পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

২য় সখ্যা ] উপনিবেশবাসীর নিকট অস্পৃষ্ঠ ইহা ভারতের ইজ্জতে লাগিয়াছে। তাই ইজ্জত রক্ষা করিবার জন্ত মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকায় যে নিক্রিয় প্রতিরোধ আরম্ভ করেন তাহার ফলে দক্ষিণ আফ্ৰিক ভারতরাসীর মাৰ্য্যাদা বুঝিয়াছিল এবং ভারতবtী নগরবাসীর অধিকার অনেক পরিমাণে লাভ করিয়াছিল । মহাত্মা ভারতবর্যে ফিরিয়া আসার পর দক্ষিণ-আফ্রিকা-প্রবাসী ভারতবাসীর মধ্যে নানা দেীৰ্ব্বল্যের পরিচয় পাইয়া আফ্রিকার শ্বেত অধিবাসীগঞ্জ আবার ভারতবাসীদিগকে তুচ্ছ তাচ্ছিল্য করিতে লাগিলেন । আফ্রিকাবাসী বুয়র নেতা জেনারেল স্মট্‌স কৃষ্ণকায় জাতিকে অসীমঘৃণার চক্ষে দেখেন । তাই উহার কর্তৃত্বাধীনে ভারতবাসীর সম্বন্ধে নন। অপমানকর আইন জারি হইতে লাগিল এবং ভারতবাসীর নির্য্যাতনের সীমা রহিল না । দক্ষিণআফ্রিকার ভারতের প্রতি এই ঘৃণার ভাব আফ্রিকার বৃটিশ উপনিবেশময় ছড়াইয়া পড়িতেছে। নেটাল ও কেনিয়া প্রদেশেও ভারতবাসীর প্রতি নিপীড়ন চলিতেছে । এই সকল অত্যাচারের অন্ত প্রতিকার না পাইয়। ভারতবর্ষের তরফ হইতে সাম্রাজ্য-শিল্প প্রদর্শনীকে পরিহার করিবার কথা উঠিয়াছে ও ভারতের আইন-মজ লিসে উপনিবেশবাসীর ব্যবহারের প্রতিবাদে তুল্যরূপ ব্যবহার করিবার আইন পাশ হইয়। গিয়াছে। এই-সব ব্যাপার হইতে ভারতবাসীর প্রকৃত মনোভাব বুঝিতে পারিয়া BDBBB BB BBBB BB BBBB BBBBB BBBSBBB উপনিবেশে ভারতবাসীর অধিকার সম্বন্ধে আলোচনা উত্থাপিত হয় । ভারত-সচিব লর্ড পিল ভারতবর্ষের ওস্য অনেক ওকালতী করেন। তাহার পর ভারতের মনোনীত প্রতিনিধি স্তরে তেজবাহাদুব সা প্ৰr ভারতবর্ষের পক্ষ হইতে বেশ তেজের সহিত বক্তৃত করেন । এই ৰক্তভার বিশেষত্ব এই যে ইহাতে ভিক্ষ বা অনুনয়-বিনয় নাই, তেজের সহিত আপনার দাবী জানানো হইয়াছে। তেজবাহাদুরের বক্তৃতার প্রধান কথা হইতেছে যে ভারতবাসী কিছুতেই তাহার ইজ্জত নষ্ট হইতে দিবে না। উপনিবেশসমুহের বিরুদ্ধে ভারতে যে তীব্র আন্দোলন চলিতেছে তাহার মুলে ভাবতের ইজ্জত। তিনি বলেন, “আমি ভারতের ইজ্জতের জন্ত লড়িতেছি । আমরা বহির্ভারতে ভারতবাসীর সম্মান অটুট রাথিবীর জন্য একমন একপ্রাণে লড়িব । এই বিষয়ে আমরা সকলেই একমত। অামাদের গৃহবিবাদ অাছে সত্য, আমাদের মধ্যে নরম ও গরমপন্থীর মতের প্রভেদ আছে, অামাদের মধ্যে সহযোগী ও অসহযোগী, হিন্দু ও মুসলমান, ব্রাহ্মণ ও অব্রাহ্মণের মতবিরোধ আছে। কিন্তু এই বিষয়ে আমরা সম্পূর্ণরূপে একমত । আমরা বিদেশে ভারতবাসীর সম্মান বক্ষার জন্ত যে কি পরিমাণে ব্যগ্র তাহা আপনার অবগত নহেন । আমাদের