পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সংখ্যা } محیمی-تختصمیم-خ حبیبیسهخصیصد جمعیعی রতন অত্যন্ত অধীরভাবে বললে, “স্থমিত্ৰা ! ফের তুমি ঐ স্বরে কথা কইছ?” —“হঁ্যা, আমার খুলি, আমি এই ভাবেই কথা কইব ।” রতন দাড়িয়ে পড়ে বললে, “আমন অভদ্রভাবে আর একটি কথা বললে, তোমার সঙ্গে আমার আর কোন সম্পর্ক থাকৃবে না।” 發 — সম্পর্ক রাখতে ন চান, রাখবেন না।” —“বেশ !” বলে রতন তাড়াতাড়ি সামনের দিকে এগিয়ে চলল। খানিক পরে পিছন ফিরে দেখলে, সুমিত্র তার সঙ্গুে নেই। প্রথমে সে ভাবলে, স্বমিত্র। গাড়ীতে ফিবে গেছে। কিন্তু তার পরেই দেথলে, গাড়ীগুলোর একথানাও নজরে পড়ছে না। একটা মস্ত বালির পাহাড় তার দৃষ্টিকে আড়াল ক'রে দাড়িয়ে আছে । তার ভয় হ’ল, স্থমিত্রা যদি একলা পথ ভুলে অন্তদিকে গিয়ে পড়ে । রতন ব্যস্তভাবে আবার ফিরে' চলল । কিন্তু বেশীদূর আর আসতে হ’ল না, একটু এসেই রতন অবাক হ’য়ে দেখলে, পথের ধারেই একটা র্কাটঝোপের পাশে, সুমিত্রা দুই হাটুর মাঝে মুখ রেখে চুপ করে’ বসে আছে! আধখানি চাদ AeMAAAS A SAS SSAS SSAS SS MMMM MS MS MSMSM MeAS SSAS SSAS SSAS SSASAS SSAS MMAeMSAS SSAS SSAS SSAS SSAS SS SAAAAAS AAASASAAASAAA SAS A SAS SSAS SSASAS AAAM AAAA S AAAAA ২৫৭ ۔یہ۔-یہ لہجہ "میہ۔ --بی.یہ-جی ہا۔ حمد ۔ রতন তার কাছে গিয়ে বললে, “একি সুমিত্রা, এখানে এমন ক'রে বসে কেন ?” স্বমিত্র পাথরের মুৰ্ত্তির মতই নিঃসাড় হ’য়ে ব’সে রইল । —“সুমিত্ৰা ! শুনছ ? লক্ষ্মীটি, ওঠ ।” স্বমিত্রা জবাব দিলে না, মুখও তুললে না ! অদূরে গাড়োয়ানদের গলা পাওয়া গেল। রতন ব্যস্তকণ্ঠে বললে, “ওঠ, ওঠ—স্থমিত্ৰা ! আনন্দ-বাবু যদি দেখতে পান, তা হ'লে কি ভাববেন বল দেখি ?" স্বমিত্র আস্তে আস্তে মুথ তুললে। পরিপূর্ণ চাদের আলোয় রতন দেখলে, সুমিত্রার চোখে ও কপালে কি চক্‌চক ক’রে উঠল! আশ্র ? রতন সবিস্ময়ে বললে, “অ্যাঃ, স্বমিত্ৰা ! তুমি কাদছ? কেন, আমি কি তোমাকে—” স্থমিত্রা বিদ্যুতের মতন দাড়িয়ে উঠে’ তীব্রস্বরে বললে, “কেন আপনি আমাকে বিরক্ত করছেন ? আপনার সঙ্গে আমার কিসের সম্পর্ক ?--বলতে বলতে সে দ্রুতপদে গাড়ীর দিকে চ'লে গেল । রতন হতভঙ্গের মত সেইখানে দাড়িয়ে রইল । ( ক্রমশ: ) শ্ৰী হেমেন্দ্রকুমার রায় আধখানি চাদ আধখানি চাদ যায় ভেসে—কার অলস তরণী,— কে দ্যায় পাড়ি সুদূর নীলের স্বপন-সরণি । মোতির নরী খোপায় পরি’ খেলায় যত জ্যোতির পরী, উরস পরে উজল ওড়ে জরীর ওড়নী ; নীরব নিশি—নিথর দিশি যুথির বরণী। NN= 36 আধখানি চাদ চায় হেসে কার মধুর চাহনি,— বয়ন করে মোহন মায়া নয়ন-গাহনী । আকাশেরি অসীম ছেয়ে খুসীর ঝারা ঝরচে যে এ, ভূলোক ধরে পুলক-ভরে জু্যলোক-লাবণি ; অtধখানি চাদ কাহার চাওয়া নিখিল-পাবনী ! ঐ রাধাচরণ চক্রবর্তী