পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১২৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

*ఫి. • Ꮡ*** প্রবাসী-কাৰ্ত্তিক, ১৩৩০ [ ২৩শ ভাগ, ২য় খণ্ড মহেঞ্জদtড় নগরের প্রাচীন বৌদ্ধস্তপেব ধ্বংসাবশেষ (প্রাচীন সিন্ধুনদীব গৰ্ভ হইতে গুহাত ) প্রতীয়মান হয় । একটি ঘাটের কাছে প্রায় ৫০৫৫ ফুট উচ্চ একটি ধ্বংসাবশেষের নিদর্শন আছে । ইহাই রাজপ্রাসাদের ধ্বংসস্ত,প । রাজ প্রাসাদটি পরিপ-বেষ্টিত ছিল তাহাও বোঝা যায়। রাজ প্রাসাদ হইতে কিছুদূরে গেলেই ছোট ছোট রাস্তার নিদর্শন দেখিতে পাওয়া যায়। এ অঞ্চলেই সহরের হাটবাজাব ছিল, এবং সঙ্গবের এই অংশই জনবহুল ছিল । : বাংলা দেশের মত সিন্ধুদেশে ও প্রস্তরের অভাব । কাজেই এখানকার সমস্ত সৌধমাল এবং মন্দিরাদি ইষ্টকনিৰ্ম্মিত । প্রাচীন ব্যাবিলনের স্থপতিদের ন্যায় দিগ্ধদেশের প্রাচীন স্থপতির ও প্রকাণ্ড প্রকাণ্ড ইষ্টকনিৰ্ম্মিত মঞ্চের উপর মন্দিরাদি নিম্মাণ করিত । সিন্ধুদেশের স্থপতির মন্দিরগুলিকে বন্যার আক্রমণ হইতে রক্ষা করিবার উদ্দেশ্যেই ৪০৫০ ফুট দেওয়ালের উপর ইষ্টক-মঞ্চ নিৰ্ম্মাণ করিত। আবিষ্কৃত স্ত,পটি ১৬০০ বর্গফুট একটি ইষ্টকমঞ্চের মধ্যস্থলে নিৰ্ম্মিত । মঞ্চটির চতুর্দিকস্থ প্রাঙ্গণের চারিপাশে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র প্রকোষ্ঠ আছে। এই প্রাঙ্গণে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র স্তুপেরও নিদর্শন পাওয়া যায়। বৃহৎ স্ত পটি প্রাঙ্গণের মধ্যস্থলে অবস্থিত। মঞ্চে পুৰ্ব্বদিকের সোপানবলী দিয়। প্রবেশ করিতে হয় । সোপান বলীর সাহাধ্যে উপরে উঠিলে প্রবেশ-পথ । এখানে ছয়টি স্তম্ভ ছিল। তৎপথে প্রাঙ্গণ। প্রাচীন স্ত,প' নামক বৌদ্ধ মন্দিরসমূহ সাধারণতঃ দুই ভাগে বিভক্ত। কতকগুলি ভিতরে ফাপ ও অন্যগুলি নিরেট । মহেংদড়োর স্তুপটি ফাপা । এই শুপটির উপরিভাগ রৌদ্রপদ ইষ্টক দ্বার। নির্মিত। স্ত,পটি পূৰ্ব্বদ্বারী। ইহার ভিতরের প্রবেশ-পথে উভয় পাশ্বে সোপানাবলী আছে। এই-সকল সোপানের সাহায্যে চতুৰ্দ্দিকু প্রদক্ষিণ করিতে হয় । শ্ৰীযুক্ত বন্দ্যোপাধ্যায় মহাশয় যখন এই স্তুপটি প্রদক্ষিণ করেন তখন ইহার ছাদ ভগ্নাবস্থায় ছিল । এই প্রদেশের মুসলমান জমিদারবর্গ কর্তৃক এই কুকাৰ্য্যটি অনুষ্ঠিত হইয়াছে। তাহার। ভূপ্রোথিত অর্থলোভে এই-সকল স্তুপের নানা অংশ বিনষ্ট করিয়া এই-সমস্ত প্রাচীন কীৰ্ত্তির নিদর্শন পাইবার পথ বন্ধ করিয়া দিয়াছে । এই স্তুপটির প্রবেশপথের দুই দিককার সোপানাবলীর মধ্যস্থলে একটি ছোট মন্দির আছে—সেখানে একটি ধ্যানী বুদ্ধমূৰ্ত্তির ভগ্নাবশেষ রহিয়াছে। এত দীর্ঘ