ভাষাতে একটি চিত্র-পরিচয় ミやむ কথায় এই আগ্রহ ফুটিয়া উঠিয়াছে তাহ ই জত । আমরা প্রাণ দিতে পারি তবুও ইজ্জত দিব না । ভুলিয়া যাইবেন না যে বৃটিশ সাম্রাজ্যের অস্তিত্ব ভারতের উপর নির্ভর করে। সাম্রাজ্যের গৌরব অক্ষুণ্ণ রাথিয়াছে ভারতবর্ষ। পৃথিবীর এক পঞ্চমাংশ অধিবাসী ভারতে বাস BB BB BBBS BB BB BBBB BBBS BBB BBB S আমরা সাম্রাজ্যের সহিত বন্ধন অটুট রাখিয়াছি কিন্তু আমাদের সাম্রাজ্যভক্তি আপনাদের ব্যবহারে যদি ছুটিয়া যায় তবে আপনাদের সাম্রাজ্যের প্রধান স্তম্ভটি খসিয়া যাইবে । মনে করিবেন না যে আমি কেবলমাত্র রাষ্ট্রনৈতিক চাঞ্চল্যপ্রয়াসী শিক্ষিত ব্যক্তিদিগের অশান্ত মতের বার্তা MASASAMSMSMSAASAASAAAS বহন করিয়া অtনিয়াছি । ভারতের জনসাধারণের মধ্যেও গভীর বিক্ষোভ উঠিয়ছে । অtঙ্গ গণমনেও জাগরণের সাড়া দেখা দিয়ছে ।” তেজবাহাদুরের বক্তত। শ্রবণ করিয়া উপনিবেশসমূহের প্রতিনিধিবর্গ ভারতবাসীর সম্বন্ধে বিবেচনা করিতে প্রস্তুত হইয়াছেন । একমাত্র দক্ষিণ আফিকার প্রতিনিধি জেনারেল স্মট্স, কোনওরূপ প্রতিকার করিতে নবাজ । স্যাটস বলেন জীবনযাত্রার মাপকাঠি বিভিন্ন হওয়াতে দক্ষিণ-আফ্রিকার ইউরোপীয়গণ ভারতবাসীর সহিত প্রতিযোগিতায় অ টিয় উঠে না । তাই আত্মরক্ষার্থে ইহঁর ভারতবাসীকে সমান অধিকার দিলে না। তিনি বলেন— “It is a case of a small civilisation, a small community finding itself in the danger of being overwhelmed by a much older and more powerful civilisation, and it is the economic competition from a people who have entirely different standards and viewpoints from ourselves. You cannot blame these pioneers, these very small communities in South Africa and Central Africa, if they put up every possible fight for the civilis stion which they have started, their own European civilisation. They are not there to foster Indian civilisation—they are there to foster Western civilisation.” কাজে কাজেই তিনি স্পষ্টীক্ষরে বলিয় দিতেছেন ষে “So far as South Africa is concerned, it is a question of impossibility” etàontàto atofoo afoot; দেওয়া দক্ষিণ আফিকার পক্ষে অসম্ভব । শ্ৰী প্রভাত চন্দ্র গঙ্গোপাধ্যায় سے کسی حیات=تےبعے চিত্র-পরিচয় নারদ • ব্ৰহ্মার বরে নারদ চিরযৌবন বীণাবাদনপটু ত্রিলোকপৰ্য্যটক হইয়াছিলেন -"স্কন্দপুরাণ ও পদ্মপুরাণ । اما به ایستگاه ঈদের চাদ পিত। বৃদ্ধ অন্ধ। কন্য। অন্ধ পিতাকে নিজের দৃষ্টি দিয়া শুভদিনের চন্দ্রোদয় দেপাইতে ছে। চারু