পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা ] SAAAAAA SAAA AAAA MAMMAMAAA SAAAAASA SAASAASAASAA AAAA AAAA AAAA AMMAAA AAAA AAASA SAAAAS AAASASAMAAAASASASS জীবনযাত্র। নিৰ্ব্বাহ করা যায় না। যেমন আজ দেখলাম মাছ মাংস খাবার পয়সা আছে আর কাল দেখলাম পান্তাণ্ডাত খেয়ে থাকৃতে হবে । নরম বিছানায় শুয়ে ঘুমান অভ্যাস করলাম, হঠাৎ দেখলাম মাটিতে শুতে হবে । থিয়েটার, বায়স্কোপ, ক্লাব, আড়ড়া প্রভৃতির ভক্ত হ'য়ে উঠলাম, এমন সময় চাঁদা দেবার অবস্থা আর রইল না । এরকম হ'লে জীবনে স্বথ-স্বাচ্ছন্দ্য কমে যায় । আবার যার আয় যত কম তার পক্ষে আয়ের অস্থিরতা মারাত্মক । বেশী আয় যার তার আয় কোনো সময় একটু কম হ’লে প্রথমতঃ আয়ের যে অংশটা সে জমায়, অর্থাৎ সাক্ষাৎভাবে ও অবিলম্বে ভোগ না করে, সে দিকেই টান পড়ে। আগে খেয়ে পরে জমায় ; কাজেই হঠাৎ আয় কম্লে তার জীবনযাত্রায় খুব একটা নাড়া পড়ে না। অীয় বাড়লেও অকস্মাৎ ভোগের মাত্রা সে বাড়ায় না, জমায় বেশী । দ্বিতীয়ত: যার আয় বেশী সে অনেক অনাবশ্যক ও অল্পাবশ্বক জিনিসে টাকা খরচ করে। আয় হঠাৎ একটু কমে’ গেলে এই অনাবশ্বক ও অল্পাবশ্বক খরচগুলি আগে বন্ধ হয় । এতে খুব বেশী স্বাচ্ছন্দ্যের হানি হয় না। কিন্তু দরিদ্রের আয় বাড়লে যেমন সে আগের মত আধপেটা থেয়ে বাকিটা জমায় না, একটু বেশীই খায় ; তেমনি আয় কম্লেও পেটেই তার ধাক্কাটা সবচেয়ে জোরে লাগে। কাজেই আমরা বলতে পারি যে প্রথমতঃ আয়ের অস্থিরতার পরিবর্তন হ’লে সামাজিক স্বাচ্ছন্দ্যের পরিবর্তন হয় । দ্বিতীয়তঃ আয়ের পরিমাণ যত কমে তার অস্থিরতা ততই কষ্টদায়ক হয় । এখন অবধি আমরা যা আলোচনা マエ 8 لا حك اجتا সামাজিক আয় ও সামাজিক স্বাচ্ছন্দ্য ২৪৯ .--പ്പബ്.ണ്.ണുണ്.ണ്. করেছি ত থেকে সাধারণভাবে কতকগুলি কথা বলা চলে । ১। যদি কোন কারণে মানুষের উৎপাদনকষ্ট না বেড়ে উৎপাদনশক্তি বেড়ে যায় এবং ফলে সামাজিক আয়ের গড়-পরিমাণ বেড়ে যায়, তা হ’লে, সামাজিক আয়ের বণ্টন-প্রণালী ফলে নিকৃষ্ট হ’য়ে না গেলে ও তার অস্থিরতা বেড়ে না গেলে, সামাজিক স্বচ্ছন্দ্য সাধারণতঃ বেড়ে যাবে। সাধারণতঃ বলা হচ্ছে, কেননা সামাজিক স্বাচ্ছন্দ্য আরও নানাভাবে পরিবর্তিত হতে পারে, এবং ফলে, যেমন দুয়ে দুয়ে চার হবেই হবে বলা যায় সে-রকম নিশ্চিত ভাবে কথা বলা স্বচ্ছন্দ্য-বিজ্ঞানের ক্ষেত্রে চলে না । ২ । যদি কোন কারণে সামাজিক আয়ে দরিদ্রের ভাগ বেড়ে যায়, তা হ’লে, ফলে সামাজিক আয় কমে’ না গেলে, অথবা তার অস্থিরতা বেড়ে না গেলে সাধারণতঃ সামাজিক স্বচ্ছন্দ্য বেড়ে যাবে। ৩ । যদি কোন কারণে সামাজিক অয়ের অস্থিরতা কমে যায় তা হ'লে, ফলে সামাজিক আয় কমে’ না গেলে অথবা বণ্টন-প্রণালী নিকৃষ্ট হ’য়ে না গেলে, সাধারণতঃ সামাজিক স্বাচ্ছন্দ্য বেড়ে যাবে। ৪ । যদি কোন কারণে সামাজিক আয়ের যে-অংশ দরিদ্রের ভোগে লাগে তা বেড়ে যায়, অর্থাৎ দরিদ্রের আয়ের অস্থিরত কমে যায়, এমন কি ফলে যদি ধনীর আয়ের অস্থিরতা সেই পরিমাণে বেড়েও যায়, তা হ’লে অন্য সব অবস্থা অপরিবর্তিত থাকলে সামাজিক স্বাচ্ছন্দ্য বেড়ে যাবে । শ্ৰী অশোক চট্টোপাধ্যায়