভেটেরেনবি সার্জন ডাঃ দেবেন্দ্রনাথ দত্ত— পশুচিকিৎস গুরুদাস বাবুর দোকানে পাওযা যায়। শরৎ ব্রহ্ম ( సిలి ) মুর্শিদ কুলী খ৷ ঐতিহাসিক শ্ৰীযুক্ত রামপ্রাণ গুপ্ত মহাশয় কর্তৃক বঙ্গভাষায় অনুদিত “রিয়াজ উদ, সালাতিন” গ্রন্থের তৃতীয় উদ্যান ২৪. এবং ২৬৯ পৃষ্ঠা AMAMAMAMA MAMAMAMAMAMAMAM MA MAM MA MMMA AMAM MMAeSMMAeMA MMMS MAAA AAAA SAAAA AMS SMeA MMA AMSM AA MMe AMMe MMA MA AA MMA MMA MMM MMM MMA MMAMAMAM [ ২৩শ ভাগ, ২য় খণ্ড পাঠে জানা যায় যে “নখাব বিচারের সময় কোন পক্ষ সমর্থন না করিয়া ধনী ও দরিদ্র নির্বিশেষে স্থায়বিচার করিতেন। একদা কোন একটি হত্যাকাণ্ডের অভিযোগ উপস্থি ও হইলে তিনি জানিতে পারেন যে তদীয় পুত্রই হত্যাকারী, এজন্ত তিনি আপন পুত্রের প্রাণদণ্ড বিধান করিয়৷ স্বখ্যাতি লাভ করেন।” মুর্শিদ কুলী খাঁর স্ববিচার সম্বন্ধে অনেক গল্প আছে, তন্মধ্যে র্তাহার পুত্রের প্রাণদণ্ডের গল্পটিও অন্যতম । “এই ঘটনার কোন বিস্তুত বিবরণ জানা যায় নাই" শ্ৰীযুক্ত রামপ্রাণ বাবু ঐ পুস্তকেরু ফুটনোটে ইহাই লিখিয়াছেন । ঐ শ্যামাশঙ্কর মৈত্রেয় মুর্শিদকুলী খাঁ যে উtহার একমাত্র পুত্রকে প্রাণদণ্ডে দণ্ডিত করিয়াছিলেন ইহার বৃত্তান্ত শ্ৰীযুক্ত দুর্গাদাস লাহিড়ী সম্পাদিত ‘বঙ্গের ইতিহাস, ৩২১ পৃষ্ঠায় আছে । ঐী যোগেশচন্দ্র গোস্বামী ( >8 ) ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ১৬• • খ্ৰীষ্টাব্দের ৩১ শে ডিসেম্বর ইষ্ট ইণ্ডিয়৷ কোম্পানী ইংলণ্ডর রাজ্ঞী এলিজাবেথের নিকট চার্টার গ্রহণ করেন-—একথা ত্রযুক্ত প্রভাতকুমার মুখোপাধ্যায় মহাশয় তাহার “ভারত-পরিচয়ে” ঠিকই লিপিঃtছেন । আবার যে-সমস্ত ঐতিহাসিক বলিয়াছেন ১৫৯৯ খ্ৰীষ্টাব্দে ইষ্ট ইণ্ডিয়া কোম্পানী ইংলণ্ডে গঠিত হয় তাহারাও ভুল বলেন নাই। উভয় মতই ঠিক । ইষ্ট ইণ্ডিয়৷ কোম্পানী ইংলণ্ডে গঠিত হইবtয় এক বৎসর পরে রাণী এলিজাবেথ ঐ-কোম্পানীকে চাটার প্রদান করেন। প্রমাণ-স্বরূপ নিম্নলিখিত পুস্তকগুলি উল্লেখ কর। যাইতে পারে । 1. Mediaeval India—Stanley Litt. D.— p. 294. “In 1597 the Dutch appeared in the Indies and a few years later they were joined by the English upon the incorporation of the first East India Company on the 31st of IDecember, 16oo.” 2. History of England—David Hume—p. 370. “On the 31st Dec. 1600, the East India Campany was established by a charter of Elizabeth for 15 years. 3. John Clark M.urshman–History of India, p, 202. La nepoole, M.A., “An association was at length formed in London in 1599. In the following year they obtained a charter of incorporation from Queen Elizabath.” 4. Wheeler's History of India—p. 142 (Mahammedan period, part ii ). “The East India Company had been formed in 1599 in the life-time of Akbar. It obtained its first Charter from Queen Elizabeth in 16oo.” 5. An advanced History of England by T. F. Tout, M. A.—p. 424 “In 16oo Elizabeth gave a Charter to the East India Company.” 6. History of India—Meadows Taylor—p. 287 “* * * and the Company was finally embodied by a Charter in 1600, under the title of ‘The Governor 莎 寧