পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

う">b মুঠা কোমর হইতে প্রায় ছয় অঙ্গুলী নিম্ন বরাবর প্রায় অষ্টাদশ অঙ্গুলী সম্মুখে ও অৰ্দ্ধ হস্ত দক্ষিণে থাকিবে ; লাঠির অগ্রবিন্দু নিম্নমুখ হইয়া ঈষৎ দক্ষিণে হেলিয়া থাকিবে । অসির পাশ্ব দ্বারা প্রতিপক্ষের আঘাত প্রতিহত করিতে হইবে। “ধুনিয়া পালট” আট্‌কাইবার কালে লাঠির অগ্রবিন্দু দক্ষিণ পদের বৃদ্ধাঙ্গুলীর অৰ্দ্ধ হস্ত দক্ষিণে ও সম্মুখ বরাবর ভূমিস্পর্শ করিয়া ভূমির উপরে লম্ব বরাবর থাকিবে । ৩ । “চাকি আটকাইবার কালে হাতের মুঠ বাম কর্ণের কিঞ্চিদধিক অৰ্দ্ধ হস্ত সম্মুখ বরাবর থাকিবে এবং লাঠির অগ্রবিন্দু দক্ষিণ স্কন্ধ মোঢ়ের প্রায় এক হস্ত দক্ষিণ ও কিঞ্চিদধিক অৰ্দ্ধ হস্ত সম্মুখ বরাবর উৰ্দ্ধে থাকিবে । প্রকারাস্তর :–হাতের মুঠা মস্তকের মধ্যদেশের অৰ্দ্ধ হস্ত সম্মুখে ও উদ্ধে থাকিবে এবং লাঠির অগ্রবিন্দু বাম স্বন্ধ মোঢ় হইতে প্রায় দেড় হস্ত বাম ও অষ্টাদশ অঙ্গুলী সম্মুখ বরাবর থাকিবে । "দক্ষিণ আনি"র প্রতিকারের নিমিত্ত লাঠির অগ্রবিন্দু নিজ বাম দিক দিয়া উপরে তুলিয়৷ হাকিয় আঘাত করিয়৷ প্রতিপক্ষের লাঠিকে নিজ দক্ষিণ দিকে দূর করিয়া দিতে হইবে । ( হলের অল্পরূপ ) ৪র্থ। “জভঘ” আট্‌কাইবার কালে হাতের মুঠ। কোমর হইতে প্রায় ছয় অঙ্গুলী নিম্ন বরাবর প্রায় অষ্টাদশ অস্কুলী সম্মুখে ও অৰ্দ্ধ হস্ত দক্ষিণে থাকিবে ; লাঠির অগ্রবিন্দু নিম্ন মুখ হইয়া ঈধং দক্ষিণে হেলিয়া থাকিবে । অসির পাশ্ব দ্বারা প্রতিপক্ষের আঘাত প্রতিহত করিতে হইবে । এগারর বাড়ি । ১ । শির, হল, গ্রীবাণ, আনি, পালট, ভাণ্ডার, চির, মোঢ়, মন, আসর, তামেট । ২ । তামেচ, পালট, উণ্ট মোঢ়া, কোমর, দিগর, তেওয়র, ভাণ্ডার, হাতকাটি, চাকি, দক্ষিণ আনি, সাণ্ড । ৩ । তামেচা, কোমর, ভাণ্ডার, আসর, মন, দিগর, করক, মোঢ়া, তেওয়র, আনি, বাহের । ৪ । করক, পিণ্ডি, দিগর, সাকেন, ভাণ্ডার, মন, প্রবালী—কাৰ্ত্তিক, ১৩৩০ . ২৩শ ভাগ, ২য় খণ্ড ভুজ, উণ্ট মোঢ়, গ্রীবাণ, উন্ট অন্তর, উন্ট সাণ্ড । ( সাও চপ, ) - * “আনি”= বাম দুধের বটুকে কেন্দ্র করিয়া চারি অঙ্গুলী ব্যাসের বৃত্তের মধ্যে অসির অগ্রবিন্দু বিদ্ধ করিয়া দেওয়া इंग्न ! “দিগর"-দক্ষিণ হাটুর ভিতর দিক হইতে ঈষৎ নিম্নমুখে বক্রভাবে কাটিয়া ফেলা হয়। “পিণ্ডি” = দক্ষিণ ইট ও গুল্মফের মধ্যদেশ বরাবর ঈযং নিম্নমুখে বক্র ভাবে কাটিয়া ফেলা হয় । “উন্ট অন্তর” = বাম কৰ্ণ মূলের দুই আঙ্গুলী নিম্ন হইতে আরম্ভ করিয়া মস্তক ও গলদেশের ঠিক সন্ধিস্থল ভেদ করিয়া দক্ষিণ কর্ণমূলের দুই অঙ্গুলী নিম্ন দিয়া বাহির হইয়া যায় । বর্ণনা -আমির প্রতিকারের নিমিত্ত লাঠির অগ্রবিন্দু উপরে তুলিয়া হাকিয় আঘাত করিয়া প্রতিপক্ষের লাঠিকে নিজ দক্ষিণ দিক্‌ বরাবর বাহির করিয়া দিতে হইবে। প্রকারান্তর ;–অথবা নিজ লাঠি নিম্নমুখ করিয়া রাখিয়া অগ্রবিন্দু ঈষৎ নিজ দক্ষিণ দিকে হেলাইয়া নিম্নের দিক হইতে আঘাত করিয়া প্রতিপক্ষের লাঠিকে নিজ বাম দিকে দূর করিয়া দিতে হইবে । ২য় । “দিগর” আট্‌কাইবার কালে হাতের মুঠ নিজ নাভির প্রায় অষ্টাদশ অঙ্গুলী সম্মুখ বরাবর ঈষৎ নিম্নে থাকিবে, লাঠির অগ্রবিন্দু বাম পদের বৃদ্ধাঙ্গুষ্ঠ বরাবর সম্মুখে থাকিবে । ৪র্থ । “পিণ্ডি" আট্‌কাইবার কালে হাতের মুঠ নিজ নাভি হইতে প্রায় অষ্টাদশ অঙ্গুলী সম্মুখ ও প্রায় অষ্ট অঙ্গুলী নিম্ন বরাবর থাকিবে, লাঠির অগ্রবিন্দু নিম্নমুখ হইয়। ঈযং বামে হেলিয়া থাকিবে । “উন্ট। অন্তর” আর্টুকাইবার কালে হাতের মুঠ বাম স্কন্ধ-মোড়ের ঈষৎ বাম ও প্রায় অষ্টাদশ অঙ্গুলীসম্মুখ ধরাবর থাকিবে । লাঠি উৰ্দ্ধ মুখ হইয়া ভূমির উপরে লম্ব বরাবর থাকিবে । ক্রমশঃ স্ত্রী পুলিনবিহারী দাস