পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] পারস্ত সাহিত্যের একখানি শ্রেষ্ঠ রত্ন । এই স্ববৃহৎ গ্রন্থের একাংশের বঙ্গানুবাদ করিয়া গ্রন্থকার বঙ্গসাহিত্যকে সমৃদ্ধ করিলেন ও বঙ্গবাসী মাত্রেরই কৃতজ্ঞতাভাজন হইলেন । যাহার দেশ-বিদেশের কবিত্ব ভাবুকত ও সৰ্ব্বজনীন সাৰ্ব্বকালিক সাৰ্ব্বভৌমিক ধৰ্ম্মতত্ত্বের সম্ভোগ করিতে উৎসুক তাহার এই কাব্য পাঠ করিয়া আনন্দিত ও উপকৃত হইবেন । অনুবাদ সাধারণ পয়ার ও ত্রিপদী ছন্দে হইয়াছে ; এবং মিল সৰ্ব্বত্র উৎকৃষ্ট হয় নাই । 警 অনুবাদের সঙ্গে সঙ্গে বাংলা অক্ষরে ফার্স মুল ছাপিলে মূল ফার্সার ছন্দ-সৌন্দৰ্য্য বাঙ্গ৷লী পাঠক-পাঠিক উপভোগ করিতে পারিতেন। যদি পুস্তক স্ববৃহৎ হইবার ভয়ে তাহ না করা যায়, তবু স্থানে স্থানে বিশেষ কবিত্বমণ্ডিত প্লেকের মূল দিতে পার! যাইত। ভূমিকায় ফার্সী অক্ষরে মূল শ্লোক কয়েকটি থাকাতে ইহা ফার্সভাষাভিজ্ঞ বাঙ্গলীর নিকট অধিকতর প্রীতিকর হইয়াছে। স্বভাবকবি গোবিন্দদাস—শ্ৰী হেমচন্দ্র চক্ৰবৰ্ত্তী প্রণীত । প্রকাশক শ্ৰী পরেশমোহন হালদার, বি-এল, রংপুর, ৩১৩ পৃষ্ঠা। সচিত্র। কাপড়ে বাধা । দু টাকা। ১৩৩• । গোবিন্দদাস বাংলাদেশের একজন বড় কবি। তিনি দেশবিদেশের বিদ্যশিক্ষার হযোগ পান নাই, তাহার কালচার ব্যাপক ছিল না, তবু উtহার অসাধারণ কবিত্ব-শক্তি ছিল—কবিত্ব র্তাহীর স্বতঃস্ফূৰ্ত্ত, এজস্য তিনি স্বভাব-কবি । তাহার কবিত্বেব বিশেষত্ব ছিল সরলতা ও পল্লীজীবনের ছবি এবং স্বদেশ- ও স্বজাতিপ্রীতি। গোবিন্দদাসের জীবন দুঃখেব সংগ্রামের নির্য্যাতনভোগের ভিতর দিয়া অতিবাহিত হইলেও তাহাৰ কবিতা রসমধুব প্রবহবান স্বন্দর হললিত। এই কবির জীবন ও কাব্যের পরিচয় সকলেরই জানা উচিত। এই দরিদ্র ও অনাদৃত কবির জীবনচরিত এত শীঘ্র প্রকাশিত হইতে দেখিয় আমরা অত্যন্ত প্রীত হইয়াছি । আমরা যখন কলেজের ছাত্র ছিলাম, তখন গোবিন্দ মাসের সমস্ত পুস্তক কিমিয়া স্বর্ণমণ্ডি৩ মরোকে চামুড়ায় বাধাইয়৷ রাখিয়ছিলাম-কুতরাং এই কবির জীবনচরিত ও কাব্য-পরিচয় পাইয়া অমর যে স্বত্যন্ত স্বৰ্গী হইয়tiছ, তাহ বলাই বtহুল্য। মোহন-মুধt—শ্ৰী শিবরতন মিত্র সঙ্কলিত । প্রকাশক বিপস্ লাইব্রেরী, ঢাক।। ১১৫ পৃষ্ঠা। সচিত্র । পাচ সিক। । ১৩৩• । রাজা রামমোহন রায় ইংরেজ আমলের শ্রেষ্ঠ বাঙ্গালী । তিনি মানব-জীবনে আবখ্যক প্রত্যেক বিষয়ের আদর্শ অবস্থা আপনার অসামাপ্ত মনীষার বলে