পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২২6 ন-ধরতে রথটা ঘুম-ভাঙা সিংহের মত ধড়ফড় করে নড়ে' উঠত। এবারে যে কিছুতেই সাড়। দিল না। তার থেকে প্রমাণ হচ্চে শাস্ত্রই বল, শস্ত্রই বল সমস্ত অর্থহীন হয়ে পড়েচে– অর্থ এখন তোমারই হাতে । সেই তোমার সার্থক হাতটি অ{জ রথের রশিতে লাগাতে হবে । ধনপতি আগে বরঞ্চ আমার দলের লোকে চেষ্টা করে দেখুক যদি একটুখানি কেঁপেও ওঠে আমিও হাত দেব, নইলে সকল লোকের সামনে— মন্ত্রী কেন আর দেরি করা শেঠজি ? রাজ্যের সমস্ত লোক উপোষ করে আছে, রথ মন্দিবে গিয়ে না পৌছলে কেউ জলগ্ৰহণ করবে না। তোমার চেষ্টাতেও যদি রথ ন৷ চলে লজ্জা কিসের, স্বয়ং পুরোহিত রাজা সকলেরই চেষ্টা ব্যর্থ হ’ল, দেশমৃদ্ধ লোক ত তা দেখেচে । ধনপতি র্তার হলেন লোকপাল, আমরা হলুম পালের লোক ; জনসাধারণে তাদের বিচাব কবে একরকমে, আমাদের বিচার করে আরেক রকমে । রথ যদি না চলে আমার লজ্জা আছে, কিন্তু রথ যদি চলে তা হলে আমার ভব। তা হলে আমার সেই শুভাদুষ্টের স্পৰ্দ্ধ কোনো লোক ক্ষমা করতে পারবেই না। তখন কাল থেকে তোমরাই ভাব তে বসবে আমাকে খৰ্ব্ব কব যায় কি উপায়ে ? মন্ত্রী যা বলচ সবই সত্য হতে পারে, কিন্তু তবুও রথ চল। চাই। আর বেশিক্ষণ যদি দ্বিধা কর তা হলে দেশের লোক ক্ষেপে যাবে । AAAAA S AAAAAS SSAAAAS S ASAAAAAAS YS ধনপতি আচ্ছ। তবে চেষ্টা করে' দেখি । কিন্তু যদি দৈবক্রমে আমার চেষ্টা সফল হয় তা হলে আমার অপরাধ নিয়ে না । ( দলের লোকদের প্রতি ) বল, সিদ্ধিরস্তু! সকলে সিদ্ধিরস্তু ! ধনপতি বল, জয় সিদ্ধি দেবী ! প্রবাসী—অগ্রহায়ণ, xరిరి SAAAAAA AAAA AAAASAA S SSSM SAS A S A S A S A S A S { २७णं छागं, २झं थ७ S S AAAAAAS AAAAAeS SeMS AAAAA SAAAAAS AAAAAS S AASAASAA AAM S MeS SeS SSAS SSAS S S AAAAAA সকলে ہ۔۔۔ ۔ -یہ ہمعامہ ... rم জয় সিদ্ধিদেবী । ধনপতুি টানব কি ! এ রশি যে তুলতেই পারিনে। মহাকালের রথও যেমন ভারী, রশিও তেমনি, এ ভার বহন কি সহজ লোকের কৰ্ম্ম ! ( দলের লোকের প্রতি ) এস, তোমরাও সবাই এস। সকলে মিলে হাত লাগাও। আমার খাতাঞ্চি কোথায় গেল ? এস, এস। এস কোষাধ্যক্ষ । আবার বল, সিদ্ধিরস্তু—টানো ! সিদ্ধিরস্তু, আরেক টান । সিদ্ধিরস্তু—জোরে । নাং, কিছুই হ’ল না! আমাদের হাতে রশিট ক্রমেই যেন আড়ষ্ট হয়ে উঠচে । সকলে জুয়ো ! দুয়ো ! ১ সৈনিক যাক ! আমাদের মান রক্ষণ হ'ল । ধনপতি নমস্কার, মহাকাল ! তুমি আমার সহায়, তাই তুমি স্থির হয়ে রইলে। আমার হাতে যদি তুমি টল্‌তে, আমারি ঘাড়ের উপরে টলে পড়তে, একেবারে পিযে খেতুম | খাতাঞ্চি প্রভু, এই যুগে আমাদের যে সম্মান সমাদর ক্রমেই বেড়ে উঠছিল সেটার বড় ক্ষতি হল । ধনপতি দেখ, এতকাল আমরা মহাকালের রথের ছায়ায় দাড়িয়ে লোকচক্ষুব অগোচরে বড় হয়েচি । আজ রথের সামনে এসে পড়ে আমাদের সঙ্কট ঘটেচে–আশেপাশে লোকের দাত-কিড়মিড় অনেক দিন থেকে শুন্‌চি । এখন যদি স্পষ্ট সবাই দেখতে পায় যে, রশি ধবে আমরাই রথ চালাচ্চি তাহলে আমাদের উপর এমন দৃষ্টি লাগবে যে বেশিক্ষণ টিকৃব না। ১ সৈনিক যদি সেকাল থাকৃত তা হলে তোমার হাতে রথ চলল না বলে’ তোমার মাথা কাটা যেত। ধনপতি অর্থাৎ তোমরা তা হলে হাতে কাজ পেতে । কাটতে না পেলেই তোমরা বেকার ।