পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১২৬ অংশাবতরণপ্রসিদ্ধির জন্যই বৰ্ম্ম-সেনদের আমলের শিল্পীগণ কৃষ্ণকে অবতারের তালিকা হইতে বাদ দিয়াছেন । প্রায় প্রত্যেক অবতারেরই এক-একখানা পুরাণ বা উপপুরাণ আছে,—মৎস্য পুরাণ, কুৰ্ম্ম পুরাণ, বরাহ পুরাণ, নৃসিংহ পুরাণ, বামন পুরাণ ইত্যাদি । রামায়ণ ও মহাভারত ইতিহাস বলিয়। বিখ্যাত। কিন্তু ও-দুখানাও প্রকৃত পক্ষে পুরাণ,—একথfন। রামের পুবাণ, 으 কৃষ্ণের পুরাণ । हे অবতারসমূহের ঐতিহ্য নিম্নে সংক্ষিপাকারে বিবৃত श्ल । t్సుs::• - - - -- বিক্রমপুরে প্রাপ্ত মৎস্যবিতার মুষ্টি প্রবাসী—কাৰ্ত্তিক, ১৩৩০ [ ২৩শ ভাগ, ২য় খণ্ড SS S SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSASAMAAASA SAASAASAA মৎস্যবিতার মৎস্যাবতারের কাহিনী প্রথমে শতপথ-ব্রাহ্মণে দেখা দেয় ( ১৮) । মানবের আদি পিতা মন্ত একদিন হাত ধুইবার সময় দুইহাতের মধ্যে এক ক্ষুদ্র মৎস্য পাইলেন। মৎস্য বলিল, আপনি আমাকে রক্ষণ করুন, আমিও আপনাকে রক্ষা করিব । মন্ত । কি হইতে আমাকে রক্ষণ করিবে ? মৎস্য। জল-প্লাবনে এই সমস্ত স্থল ভাসিয়া যাইবে, আমি সেই প্লাবন হইতে আপনাকে রক্ষা করিব । মন্ত । তোমাকে কিরূপে রক্ষা করিব ? মৎস্য । যতদিন ছোট থাকি ততদিনই আমাদের বিপদ,--অন্ত মাছে ধরিয়া ধরিয়া খায়। আপনি আমাকে প্রথমে একটা হাড়ীর মধ্যে রাখুন, বড় হইলে একটি পুকুর কাটিয়া তাহাতে রাখিবেন, আরও বড় হইলে সমুদ্রে ছাড়িয়া দিবেন, তখন আর কেহ আমার কিছু কবিতে পরিবে না । মৎস্য শীঘ্রই বড় হইয়া উঠিল। একদিন সে মন্তকে বলিল,— বংসরেকের মধ্যেই জল-প্লাবন হইবে, আপনি নৌকা প্রস্তত করুন। প্লাবন আসিলে নৌকাতে উঠিয়া আমাকে স্মরণ করিবেন, আমি প্লাবন হইতে আপনাকে উদ্ধার কবিব । প্লাবন নির্দিষ্ট সময়ে আসিল । মচু নৌকাতে উঠিয়া মৎস্যকে স্মরণ করিলেন । সেই বিপুলকায় মৎস্য নৌকার নিকটে ভাসিতে লাগিল । মমু মাছেব শিংয়েব সহিত দড়ি দিয়া নেীক বাধিলেন । মৎস্য নৌকা টানিয়। উত্তরগিরিতে গিয়া লাগাইল । এইরূপে জলপ্লাবনে মন্থ রক্ষণ পাইলেন । শতপথ-ব্রহ্মণের এই গল্প পুরাণে আরও বৃদ্ধি প্রাপ্ত হইয়াছে,—তথায় দেখা যায় মন্ত সমস্ত প্রাণীর এক এক জোড়া, বৃক্ষলতাদির বীজ এবং বেদসমূহ লইয়া নৌকায় উঠিয়াছিলেন । ইহা হইতেই মংস্যাবতারে বিষ্ণুর বেদ উঞ্চাব প্রসিদ্ধ হইয়াছে । মহা ভারতে মংস্য ব্ৰহ্মার অবতার, কিন্তু মংগু, ভাগবত, ও অগ্নিপুরাণে মংস্য বিষ্ণুর অবতার হইয়াছেন । স্মরণীয় যে, জলপ্লাবন-কাহিনী খৃষ্টানদের বাইবেলেও আছে এবং তাঁহা পুরাণোক্ত কাহিনীর অনুরূপ।