পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী—মগ্রহায়ণ, ১৩৩• [ २७* छां★, २ध्न थस তোকিও সহরের ভূমিকম্প ও অগ্নিকাণ্ডের পরের একটি সাধারণ দৃষ্ঠ এই ভীষণ প্রাকৃতিক উৎপাতের সময় জাপানীর বিদেশী লোকদের প্রতি মোটের উপর ভাল ব্যবহারই করিয়াছে। কিন্তু কোরিয়ার অধিবাসীদিগের উপর তাহাদের যে অত্যাচারের খবর পাওয়া যাইতেছে তাহ অত্যন্ত নৃশংসতার পরিচায়ক । জাপানের গভমেণ্ট এই অত্যাচারের কথা চাপ দিতে চেষ্টা করিয়াছেন, কিন্তু খ্যাতনামা সাংবাদিক ব্রেল ফোর্ড, লিখিতেছেন যে এসম্বন্ধে কোন সন্দেহ থাকিতে পারে না। অন্য বিদেশী লোকের তাহাকে বলিয়াছে যে তাহারা সহরে ঘুরিয়া বেড়াইবার সময় স্বচক্ষে কোরিয়ার অধিবাসীদিগকে হত হইতে দেখিয়াছে। এইসব হত্যার দোষ সাধারণতঃ কতকগুলি ক্ষত্রিধৰ্ম্মামুসারী যুবকসম্প্রদাযের ঘাড়ে চাপান হইয়া থাকে। এই সম্প্রদায়গুলিকে সেখানকার রাজসরকার স্বনজরেই দেখিয়া খাকেন । গ্ৰায় প্রত্যেক গামে এ সহবের প্রায় প্রত্যেক পাড়াতেই তাহদের আডড আছে। নানারূপ সামাজিক প্রচেষ্টাতেই সাধারণতঃ ইহাদের কাজ আবদ্ধ থাকে ও তাহারা নিজেদের নৈতিক উন্নতির জন্যও উৎসাহ দেখায়। কিন্তু ক্ষত্রিয়ের উপযুক্ত যোদ্ধধৰ্ম্মও আদর্শরূপে তাহীদের সম্মুখে ধরিয়া রাখা হয় । সেই আদর্শের প্রেরণাতেই যে - তাহারা নরহত্য করিতে দ্বিধা করে নাই তাহা বুঝা যাইতেছে। একথা স্বীকার্ষ্য যে সত্য-সত্যই জাপানীদের মধ্যে একটা আতঙ্কের স্বষ্টি হইয়াছিল। তুহারা অনেকেই বিশ্বাস করিয়াছিল কোরিয়ার অধিবাসীরা এই ধবংস-সংশ্লিষ্ট ব্যাপারে অনেক অনর্থের স্থষ্টি করিয়াছে ; আর এই যুবকসঙ্ঘ সত্যসত্যই মনে করিয়াছিল যে তাহারণ নিজ লোকদের জীবন ও সম্পত্তি রক্ষার্থেই কাৰ্য্য করিতেছিল । সস্তা দামে মজুর থাটাইবার জন্ত অনেক কোরিয়াবাসীকে জাপানীরা নিজেদের দেশে আনে, আর