পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

AŃost পুনরুদ্ধারের জন্য রাষ্ট্রীয় সাহায্য লাভ করিবার জন্ত জাৰ্ম্মানীর ব্যবসায়ী-সম্প্রদায় রাষ্ট্রীয় ক্ষমতা সম্পূর্ণভাবে নিজেদের করায়ও করিবার জন্ত প্রাণপণ প্রয়াস পাইতে লাগিলেন । র্যাটেনে, ষ্টাইনিস্, ক্রীপ প্রভূতি ধনী জাৰ্ম্মান রাষ্ট্রীয়জীবনে অল্পদিনের মধ্যেই যে প্রভাব বিস্তীর করিতে পারিয়াছিলেন, তাহাতে প্রকুত পক্ষে তাহারাই জাৰ্ম্মানীর ভাগ্যবিধাতা হইয় পড়িয়ছিলেন । কিন্তু সাম্রাজ্যও শক্তিলোলুপ রাষ্ট্ৰীয় নেতাদের অবিবেচনার ফলেই জাৰ্ম্মানী বর্তমান দুর্দশায় অtসিয়া পৌঁছিয়াছে এই বিশ্বাস জনসাধাবণের মধ্যে প্রবল হইয় উঠতে জনসাধারণ ইহঁাদিগকে বিশ্বাস করিতে পারিতেছিল না । তাই শ্রমি ৷ দল ধীরে ধীরে রাষ্ট্রীয় জগতে প্রভাবশালী হইয়া উঠিতেছিল। কিন্তু ক্ষতিপূরণ-সমস্যার কোন মীমাংসা করিয়া উঠিতে ন৷ পারাতে কোনও শাসন-পরিষদ বেশিদিন স্থায়িত্ব লাভ করিতে পারিতেছিল না । মিত্রশক্তিবর্গের চাহিদ মিটাইতে ন পারতে যে বিশৃঙ্খল ঘটিতেছিল তাহীৰ ফলে মন্ত্রীসভার পর মন্ত্রীসভার পতন ঘটিতে লাগিল এবং জার্মানীর দুর্দশী উত্তরোত্তর বাড়িয়াই চলিতে লাগিল । ফরাসী যখন আপনার পাওন আদায় করিবার অন্ত উপায় ন দেখিয়া রুর অবরোধ করিয়া বসিলেন তখন জার্মান শিল্পবাণিজ্যের এমনই দুরবস্থ৷ হইল যে তাহীর অtশু প্রতিকার না হইলে জাৰ্ম্মানীতে বৈরাজ্য ও মাৎস্যন্যায়ের প্রতিপত্তি বাড়িয উঠিবে বুঝিতে পাবিয়। জাৰ্ম্মান মন্ত্রী ষ্ট্রেদমান ফন্সের সঙ্গে একটি রফানিপত্তি করিবার চেষ্ট পাইতে লাগিলেন। বিগত ৩০শে জুলাই এক ইস্তহারে ফরাসী ঘোষণা করিয়৷ দিলেন যে রুরের নিস্ক্রিয় প্রতিরোধ অবসানের হুকুমনাম জাৰ্ম্মান সরকার যতদিন না দিবেন ততদিন পর্যন্ত ফরাসী সৰ্বকার জাৰ্ম্মানীর সহিত বিবাদের মীমাংসা করিবার জন্ত কোনও অালোচনা করিবেন না। কিন্তু নিক্রিয় প্রতিরোধের অবসান ঘটিলে ক্ষতিপূৰণ দীর পুনরালোচনা করিতে ফরাসী স্বীকৃত আছেন। ষ্ট্রেসূমানু-মন্ত্ৰীসভা সেইজস্ব রুরের সংঘর্ণেব অবসান ঘোষণ। করিলেন; কিন্তু ফরাসী মন্ত্রী পয়াকারে পুর্ব প্রতিশ্রুতিকে অবহেলা করিয়া পুরা দাবিই করিতে লাগিলেন। জাৰ্ম্মানীতে যাহাতে গোলযোগ আরও বাড়িয়া উঠিয়া জাৰ্ম্মান সাম্রাজ্য ছিন্নভিন্ন হুইয়া যায় পয়াকারের ইহাই অভিরুচি। অন্তদিকে ষ্টাইনিসের দল ষ্ট্রেসমান মন্ত্ৰীসভার অস্তবায় হইয়া দাড়াইতেছেন। ফন্সের সঙ্গে ব্যস্টাব হুবিধা করিয়া লইবার জন্ত ষ্টাইনিস্ ফরাসী সবৃকীবের সহিত কথাবার্তা চলাইতেছেন, ফরাসীপক্ষেসেনাপতি দেগুতের সহিত ষ্টাইনিসের এ-সম্পৰ্কে কথাবাৰ্ত্ত চলিতেছে। অনেকে অনুমান করেন যে এইসব কথাবাৰ্ত্তার ফলে ফবাসী ষ্ট্রে মানমন্ত্ৰীসভার পতন ঘটাইয়া ষ্টাইনিদের প্রভুত্ব ফিরাইয়া আনিবার জন্য DBBB BBB BBBBB BB BggD BB BB BBBS DDDD ও পয়াকরে উভয়েই নিজ স্বর্থসিদ্ধির জন্য ষ্ট্রেসমান শাসন-পরিযদের পতন কামনা করেন সে সম্বন্ধে সন্দেহ নাই ৷ পয়াকারে চাহেন জাৰ্ম্মানীর অভ্যস্তরিক বিশৃঙ্খলা, ষ্টাইনিস চাহেন ব্যবসাযীমওলেব রাষ্ট্রীয় শাসনে অপণ্ড প্রভুত্ব । উভয়ের স্বার্থধারী বিভিন্ন হইলেও লক্ষ্য ষ্ট্রেসমান-মন্ত্রীসভার পতন ঘটান । সেইজন্য উদ্দেশ্য সিদ্ধিব অভিপ্রয়ে উভয়ের ক্ষণিক মিলন অসম্ভব নহে । ষ্ট্রেসমান কিন্তু জাৰ্ম্মানীকে ব চাইবার জন্য খুব চেষ্টা পাইতেছেন । কঠোর নিয়মনিষ্ঠার প্রবর্তন ও সৰ্ব্বত্র স্বশৃঙ্খল ও সংহতি আনয়ন করিয়া নুতন জীবন প্রতিষ্ঠা করিবার উদ্দেশ্যে শক্তিধরের শাসনতন্ত্র প্রতিষ্ঠার জন্য ষ্ট্রেসমান ব্যগ্র । তই তিনি দেশের নিয়মতন্ত্রপ্রণালী কিছুদিনের জন্ত স্থগিত রাখিয় সামরিক শাসন প্রতিষ্ঠিত করিয়া শাসনব্যবস্থার সম্পূর্ণ ভর হ্যার গেস লারের হাতে দিয়াছেন। সাম্রাজ্যবিরোধী যে-সমস্ত দল জাৰ্ম্মানীতে ষড়যন্ত্র করিতেছিল শাসনভার পাইয়াই প্রবাসী—অগ্রহায়ণ, లిలిe AAA AAAS SAMAMAAA S AAAAA AAAA AAAA SAAAAAMAAA SAAAAAS AAAA S [ xe" छांभ, २३ १७ ~ -●ヘ・・ ・ - ヘヘ・・~ ヘヘヘヘ・ヘヘヘヘヘヘへ〜 গেল লীর সেই সমস্ত দলের উচ্ছেদ করিবার চেষ্ট পাইতে লাগিলেন। বৈরাজ্যবাদীদল, রাজপন্থীদল ও রাইনল্যাণ্ডের স্বাধীনতা-প্রয়াসী দল গুম্মান সম্রাজ্যের ঐক্য নষ্ট করিয়া ফেলিবার যোগাড় করিতেছিল। এই তিন দলের সর্বপ্রকার আন্দোলন আইনবিরুদ্ধ বলিয়া গেমূলার ঘোষণা করিলেন। ব্যাভেরিয়া চিরকালই রাজপন্থী। তাই ব্যাভেরিয়া গেমূলারের শাসন অস্বীকার করিয়া সেনাপতি ফন্‌ কারকে আপনাদের একচ্ছত্র শাসক নিয়োজিত করিলেন। কিন্তু জাৰ্ম্মান সাম্রাজ্য হইতে বিচ্ছিন্ন হইবাব বাসন ব্যাভেরিয়ার নাই । তাই ফল কার ঘোষণ। করিয়াছেন যে, ব্যাভেরিয়া রাজতন্ত্রের প্রতিষ্ঠা করিলেও জাৰ্ম্মান সাম্রাজ্যের মধ্যেই থাকিবে । ব্যাভেরিয়া আপনার স্বাধীন সত্তা লাভ কবিতে চাহেন না ; সাম্রাজ্যের আদর্শ ব্যাভেরিয়া কখনই ভুলিবেন না। জাৰ্ম্মান সাম্রাজ্যকে পুৰ্ব্বগৌরবে পুনঃপ্রতিষ্ঠিত করিবার জন্য ব্যাভেরিয়৷ চেষ্ট পাইবেন এবং সেই উদ্দেশ্য সাধনের জন্য ব্যাভেরিয়ার বীর বীজকুমাব রুপ্রেকট কে ব্যাভেরিয়া সিংহাসনে বসাইতে