দেখিতে পাইয়। র্তাহাব স্বদেশে সেইসব বিষয়ের প্রবর্তন ও সংস্কর করিয়া গিয়াছেন। সাহিত্য, সমাজ, ধৰ্ম্ম, রাষ্ট্র প্রভৃতি সকল দিকে তাহকে আমরা অগ্রদূতরূপে দেখিতে পাই । সেই মহাপুরুষের জীবনী ও কৰ্ম্ম-প্রচেষ্টার সকল দিকের পরিচয় এই পুস্তকে প্রণালীবদ্ধভাবে প্রদত্ত হইয়াছে । পরিশিষ্ট্রে রাজার বাংলা গ্রন্থাবলীর একটি তালিকা আছে। র্যাহার রাজার বড় জীবন চরিত পাঠ কবিবার অবসর পান না, তাহার এই পুস্তক পাঠ করিলেও রাজাকে বুঝিতে পারবেন এবং তাহার সংস্কারমুক্ত স্বাধীন চিত্তের পরিচয়ের প্রভাবে নিজেরাও সৰ্ব্বক্ষেত্রে স্বাধীনতার উপাসক হইতে পরিবেন। যুধিষ্ঠির—শ্ৰী শশিভূষণ বস্থ প্রণীত । প্রকাশক ইণ্ডিয়ান প্রেস লিমিটেড, এলাহাবাদ । ১১৪ পৃঃ সচিত্র । এক টাকা । ১৩৩০ । যুধিষ্ঠিরের আখ্যান ও চরিত্র শিশুপাঠ্য কবিয়া লেখা । যুধিষ্ঠিবের চরিত্রে বহুগুণের সমাবেশ থাকতে তিনি ধৰ্ম্মপুত্র নামে পরিচিত হইয়াছিলেন । এই আদর্শচরিত্রের আখ্যান শিশুর পাঠ করিলে, তাহীদের চরিত্র সংগঠনে সাহায্য হইবে । আখ্যান-রচনানীতি একটু সেকেলে, গুরুগম্ভীর সংস্কৃতশব্দবহুল-কিশোর-কিশোরীদিগের পাঠ্য হইতে পারে। ছবিগুলি ভালে । * মুদ্রারাক্ষস পুস্তক-পরিচয় > RS) AASAASAASA SAAAAS AAAAAS AAAAA AAAA AAAA AAAAS AAAAAS AAASASASS ہمحمیہ-حصمے_ উমাকান্তু (সামাজিক উপন্যাস )—স্বৰ্গীর শিবনাথ শাস্ত্রী কর্তৃক বিরচিত। সুন্দর বাধীন। ২৪৬ পৃষ্ঠায় সম্পূর্ণ। মূল্য দেড় টাকা মাত্র। প্রকাশক ইণ্ডিয়ান পাবলিশিং হাউস, ২২১ কর্ণওয়ালিস্ ষ্ট্রীট, কলিকাতা । বঙ্গের একযুগের ধৰ্ম্মনেতা ও প্রসিদ্ধ সাহিত্যিক স্বৰ্গীয় শিবনাথ শাস্ত্রী মহাশয়ের রচনার সকল বিশেষত্বই এই উপন্যাসে বৰ্ত্তমান। অল্প কথায়, অল্পসংখ্যক উপযুক্ত ঘটনার রেখাপাতে, এক-একটি মহামন মানুষের ছবি আঁকিয়া তুলিতে তিনি সিদ্ধহস্ত ছিলেন। এপুস্তকে উহার সে শক্তির পূর্ণ পরিচয় পাওয়া যায়। উমাকাস্ত, উমাকাস্তের জননী, বুদ্ধ রামগতি,—ইহাদের প্রত্যেকের চরিত্র এমন মহৎ, ও সে চরিত্র এমন স্বন্দর ফুটিয়াছে যে পাঠকের মনে এমন সত্যকার মানুষ দেপিতে ও এমন মামুষের সঙ্গে আলাপ করিয়৷ উন্নত হইতে প্রবল আকাঙ্ক্ষার উদয় হয় । গ্রন্থকার ইহাদের দোষ ও খুতগুলিও ঠিক ইহাদের উন্নত প্রকৃতির অনুরূপ করিয়াই আঁকিয়াছেন। “তিনি যদি কখনও জ্ঞাতিবিবাদের রণে অবতীর্ণ হন, তবে পায়েব বুদ্ধাঙ্গুষ্ঠের উপরে