পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

२२8 সৈনিক তাই সই। বাবার রথের চাকা এতদিন যতসব চণ্ডালের মাংস খেয়ে অশুচি হয়ে আছে । আজ শুদ্ধ মাংস পাবে । م۔۔۔ م .یہ۔ -.* - পুরোহিত e ঐ দেখ, ঐ দেখ মন্ত্ৰী ! এবি মধ্যে বথট। রাজপথ থেকে নেমে পড়েচে । কোথায কোন পল্লীর উপরে পড়বে কিছুই বলা স্বায়ু ল । সৈনিক ঐ যে ধনপতিব দল ওখান থেকে চীংকাব করে’ আমাদের ডাক্‌চে ! রথটা খেন ওদেরই ভাণ্ডাব লক্ষ্য করে চলেচে । ওর ভয় পেয়ে গেচে । চল চল, ওদেব বক্ষ। করিগে । - মন্ত্রী নিজেদের রক্ষা কর, তার পবে অন্য কথা । আমার ত মনে হচ্চে রথটা ঠিক তোমাদের অস্ত্রশালার দিকে ঝুকেচে, ওর আর কিছু চিহ্ন বাকি থাকুবে না। ঐ দেখ ! সৈনিক উপায় ? মন্ত্রী ওদের সঙ্গে মিলে রশি ধরসে—ত হলে বক্ষ পjবাব পথে রথের বেগটাকে ফিরিয়ে আন সম্ভব হবে । আর দ্বিধ করবার সময় নেই। s ( - ) সৈনিক ( পরস্পর ) কি করবে ? ঠাকুর, তুমি কি করবে ? পুরোহিত বীরগণ, তোমবা কি কবৃবে ? সৈনিক জানিনে, রশি ধরব, ন, লড়াই কপূব ? ঠাকুব, কি করবে ? তুমি পুরোহিত জানিনে, রশি ধরব, ন! আবার শাল্ব আওড়ীতে বসব ? ১ সৈনিক শুনতে পাচ্চ—হুড়মুড় শব্দে পৃথিবীটা যেন ভেঙেচবে পড়চে । প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩০ [ ૨૭મ છtજ, રક્ષ શહ ২ সৈনিক চেয়ে দেখ, ওর টানচে বলে মনেই হচ্চে না । রথটাই ওদের ঠেলে নিয়ে চলেচে । ৩ সৈনিক পুরুত-ঠাকুব, দেখ চ রথট। যেন বেঁচে উঠেচে । কি পকম ঠেকে চলেচে । এত বার রথযাত্র দেখেচি, ওর এরকম সজীবমূর্তি কখনো দেখিনি । এতকাল ঘুমিয়ে ঘুমিয়ে চলেছিল, আজ জেগে চলেচে । তাই আমাদের পথ মানচে না, নিজের পথ বানিযে নিচ্চে । ২ সৈনিক কিন্তু গেল যে সব । রথযাত্রাব এমন সৰ্ব্বনেশে উৎসব ত কোনোদিন দেখিনি। ঐ যে কবি আসচে, ওকে জিজ্ঞাস করন, এ-সবের মানে কি ? পুরোহিত আমরাই বুঝতে পারুলুম না, কবি বুঝতে পারবে ? ওবা ত কেবল বানিয়ে কথা বলে, সনাতন শাস্ত্রেব কথ{ জানেই না । ১ সৈনিক শাসের কথা গুলে। কোনকালে মরে গেছে ঠাকুর । তাই তোমাদের কথ। ত আর খাটে না দেথি । ওদের যে সব ভাজ। কথা, তাই শুনলে বিশ্বাস হয় । ( কবির প্রবেশ ) ২ সৈনিক কবি, আজ রথযাত্রায় এই যে সব উণ্টোপাণ্টা কাণ্ড হয়ে গেল, কেন বুঝতে পার ? কবি পরি বৈ কি । ১ সৈনিক পুরুতেব হাতে রাজার হাতে রথচলল না, এব মানে কি ? কবি ওরা ভুলে গিয়েছিল মহাকালের শুধু রথকে মানলেই হল না, মহাকালের রথের দড়িকেও মান চাই । ১ সৈনিক কবি, তোমার কথা শুনলে হঠাৎ মনে হয়, হয়ত ব: একটা মানে আছে, খুজতে গেলে পাওয়া যায় না ।