পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ) । AAAAAAAS AAAAA S S D SJ SSS JSSS SSS SSS S কালের বাহন তোমরাই, সে কথ। আমরা বুঝিনে, আমরা কি এত মুঢ় ? তোমাদের কাজটা তোমরা সাধন করে” দিয়ে যাও, তাঁর পরে আমাদের কাজ করবার অবসর আমরা পাব । م * * * _ Ar_ দলপতি আয় রে ভাই, সবাই মিলে টান দে ! মরি আপ বঁচি আজ মহাকালের রথ নড়াবই । মন্ত্রী কিন্তু সাবধানে রাস্ত বঁচিয়ে চোলো । যে-রস্তায় বরাবর রথ চলেচে সেই বস্তায় । আমাদের ঘাডের উপর এসে না পড়ে সেন । দলপতি বথের পরে রথী আছেন, রাস্ত তিনিই ১fউরে নেবেন, আমব ত বাহন, আমরা কীইবাঁ বুঝি। আয় বে সবাই ! ঐ দেখ চিস বর্থের চূড়ায় কেতনটা ভুলে উঠেচে, স্বয়ং বাবার ইসারা ! ভয় নেই, আয় সবাই ! পুরোহিত ছলে বে ছুলে ! রশি ছুলে ! ছি, ছি ! নাগবিকগণ হয়, হয়, কি সৰ্ব্বনাশ ! পুবোহিত চোখ বেীজ রে তোরা সবাই চোখ বোজ, ক্রুদ্ধ মহাকালের মূৰ্ত্তি দেখলে তোরা ভস্ম হয়ে যাবি ৷ সৈনিক ও কি ও ! একি চাকারই শব্দ নাকি ? ন৷ আকাশ আৰ্ত্তনাদ করে’ উঠ ল ? পুরোহিত হতেই পারে মা । নাগরিক ঐ ত, নড় ল যেন! সৈনিক ধুলে উড়েচে যে ! অন্যায, ঘোর অন্যায় ! চলেচে ! পাপ ! মহাপাপ । শূদ্রদল জয়, জয় মহাকালের জয় ! © রথ রথযাত্রা SJAAA AAAA AAAAJAJSAS SSAS SSAS SSAS SSAS পুরোহিত তাই ত, এ কি কা গু হ’ল ! সৈনিক ঠাকুর, হুকুম কর । অামাদেব সমস্ত অসশস্ব নিয়ে এই অপবিত্র বথচল বন্ধ কবে? দিষ্ট । পুবে চিত্ৰ হুকুম করতে ত সাহস তযু না । বাব। স্বয়ং যদি ইচ্ছে কবে? জাত পোয়ান আমাদেব হুকুমে তাব প্রায়শ্চিত্ত হবে না । 兔 * সৈনিক তা হলে ফেলে দিই আমাদের অস্ব ! পুবোহিত আiব আমি ও ফেলে দিই আমাব পুথিপত্র ! নাগবিকগণ আমর। যাই সব নগর ছেড়ে ! মঙ্গী-মশায় তুমি কি করবে ? কোথায় যাচ্চ ? মন্ত্রী আমি যাচ্চি ওদের সঙ্গে মিলে রশি ধরতে । - সৈনিক ওদের সঙ্গে মিলবে ? মন্ত্রী তা হলেই বাব। প্রসন্ন হবেন । স্পষ্ট দেখ,চি ওরা যে আজ তার প্রসাদ পেয়েচে । এ ত স্বপ্ন নয়, মায়া নয় । ওদের থেকে পিছিয়ে পডে' আজ কেউ মান রক্ষণ করতে পারবে না, মান ওদের সঙ্গে থেকে । সৈনিক কিন্তু তাই বলে’ ওদের সঙ্গে সার মিলিয়ে বশি ধরা ! ঠেকাবই ওদের । দলবল ডাকৃতে চললুম। মহাকালের রথের পথ রক্তে কাদ হয়ে যাবে । পুরোহিত আমিও তোমাদের সঙ্গে যাব, মন্ত্রণ দেবার কাজে লাগতে পারব । মন্ত্রী ঠেকাতে পারবে না। এবার দেখ চি চাকার তলায় তোমাদেরই পড়তে হবে ।