পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

>> & —কাৰ্ত্তিক, ১৩৩০ [ २०* छtनं, २ä ६७ বিষয়-“রমেশ দত্তের আদর্শ নারী চিত্র।” প্রবন্ধগুলি ১২ নং মুরলীধর সেন লেন কলিকাতা এই ঠিকানায় ১৫ই নভেম্বর তারিখের মধ্যে সুহৃদ লাইব্রেরীর সম্পাদকের নামে *#ांझेtऊ झहेरु । বাংলার একটি প্রাচীন কীৰ্ত্তি লোপ— পষ্মীগর্ভে রাজাবাড়ীর মঠ ।-খুষ্টীয় ষোড়শ শতাব্দীতে প্রসিদ্ধ হিন্দুরাজা চাদরায় ও কেদার রায় তাহদের মাতার চিতার উপর বিক্রমপুরের অন্তর্গত রাজাবাড়ীতে এক স্ববৃহৎ মঠ স্থাপন করেন। প্রায় তিনশত কি ততোধিক বৎসর যাবৎ সেই মঠটি বহু বাধাবিঘ্ন অতিক্রম করিয়া গৰ্ব্বভরে শির উন্নত করির পদ্মাতীরে দণ্ডায়মান থাকিয় হিন্দুদের পূর্বকীৰ্ত্তি স্মরণ করাইয়া দিতেছিল। ক্রমাগত দুইবার পদ্মা তাহার কীৰ্ত্তিনাশ৷ মাম সফল করিবার মানসে মঠটির প্রতি প্রবলবেগে ধাবিত হইয়াছিল। কিন্তু যেন দয়া করিয়া উহাকে গ্রাস করে নাই । ইছার শিল্পকাৰ্য্য এত সুন্দর ছিলযে যিনি দেখিয়াছেন তিনিই মুগ্ধ হইয়াছেন। এই স্বধৃষ্ঠ মঠটির প্রত্যেকখানি ইষ্টক নানাবিধ কারুকাৰ্য্যে খচিত ছিল। মঠটি উচ্চতায় প্রায় ৮০ হস্ত এবং পরিধি ১২০ হাত ছিল । শুনা যায় ইহ। নাকি আরও উচ্চ ছিল, ক্রমেই নীচের দিকে কতকটা বসিয়া গিয়াছিল । গত ১৮৯৬ খৃষ্টাব্দে ভাগ্যকুলের রাজt শ্ৰীনীপ রায় এই মঠটি নিজ ব্যয়ে সংস্কার করাইয়া দিয়াছিলেন। পদ্মানদী এবার ঢাকা জিলার দক্ষিণ দিক্ দিয়া অতি প্রবলবেগে ভাঙ্গিতেছে । সম্প্রতি উক্ত বিশাল মঠটিকে গ্ৰাস করিয়া সে ভাঙ্গনযজ্ঞে পুৰ্ণাহুতি প্রদান করিয়াছে। রাজাবাড়ীর এই মঠের সঙ্গে সঙ্গে পূর্ববঙ্গের একটি গ্রসিদ্ধ কত্তি লোপ পাইল । —২৪ পরগণা-বাত্তাবহ । সাহিতি কের সম্মান-লাভ — শ্ৰীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় পুরস্কৃত —আমরা শুনিয়া স্থখী হইলাম যে কলিকাতা-বিশ্ববিদ্যালয় শ্ৰীযুক্ত শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়কে জগৎতারিণী-সুবর্ণ-পদক দানে সন্মানিত করিয়াছেন । -— স্বদেশ । বিধবা-বিবাহ অনুষ্ঠান— হিন্দু-ধৰ্ম্ম অনুসারে হিন্দু বিধবাদের বিবাহ দিবার জন্ত মেদিনীপুরে একটি বিধবাবিবাহ-সমিতি স্থাপিত হইয়াছে। দেশের অনেক গণ্যমান্ত লোক এই সমিতির সভ্য হইয়াছেন । বঙ্গের বাহিরেও অনেকে এই সমিতিকে সাহায্য করিতেছেন -সমিতির সম্পাদক ক্রীযুক্ত ভাগবতচন্দ্র দীস শৰ্ম্মণের চেষ্টায় এপয্যন্ত একটি বিধবাবিবাহ হইয়াছে —স্বদেশ দাম ও সৎকৰ্ম্ম— ** বেঙ্গল রিলিফ কমিটি —আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায বেঙ্গল রিলিফ কমিটির পক্ষ হইতে বিহারের বস্তাপাড়তদিগের সাহায্যার্থ শ্ৰীযুক্ত রাজেন্দ্রপ্রসাদের হস্তে • • •২ টাকা এবং তমলুকে বস্তাপীড়িতদিগের সাহায্যাৰ্থ শ্ৰীযুক্ত সাতকড়িপতি রায়ের হস্তে ৪৪১ly• প্রদান করিয়াছেন - যুগবার্তা । সাহায্যদান-বুঙ্গীয় গভর্ণমেন্ট ফরিদপুর রাজেন্দ্র কলেজে বিজ্ঞান শ্রেণী খুলিবার জষ্ঠ ১৬• • • টাৰ এককালীন প্রদান করিয়াছেন। এজঙ্ক লর্ড লিটনের গভর্ণমেণ্ট জনসাধারণের ধন্যবাদাহ। —কাশীপুরনিবাসী । জাপান সাহায্যে বিশ্বভারতী । ভূমিকম্পে ধ্বংসপ্রাপ্ত জাপানকে সাহায্য করিবার জন্ত শান্তিনিকেতনে বিশ্বভারতীর একটি সাহায্য-ভাণ্ডার খোলা হইয়াছে। শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর এই ভাণ্ডারের সম্পাদক হইয়াছেন । ইতিমধ্যেই বিশ্বভারতীর ছাত্র এবং শিক্ষকদিগের নিকট হইতে চাদ তুলিয়া ৭৫.২ টাকা সংগ্রহ করা হইয়াছে। ইহারা যে টাকা সংগ্ৰহ করিবেন, তাহ সমস্তই জাপানের রাজদূতের নিকট পাঠাইয়া দিবেন। এই ভাওরে কেহ চাদ দিতে ইচ্ছা করিলে শাস্তি-নিকেতনে সম্পাদকের নিকট পাঠাইতে পারেন।— স্বদেশ । নূতন শিক্ষালয়— স্ত্রীরামকৃষ্ণ বিদ্যাপীঠ । বৈদ্যনাথ ধাম—পোঃ আঃ দেওঘর । যহাতে বালকগণ শৈশব হইতেই লৌকিক বিদ্য শিক্ষার সঙ্গেসঙ্গেই জাতীয়ভাবে প্রণোদিত হইরা নিজেদের চরিত্রগঠনপূর্বক কৰ্ম্মঠ স্বাবলম্বী ও আত্মপ্রতিষ্ঠ হয়, সেই উদ্দেশ্যে এই বিদ্যালয়টি স্থাপিত হয়। শরীর মন ও মস্তিষ্কের উৎকর্য সাধন করিয়া বিদ্যাগীর ভিতরের পূর্ণতাকে পরিস্ফুট করিয়া তোলাই এই প্রতিষ্ঠানের মুখ্য উদ্দেষ্ঠ । জ্ঞানামুশীলন, কৰ্ম্মকুশলতা, নিয়মানুবৰ্ত্তিতা, চরিত্র এবং সামাঞ্জিক জীবন গঠন প্রভৃতি আধুনিক শিক্ষাজগতের আদর্শগুলিকে লক্ষ্য করিয়া, সমাজের পক্ষে মঙ্গলকর মাসুমগঠনই এই বিদ্যাপীঠের উদেণ্ড । স্বামী সস্তীবানন্দ ইহার অধ্যক্ষ । গুরুসদয় দত্তেব সৎকাৰ্য্য— দত্ত মহাশয় আগামী বয়ের জন্ত বাকুড়া জেলার প্রত্যেক পল্লীসমিতির করণীয় এইরূপ কাৰ্য্য-তালিকা নিৰ্দ্ধারিত করিয়াছেন – প্রত্যেক পল্লী-সমিতি বালকদের ও বালিকাদের জন্ত বিদ্যালয় খুলিবে, শ্রমিকদের জন্য নৈশ-বিদ্যালয় খুলিবে। প্রত্যেক পল্লীসমিতি অন্ততঃ ২টি করিয়া পুষ্করিণীর সংস্কার করিবে এবং পাঁচশত করিয়৷ বৃক্ষ রোপণ করিবে। প্রত্যেক গ্রামে একটি করিয়া পুষ্করিণী পানীয়জলের জন্য স্বতন্ত্রভাবে রক্ষিত হইবে। প্রত্যেক পল্লী সমিতি কৃষিকৰ্য্যের কিছু-কিছু নুতন সংস্কার, এবং গ্রাম্য শিল্পের উন্নতিবিধানের চেষ্টা করিবে । —অীনন্দবাজার পত্রিক । সদনুষ্ঠান— বিনামূলো কালাজ্বর চিকিৎসার কেন্দ্র-বেঙ্গল হেলথ এসোসিLয়শন বিনামূল্যে কালাবরগ্রস্ত রোগীদিগের চিকিৎসার জন্য ইলিয়টু রেড ও সারকুলার ,রাডের সঙ্গমস্থলে মেসাস শ্ৰীমনী কোম্পানীর ঔষধালয়ে একটি কেন্দ্র স্থাপন করিয়াছেন। প্রতি মঙ্গলবার ও শনিবার ৮ ঘটিকা হইতে ৯ ঘটিকা পৰ্য্যন্ত ডাক্তার রোগী দেখিবার জন্য এই ঔষধালয়ে উপস্থিত থাকিবেন ।— সন্মিলনী । —সেবক ।