পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ደግ8 -്~്ണഫസങ്ങഫ কমিটির সভাপতি ছিলেন। কংগ্রেসে তাহার বক্তৃতা শ্ৰোতাদের প্রাণে উদ্দীপনার সঞ্চার করিত। কংগ্রেসের এক অধিবেশনে—কোথায় তাহা মনে পড়িতেছে ন— তিনি অনেক “স্বদেশভক্ত"কে দ্বিজেন্দ্রলাল রায়ের নন্দলালের সহিত তুলনা করিয়া যে বক্তৃতা করিয়াছিলেন, তাহা এখনও আমাদের মনে আছে । তিনি স্বয়ং নন্দলাল-জাতীয় স্বদেশপ্রেমিক ছিলেন না। এইজন্য তিনি নিজেকে বঁাচাইয়া দেশসেবা জনসেবা করিতেন না। সেই কারণেই তিনি নির্বাসিত হন—বিধাতার কোন বিধি কিম্বা ব্রিটিশ প্রভুদের কোন আইন লঙ্ঘন করায় তাহার নির্বাসন হয় নাই ; নিৰ্ব্বাসন হইয়াছিল এইজন্য, যে, বরিশালে তাহার প্রভাব উচ্চতম রাজকৰ্ম্মচারীর প্রভাব অপেক্ষা অনেক বেশী হইয়াছিল, এবং এই প্রভাবের বশে বিস্তর ত্যাগী সাহসী ও প্রেমিক জনসেবকের আবির্ভাব হইতেছিল। এই প্রভাবের একমাত্র কারণ র্তাহার অকপট মানবপ্রেম এবং অক্লান্ত জনসেবা । দুর্ভিক্ষে জলপ্লাবনে ব্যাধির প্রাদু ভাবে তিনি স্বশৃঙ্খলার সহিত আর্তের সেবা এবং সেবার বন্দোবস্ত করিয়াছিলেন। এইসব কারণে তিনি যে কেবল রাজপুরুষদের ঈর্য্যা ভয় ও ক্রোধের পাত্র হইয়াছিলেন, তাহা নহে ; ইহাতে র্তাহার শরীরও ভাদিয়া গিয়াছিল। তাই এই মহাপ্রাণ সাধুপুরুষের সেবা হইতে দেশ অনেক বৎসর বঞ্চিত থাকিয়, আজ র্তাহার পরামর্শ এবং তাঁহার সংসর্গের অতু প্রাণনা হইতেও বঞ্চিত হইল। কিন্তু তাহার জীবনের অনুপ্রাণনা রহিয়া গেল । উহা আমাদের স্থায়ী সম্পত্তি। সম্প্রদায়নিৰ্বিশেষে তাহার অধিIাত্মিক বংশধরের ই ১ার দ্বfব। চিরকাল অকুপ্রাণিত হইতে থাকিবে । তিনি যেমন বাগ্মী ছিলেন, তেমনি ভক্ত ও ভাবুক ও চিন্তাশীল সুলেখকও ছিলেন। "ভক্তিযোগ" প্রস্বত উৎকৃষ্ট গ্রন্থ । ডাক্তার শীমতী কাদম্বিনী গাঙ্গুলী স্ত্রীজাতির উচ্চশিক্ষণ যাতার চান, র্তাগর স্বৰ্গীয় প্রজকিশোর বস্থ মহাশয়েব নিকট চিরকৃতজ্ঞ থাকিবেন। তাহারই কক্ষ শ্ৰীমতী কাদম্বিনী বস্থ সৰ্ব্বপ্রথম বিশ্ববিদ্যা প্রবাসী—অগ্রহীয়ণ, ১৩ee · র্তfহার লেথনী- “ [ २©* कौनं, २घ्न थ७ লয়ের উচ্চশিক্ষালাভ করিয়া বি-এ উপাধি প্রাপ্ত হন। (ঐ বৎসর শ্ৰীমতী চন্দ্রমুখী বস্থও বি-এ উপাধি লাভ করেন ) ইহাতে র্তাহার পিতার ও র্তাহার বিস্তাকুরাগ সুচিত হইয়াছিল, এবং তাহার মানসিক বলেরও পরিচয় পাওয় গিয়াছিল। এখন বাংলাদেশের হিন্দুসমাজেরও কোন কোন বালিকা কলেজে পড়েন, এবং বি-এ উপাধি লাভ করিয়াছেন। কিন্তু চল্লিশ বৎসর পূর্বে উচ্চশিক্ষা লাভ অপরাধে শ্ৰীমতী কাদম্বিনী বস্বকে অনেক লোকনিন্দ ডাক্তার শ্ৰীমতী কাদম্বিনী গাঙ্গুলী সহ করিতে হইয়াছিল। বি-এ উপাধি লাভ করিবার পর পরলোকগত দ্বারকানাথ গাঙ্গুলী মহাশয়ের সহিত তাহার বিবাহ হয়। অতঃপর তিনি কর্তৃপক্ষের অনেকের বিরোধিতা অতিক্রম করিয়া মেডিক্যাল কলেজে ভর্তি হন। নারীর পক্ষে এইরূপ নূতন কাজের শিক্ষা লাভ . করিয়া নূতন কাৰ্য্যক্ষেত্রে প্রবেশ করিবার চেষ্টা করাতেও র্তাহাকে দুবৃত্ত লোকদের নিন্দ সহ করিতে হয়। কিন্তু