পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৯১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“মুসলমানী নাম” সম্পাদক মহাশয় আমার “মুসলমানী নাম" শীর্ষক আলোচনার একটি মন্তব্য লিথিয়াছেন। ঐ বিষয়ে আমি এপন আর বিস্তুত আলোচনা করিতে চাহি না ; তবে উহার স্থানে স্থানে সম্পাদক মহাশয় আমাকে নিতান্ত ভুল বুঝিয়াছেন বলিয়৷ দুঃখিত না হইয় থাকিতে পারিলাম না। আমি আজীবন সৰ্ব্বপ্রকারের সঙ্কীর্ণত ও গোড়াম পরিহারেরই সাধনা করিয়া আসিয়াছি ; ভাই আজ আমার সম্বন্ধে সম্পাদক মহাশয়কে ভুল ধারণা করতে দেখিয়া বাস্তবিকই অবাক হইয়াছি। ভারত আমার জন্মভূমি -প্রিয় লীলানিকেতন ; আমার নিকট ভারতপেক্ষ পৃথিবীর আর কোন দেশই প্রিয় হইতে পারে না। ভারতের ವ್ಹಿ. o {*\ NS N్భ o ੋਂ #{ 鶯g সব-কিছু অতি অাদরের সামগ্ৰী। সম্পাদক মহাশয় বলিয়াছেন—"যে-সব নামে ভারতীয়ত্ব আছে, সেগুলিকে বিক্রমপুর মহাশয় খিচুড়ী নাম বলিয়ছেন।” অামি কিন্তু ইউরোপীয় ও ভারতীয় উভয় নামের সম্বন্ধেই একথা বলিয়ছি ; ভারতীয়ত্ব আমীর নিকট ইউরোপীয়ত্বের অপেক্ষ সহস্র গুণে শ্রেয় ও প্রেয়। আর আমি হিন্দুদিগকে বিশ্ববহিভূত ও ইউরোপীয়দিগকে বিশ্বের অন্তর্গত মনে করি নাই ; আমার নিকট পৃথিবীব সব জাতির চেয়ে হিন্দু বেশী ঐতি ও সহানুভূতি পাইতে পারে। ভারতীয় হিসাবে হিন্দুর গৌরব ও সন্মানে আমিও নিজেকে ধন্য ও গৌরবান্বিত মনে করিয়া থাকি । এবিষয়ে বিস্ত ত আলোচনার স্থানাভাব, তাই নিরস্ত হইলাম। মোহাম্মদ আবদুল হাকিম বিক্রমপুরী সাওতালি গান ঝুমুরের ক্ষু তালে বচিত ) Y আগে ছিল উজল রাত, পরে এলো আঁধাবি— হে ননদি, এখন তুমি শুয়ো না অঙ্গনে— আমন করে’ শুয়ে না.অঙ্গনে । আঁধার-ঢাক নিঝুম্ রাত— নাহি আলো চাদারই, এলো-মেলে! ঝোড়ো হাওয়া উঠেছে কনকনে । আমন করে’ শুয়ে না অঙ্গনে। টপুকে বেড়া ঢুকবে চোর না ভাঙ্গতে ঘুমটি তোর,— করবে চুরি তোমার সাধের তাবিজ ও কঙ্কণে । আমন করে? শুয়ো না অঙ্গনে । (বাশি–তুতু তুআ উতু তুআ তুতুর তুআ তু—) ૨ দীঘির ঘাটে জল আনতে হারিয়ে গেছে কানের দুল, হে ননদি, বোলো না দাদারে— তোমার বোলো না দাদারে। তোমার দাদা ক্ষেত কে গেছে আনতে তুলে ঝিঙের ফুল, বোলো ন দাদারে,— তোমার বোলো না দাদারে ! শুনতে পেলে তোমার দাদা বাধাবে আজ হুলুস্থল,— বোলে না দাদাবে । ভেঙে এনে চাপার ডাল তুলবে আমার পিঠের ছাল, কেঁদে আমি মর্ব একেবারে,— বোলো না দাদারে ; হে ননদি, হে ননদি,বোলো না দাদারে—। ( মাদল—ধিতাং ধিতাং তুরর ধিতাং । ) শ্ৰী সুনিৰ্ম্মল বস্ন

  • ঝুমুর একরকম নাচ । বিহার অঞ্চলে বিশেষ প্রচলিত। একদল যুবতী হাত ধরাধরি করে নাচে আর গান করে, আর যুবকেরা তালে ভালে বাণী ও মাদল বাজার।