চাহেন। ফরাসীর সাহায্য পাইয়ী রাইনল্যাণ্ডে স্বাধীনতা-প্রয়াসী দলও মুক্তি পাইবার চেষ্টা পাইতেছেন । এই মুক্তিকামীদলের নেত। ডাক্তার ডর্টন, রাইনল্যাওকে স্বাধীন সাধারণতন্ত্র বলিয়৷ ঘোষণা করিয়াছেন। ডুসেলুডফ নগর ইহঁদেব প্রধান কেন্দ্র হইয়াছে। কিন্তু রাইনল্যাণ্ডসাম্রাজ্যপন্থীদলের ত সংখ্যাও কম নহে । তাই দুই দলে সংঘর্য বাধিয়া উঠিয়াছে। কলে। সহর সম্রাজ্যপন্থীদের প্রধান আস্তান । ফরাসীসব ক্ষার রাইনল্যাণ্ডের সাধারণতন্ত্রকে স্বীকার করিয়া লইয়া তাহার সহিত রাষ্ট্রীয় সম্পর্ক স্থাপনের চেষ্টা পাইতেছেন। ইংরেজ সরকার কিন্তু এই বাবস্থা মানিয়া লইতে প্রস্তুত নহেন । র্তাহারা বলেন যে রাইনল্যাণ্ডে এইরূপ ব্যবস্থা ভাসাই-সন্ধিসূত্রেব বিপরীত, সেইজস্য ইংরেজ-সরকার তাহ! স্বীকার করিতে পারেন না । বৈরাজ্যবাদী দলও সক্টিনি প্রদেশে অীপনাদের প্রভাব বিস্তীর করিতেছেন । বৈরাজ্যবাদী দলের প্রভাব ক্ষুঃ করিবার জন্তে ষ্ট্রেস্মান স্বাক্সন-মন্ত্রীসভ দমন করিয়া ফন কারের হস্তে শাসনভার অর্পণ করিয়াছেন । যেরূপ দেখা যাইতেছে জার্মানীতে প্রসিয় প্রভাব কমিয়া ব্যাভেরিয়ার প্রভাব বাড়িয়া উঠিবে। তখন যুদ্ধের আগুন আবার জুলিয়া উঠা কিছুই বিচিত্র নহে। সাম্রাজ্য-বৈঠকে সাপ্রী ভারতবর্ষের অন্তরিক সাহচৰ্য্য লাভ করিতে ন পারিলে বৃটিশ সাম্রাজ্যের শক্তি সমর্থ্য অনেক কমিয়া যায় । যুদ্ধ-বিগ্রহের সময় ভারতের ধন- ও জনংল বৃটিশ সাম্রাজ্যের প্রধান ভরসা । সেইজন্য কাগজপত্রে ভারতবর্ধকে সাম্রাজ্যের অন্তর্গত বলিয়া ইংরেজ-সরকার বরাবরই স্বীকার করেন এবং সাম্রাজ্য-বৈঠকে নিজ উদেশ্ব সিদ্ধির অনুকূলে ভারতবর্ষ হইতে মনোনীত প্রতিনিধিও প্রেরিত হয়। যদিও এই মনোনয়ন প্রজার অভিরুচি অনুসারে হইল কি না তাহ দেখিবার প্রয়োজনও অনুভূত হয় না। যাহা হৌক, সাম্রাজ্য-বৈঠকে ইংরেজসবকারের মনোনীত তথাকথিত ভারতের প্রতিনিধি কেহ না কেহ বরাবরই উপস্থিত থাকেন এবং তালোচনা-সভাতে ভারতের মতামত আপন বুদ্ধি বিবেচনা অনুসারে ব্যক্ত করেন। সাম্রাজ্য-বৈঠকে প্রতিনিধি সরকারপক্ষ অব নরমপন্থীদিগের ( মডারেট) মধ্য হইতে মনোনীত করিয়া আসিয়ছেন ; তথাপি বৃটিশ উপনিবেশে ভারতবাসীর প্রতি যে ব্যবহার করা হয় তাহীর তীব্র প্রতিবাদ তাহার। বরাবঃই করিয়া আসিয়াছেন। ১৯২১ খৃষ্টাব্দের বৈঠকে উপনিবেশের প্রতিনিধিসমূহ ইহার প্রতিকার করিবার প্রতিশ্রুতি দিয়াছিলেন। কিন্তু ফলে কিছুই লাভ হয় নাই, বরং স্থানে স্থানে ভারতবাসীর দুর্দশ আরও বাড়িয়া উঠিয়াছে। একই রাজত্বের প্রজা হইয়াও ভারতবাসী যে