পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] یه ۹جمعیت (S8 t ) পণ্ডিত গোষ্ট্ৰীচন্দ্র উবাসনী সংক্ষিপ্তসার ব্যাকরণের টীকাকার পণ্ডিত গোষ্ট্ৰীচন্দ্র উবাসনীর জীবনী কেহ জানেন -কি ? তিনি কতদিন পূৰ্ব্বে সংক্ষিপ্তদার ণের টীকা লিখিয়াছিলেন । ব্যাকরণের ঐ নীরদবরণ ভট্টাচাৰ্য্য { >8७ } গাছের পাতা পৃথিবীতে কোন গাছের পাতা সব চাইতে বড় ? সেই গাছ কোন কোন দেশে জন্মায় ? এবং সেই গাছের দৈর্ঘ্য এবং প্রস্থের পবিমtণ কি ? Victoria Regia নামক বিখ্যাত আফি কান পদ্মেব পত্রেব দীর্ঘতম ব্যাসের পরিমাণ কি ? শ্ৰী সীতেশচন্দ্র মুখোপাধ্যায় ( * 8१ ) কোন, কাতে শোওয়া উচিত ? শত পদ আহার শেষে চলিয়া শোবে বাম পাশে, বলিয় একটা কথা প্রচলিত আছে, কিন্তু মূিঃ ব্যাঙ্কস তার Manual of Hygiene and Domestic Economy "Noto ঠিক উল্টা কথা লিথিয়াছেন। কোন মতটি বিজ্ঞানসন্মত ? শ্ৰী যোগেন্দ্রনাথ কুণ্ডু ( ১৪৮ ) মৃতসৎকারান্তে মৃতদেহ দগ্ধ করিয়া ঘরে যাইবার পুৰ্ব্বে বাহিরে থাকিয়। অগ্নিতে হাত-পায় সেক দিয়া, লৌহ তাম্র ইত্যাদি স্পর্শ করিয়৷ ঘরে প্রবেশ করার প্রখ আমাদেব দেশে প্রচলিত । কিজস্ব এরূপ করা হয় কেহ জানাইলে বাধিত হইব । স্ত্রী পরিমলকাস্তি রায় ( >82 ) cबोक বৌদ্ধধৰ্ম্মাবলম্বী ভাবতের কোন প্রদেশে কত আছে এবং কোন স্থানে প্রাচীন বৌদ্ধ প্রস্থাদির অধিক আলোচনা হইয়া থাকে ? শ্ৰী ভূপতিনাথ পালিত ( > g. ) ইক্ষুর পোক। ইক্ষুর চার ছোট থাকিতেই একরকম পেক মাঝে মাঝে গোড় কাটিয়া দেয় । এই পোকা নিবারণের উপায় কি ? ঐ নীহাররঞ্জন চৌধুরী ( > d > ) মৃত শিশুর সৎকার হিন্দুগণ দুই বৎসরের নুন বয়সের মৃত শিশুকে মুৎগর্ভে প্রোধিত করেন, এবং তদুৰ্দ্ধবয়স্ক মৃতের দাহ সৎকার করেন। এই দ্বিবিধ ব্যবস্থার হেতু কি ? ঐ রোহিণীচক্র বিদ্যাবিনোদ ( » «з ) মাথন রক্ষা করিবার উপায় কি ? . चै। अभौठछर्दूभांद्र मख । বেতালের বৈঠক—মীমাংসা २०s ( > es ) “সাদ। জীর” ভারতে সাদ। জীয়ার চাষ হয় কি না ? যদি হয়, উহার অাবাদ-প্রণালী কি এবং কোথায় বা উহার বীজ পাওয়া যায় ? শ্ৰী উপেন্দ্রকিশোর দাস ( > *6 ) দাস-ব্যবসায় বা ক্রীতদাস-প্রথ{ এখন পৃথিবীর মধ্যে কোথায় দাসব্যবসায় প্রচলিত আছে ? কোন কোন সময়ে কোন কোন মহাত্মাব ধত্বে কোল কোন দেশ হইতে ক্রীতদাস-প্রথা রহিত হইয়াছে ? ঐ বিহারীভূষণ সতর ( > < q ) চালের পোক। চাউল কিছুদিনের পুরাতন হইলেই উহাতে একপ্রকার কীটের আবির্ভাব হয় ও উহ। শীঘ্রই নষ্ট হইয়া যায়। চাউলে এইপ্রকার কীটের উপদ্রব না হইয়া উহ। অনেকদিন অবিকৃত রাখিবার সহজ উপায় কি ? હમ થમ્ છોકરી ( s ૬૭ ) "ছাপান্ন গাই” “পাচ গোত্র ছাপন্ন গাই', তার উপরে ব্রাহ্মণ নাই । যদি থাকে দুই-এক ঘর, বশিষ্ঠ অীর পরাশয় ।” ছাপান্ন গাই কি কি ? উপরোক্ত শ্লোকটির অর্থ কি ? শ্ৰী শচীন্দ্রমোহন চক্রবর্তী ( 》《宁 ) গ্রন্থকীট পুস্তক বহুদিন আলমারিতে রাখিলে উহাতে একরূপ কীট জন্মায় এবং পুস্তকেব মলটে এবং পাতায় ছোট ছোট গৰ্ত্ত করিয়া পুস্তক নষ্ট করিয়া ফেলে। ইহার কোনও সহজ প্রতীকীর আছে কি ? ন্যাপ থালিন দিয়া কোনও ফল পাই নাই । শ্ৰী মন্মথনাথ দত্ত । মীমাংসা ( so ) বুদ্ধদেবের সমসাময়িক বাংলার বাজ৷ খৃষ্টপূর্ব ৬৪২ অব্দে মগধে শিশুনাগ বংশ প্রতিষ্ঠিত হয়, এবং তদ্বংশীয় ৫ম রাজা “বিম্বিসীর” ৫৩৭ হইতে ৫৮৫ খৃষ্টপূৰ্ব্বাদ পৰ্য্যস্ত মগধে রাজত্ব করেন । "গৌতম বুদ্ধ” খঃ পূর্ব ৫৫৭ অব্দে জন্মগ্রহণ করেন, এবং ৪৭৭ অব্দে উাহীর মৃত্যু হয়। অতএব তিনি যে রাজা বিম্বিসারের” রাজত্বকালীন ৬ষ্ঠ শতাব্দীতে স্বীয় "রাজ্যৈশ্বৰ্য্য পরিত্যাগ পুৰ্ব্বক মুক্তির ক্ষামনায় গুহ হইতে বহিষ্কৃত হন", সে বিষয়ে আর কোন সন্দেহ নাই এবং তাহার যথেষ্ট প্রমাণও আছে ।