পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২৫২ حیدمحیے AeeMAMSMAMSMSAeSAeSMSAASAASAAAS রতন বললে, “আঃ! কি যে বাজে বক, তার ঠিক নেই!” * —“দোহাই রতনবাবু, আপনি পূর্ণিমার রূপের কিছু উপমা দিন !” “উপমা ?” —"র্হ্যা। এই যেমন বুদ্ধদেবের সঙ্গে সমূত্রের তুলনা করলেন, তেমনি আর কোন-কিছুর সঙ্গে তুলনা করে বুঝিয়ে দিন, পূর্ণিমার রূপ কত স্বন্দর । বলুন, পূর্ণিমাকে দেখতে কার মত? আকাশের চাদের মত, না বাগানের গোলাপের মত, না রবিবাবুর মানস-সুন্দরীর মত ?” —“সুমিত্র, দিনে দিনে তোমার মুখ বড় বাচাল হয়ে উঠছে’-নাও, এখন দুষ্টুমি বন্ধ করে ছবিথান তাড়াতাড়ি এ কে ফেল ।” —“পূৰ্ণিমা যে জ্যান্ত ছবি, তার কাছে এ তুলির ছবি তুচ্ছ ! ...পুর্ণিমাকে আমি স্বন্দরী বলছি বলে আপনি রাগ করছেন কেন, রতনবাবু ? সুন্দরকে স্বন্দর বলব না ?” —“হঠাৎ পূর্ণিমাকে স্বন্দর বলবার জন্যে তোমার এতটা আগ্রহ হ’ল কেন বল দেখি ?" —“কেন, পূর্ণিমা কি স্বন্দরী নয় ?” —“আমি কি সে-কথা অস্বীকার করছি ?” —“তবে পূর্ণিমার রূপের উপমা দিতে এমন আপত্তি করছেন কেন ?” & —“উপমা আবার দেব কি ?” —“তবে কি আপনি বলতে চান, পূর্ণিমার রূপের উপমা নেই ?” —“আমি কিছু বলতে চাই না।” —“ন, আপনাকে বলতেই হবে”—ব’লে সুমিত্রা চেয়ায় ছেড়ে উঠে দাড়িয়ে আবার বললে, “আচ্ছা, পূর্ণিমা কি আমার দিদির চেয়ে সুন্দরী ?” —“আমি জানি না।” —“আমার চেয়ে ?” —“তুমিও স্বন্দর, পূর্ণিমাও স্বন্দর। কেমন, তোমার আগ্রহ মিটুল ত ?” —“এ-কথা আপনি আমার সামনে চক্ষুলজ্জায় পড়ে বলছেন।" প্রবাসী—অগ্রহায়ণ, ১৩৩০ [ २७° छां★, २# थe S SAeM AAAAAS SSAAAAS SASAAAAASA SSASAS SSAS SSAS —“ন, আমি সত্যি কথাই বলছি।” —“কিন্তু কে বেশী স্বন্দর–আমি, না পূর্ণিমা ?” —“জানি না। সৌন্দৰ্য্য আনন্দের জিনিষ, তা নিয়ে তুলনায় সমালোচনা চলে না।” —“আচ্ছা, আপনি পূর্ণিমাকে খুব ভালোবাসেন, --না ?” । —“আমি পূর্ণিমাকে, তোমাকে, তোমার বাবা, মা, দাদা, আর দিদিকে – সবাইকে ভালোবাসি । কেমন, আর কিছু জানতে চাও কি ?” —“আচ্ছা, পূর্ণিমাকে আপনি বিয়ে করতে রাজি আছেন ?” রতন একটু সচকিত হ’য়ে স্বমিত্রার দিকে চেয়ে দেখলে। এতক্ষণ সে ভাবছিল, স্থমিত্র। তার স্বাভাবিক সরলতার জন্তেই বালিকার মতন অমন-সব প্রশ্ন করছে, কিন্তু এখন তার মনে কেমন একটা সন্দেহ জাগান দিলে । এ সরলতার আড়ালে যেন কোন উদ্দেশু আছে ! সে ভাব তে লাগল, স্থমিত্রা কি তার মনের ভিতরে ছিপ, ফেলতে চাইছে ? কিন্তু কেন ? স্বমিত্রা হাস্তে হাসতে বললে, “রতনবাবু, চুপ ক’রে রইলেন যে ?......ও, বুঝেছি, পূর্ণিমাকে বিয়ে করতে আপনার আপত্তি নেই।” রতন ক্রুদ্ধস্বরে বললে, “না। তুমি জন, আমি গরীব, এমন অসম্ভব কথা কোনদিন আমি ভাবিনি।’ —“কিন্তু অসম্ভবও সম্ভব হ’তে পারে।” —“সম্ভব হ’লেও আমি রাজি হব না।” —“কেন, রতনবাবু?” —“আমি গরীব ।” —“পূর্ণিমাকে বিয়ে করলে আপনি আর গরীব থাকৃবেন না।" —“না, আমি গরীবই থাকৃতে চাই, ধনীর মেয়েকে বিয়ে ক’রে ধনী হবার সাধ আমার নেই।” عصاحیه خراح صحیمی احهرس মনেও “আপনি পূর্ণিমাকে ভালোবাসেন, তবু তাকে বিন্স , করবেন না ?” —“পূর্ণিমা আমার বন্ধু, তার মধ্যে তুমি বিবাহের