পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১৬৪ । প্রবাসী—অগ্রহায়ণ, ১৩ee. [ ২৩শ ভাগ, ২য় খণ্ড .td :: - উইলিয়াম পিয়ার্সন ও রবীন্দ্রনাথ—শাস্তিনিকেতন আশ্রমে ভারতের কল্যাণের সহিত তাহার জীবনের সকল আশা জড়িত ছিল, তাহার প্রতিও নিজের সুগভীর ভালবাসা প্রকাশ করিবার সুযোগ পাইবেন । আমি জানি এদেশে এবং ভারতবর্ষের বাহিরে র্তাহার এমন অনেক বন্ধু আছেন যাহারা তাহার মহৎ নিঃস্বার্থ হৃদয়ের প্রতি শ্রদ্ধ অমুভব করেন, এবং তাহার . এমন অনেক বন্ধু আছেন যাহারা তাহার মৃত্যুসংবাদে মৰ্ম্মাহত হইয়াছেন। আমার মনে দৃঢ় ধারণা যে তাহার এই প্রিয় আশ্রমে তাহার নামে একটি স্থায়ী স্মৃতিচিহ্ন নিৰ্ম্মাণ করিবার ইচ্ছাকে সকলেই অমুমোদন করিবেন। আমাদের আশ্রম-সংক্রাস্ত হাসপাতালটি যাহাতে নূতন করিয়া তৈরী হয়, এবং যথাবস্তক সাজসরঞ্জাম সংগ্রহের পর উত্তমরূপে চালিত হয়, ইহাই করিতে পারি, এবং তাহার একান্ত বাসনা ছিল, এবং বরাবরই তিনি এইজন্য সচেষ্ট ছিলেন এবং যথাসম্ভব অর্থদান করিয়াছেন । আমার বিশ্বাস, আমরা যদি তাহার এই ইচ্ছাকে কাৰ্য্যে পরিণত ছেলেদের জন্য স্বতন্ত্রবিভাগের ব্যবস্থা রাখিয়া একটি ভালরকম হাসপাতাল নিৰ্ম্মাণ করি, তাহা হইলে তাহার স্মৃতিকে যথার্থ সম্মান করা হইবে, এবং মানবের দুঃখকষ্টে তিনি যে সমবেদন অনুভব করিতেন তাহার আদর্শ এই হাসপাতাল আমাদের সর্বদা মনে করাইয়া দিবে। এই অভিপ্রায়ে আমরা তাহার বন্ধুবান্ধব এবং তঁাহাফে শ্রদ্ধ করেন এমন সব লোকের নিকট আজ উপস্থিত হইতেছি, এবং আশা করিতেছি যে এ বিষয়ে সকলেই আমাদের মুক্তহস্তে দান করিয়া সাহায্য করিবেন। ঐ রবীন্দ্রনাথ ঠাকুর