সমগ্ৰ দেহটি রাখিয়৷ অগ্নিবৃষ্টির স্বায় বাক্যবৃষ্টি করিতে পারেন,”—এই একটি কথায় গ্রন্থকার যে-ছবি আঁকিয়া দিয়াছেন তাহ একটি দীর্ঘ প্যারাগ্রাফেও অধিক স্পষ্ট করা সম্ভব নয়। মানুষের এমন তাজ সজীব ছবি সচরাচর উপহাসে পাওয়া যায় না । নবযুবক উমাকাস্তেব মনে প্রথম দায়িত্ব ও গম্ভীর্য্যের ভাবের উল্মেস-এটি এমন বিষয় যে সহজে কোনও উপস্তাসলেখক ইহার বর্ণনায় হাত দিতে চাহিবেন না , কিন্তু গ্রন্থকারের হতে এটি চমৎকাব ফুটিয়াছে । উমাকাস্তের প্রথম পত্নী-সস্তসণও অতি স্বন্দর ও পবিত্র । সেকেলে বুদ্ধ রামগতির মহ স্ব দেপিয়া পাঠক চক্ষু শুষ্ক রাখিতে পাবিবেন না ; উমাকাস্তুের বtড়ীর মহিলাদের মতই উহাকে বলিতে হইবে, "ওম, কি মানুষ ! কি মানুষ !" ভদ্রযুবক, নরেশ পতিত বিনোদিনীকে প্রেমের শক্তিতে শুদ্ধ কবিয়া লইয়া বিবাহ করিলেন । এ ব্যাপারেব বর্ণনা করিতে গিয়া গ্রন্থকার পাঠককে পাপেব স্বাদটি বেশ করিয়| চাখিবাক সুযোগ দিবীর জন্য মনস্তত্ত্বের বিশ্লেষণে দু’চাবি প|৩t খরচ কবেন নাই ; অথচ যে-ভাবে ইহা বর্ণিত BBBB BBB BB BK g BBB BB S KDDD DDBBBB সাহিত্যবিলাসী কিংবা লেখনীজীবী ছিলেন না, ধৰ্ম্মপ্রচারক ও সমাজসংস্কারক ছিলেন । কি হইলে এরূপ নারীকে ভদ্রসমাজে গ্রহণ করা সম্ভব, এ প্রশ্ন তাহাকে স্বীয জীবনে বহুবার মীমাংসা করিতে হইয়tছিল । এজস্য এ উপস্যাসে র্তাহাব কল্পিত এই ঘটনার বিশেষ মুল্য আছে । গ্রন্থকাব সাহিত্যিকরূপেও যশস্বী হইয়াছিলেন বটে, কিন্তু উtহার উন্নত জীবন ও চরিত্রের বিশেষত্বেই তিনি অমর | এই উপস্যাসে ëlso fitto Căş Sfâto 3 offea (autobiographical traits) BBS BB BBB gBBBDg ggDDS BBB BB BBBB BBBB ৩ ত পড়ে নাই । @ গ্রন্থকারের "বিধবাব ছেলে" ও "উমাকাস্ত” ঘটম হিসাবে প্রায় এক, কিন্তু “বিধবলৈ ছেলে’তে নায়কের সদনুষ্ঠানগুলির বিস্ত ত বর্ণনব দবন মানুষ গুলি ঝাপ ৷ হইয়া পড়িয়াfফল । এপুস্তকে তাহ হয় নাই । যাই হউক, উপন্যাস-লেখকগণ গল্পেব প্লটটিকে জটিল করিয়া পাঠকের কৌতুহল উত্তেজিত করিবার জন্ত যে-সকল কৌশল অবলম্বন করেন, এপুস্তকে তাই নাই , ইহtল প্লট প্রায় জীবন-চরিতের মতই সরল । বিস্তু সংসারের সাধারণ ঘটনাবলীর ও মানুষের সঙ্গে মানুষের ব্যবহাবের বৈচিত্র্যের মধ্য দিয়া গ্রন্থকাব এই ক্ষুদ্র পুস্তকে অনেকগুলি সজীব সহৃদয় ও মহৎ চরিত্র ফুটাইয় তুলিতে অশ্চৰ্য্যরূপে কৃতকাৰ্য্য হইয়াছেন । স