পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা } جمعتصمه - صخمسير থাকাই জীবনের সার্থকতা-সাধনের শ্রেষ্ঠতম উপায় ; কারণ, কেবল এই উপায়েই “স্থিত ধী” হওয়া যায় এবং “স্থিতধী” অর্থাৎ সর্বাবস্থাতে অবিচলিত নিষ্ঠাসম্পন্ন হইয়া প্রতিদিনের কৰ্ত্তব্য কুরিয়া যাইতে পারিলেই মানুষ ক্ষতির স্বারা, পরাজয়ের দ্বারা আক্রাস্ত হইলেও অভিভূত হয় না, এমাসনের ভাষায়— “Can calmly front the morrow in the negligency of that trust which carries God with it." জীবনের যিনি প্রভু, তাহার হস্তের যন্ত্রস্বরূপ হইয়া, ভগবৎকার্য্যের নিমিত্তমাত্র হইয়া দুরূহ কৰ্ত্তব্যের পথে প্রশান্তচিত্তে অস্থলিতপদে অগ্রসর হইতে পারে—হারের মধ্য হইতেও আপাতপ্রতীয়মান সৰ্ব্বনাশের মধ্য হইতেও, সৰ্ব্বশক্তিমানকে উদ্দেশ করিয়া বলিতে পারে – “এই হার ত শেষ-হারা নয়, আবাব খেলা আছে পরে : জিতল যে সে জিত ল কি না, কে বলবে ৩ সত্য করে' । ভাঙনের গান ૭૦ ૧ হেরে তোমার করব সাধন, ক্ষতির ক্ষুরে কাটুব বঁধন, শেষ দানেতে তোমার কাছে বিকিয়ে দেব আপনারে । তার পরে কি করবে তুমি সে কথা কেউ ভাব তে পারে ?” এবং এইরূপে “দৃঢ়নিশ্চয়” হইয়া উদার আনন্দেব স্বরে গাহিয়া উঠিতে পারে – “বিশ্বজগৎ আমীরে মাগিলে কে মোর অস্তৃিপব ? আমীর বিধাত অামাতে জাগিলে কোথায় অামাব ঘর ? কিসেরই বা মুখ, ক’দিনেব প্রাণ ওই উঠিযাঙ্গে সংগ্রাম গান ; অমর মরণ বক্তচরণ নাচিছে সগৌরবে ;– সময় হয়েছে নিকট, এখন বাধন ছি'ডিতে হবে ।” শ্ৰী মহেন্দ্রলাল রায় ভাঙনের গান অত্যাচারের গুরু মন্থনে উদগীরি’ ইলাহল, দেশে দেশে আজো অত্যাচারীর অটুট রহিল বল । মানুষ হইয়৷ মানুষের প্রতি অমানুষী অবিচাব ;– আজিকে নবীন যুগের প্রভাতে হবে হবে প্রতিকার । জাগো হে পীড়িত ! অত্যাচারিত ! জাগো দুৰ্ব্বল দল ! ভাঙনের পালা মুরু হল আজি, ভাঙ ভাঙ শৃঙ্খল । স্বার্থের সনে স্বার্থ ঠেকিয় জলে অগ্নির শিখা, সেই সমরের বহি-মাঝেও তোমার মরণ লিখা !— মৃত্যু-ফুয়ারে হানা দিলে হাতে মুক্ত কৃপাণ শত ফিরিতে কি দাস-শৃঙ্খল-ভারে দেহভার করি’ নভ ? জাগো হে পীড়িত ! অত্যাচারিত ! জাগো দুৰ্ব্বল দল ! ভাঙনের পালা মুরু হল আজি, ভাঙ ভাণ্ড শৃঙ্খল । একের স্বার্থ-রথ-ঘঘরে বাজে পীড়িতের গান, বস্থর বুকের পণজর পিষিয়া সে রথের অভিযান – এদের ঘেবিয়া আছে যুগভরা অত্যাচাবের সি খা,— এই পাজবের তপ্ত নিশাসে জলিবে মৃত্যু-শিখা ! জাগে। হে পীড়িত ! অত্যাচারিত ! জাগে। দুৰ্ব্বল দল ! ভাঙনের পালা স্বরু হল আজি, ভাঙ ভাঙ শৃঙ্খল । হের, দুৰ্ব্বল শোণিত ঢালিয়া তৰ্পণ করে কার— শক্তি-পিপাসী অত্যাচারীর রাখিতে অহঙ্কার ! যুগ-যুগ-ধরি’-নিপীড়িত হিয়া ভেদি ওঠে হাহা রব— ধন-গৰ্ব্বিত অত্যাচারীর হবে ভূবে পরাভব । জাগে। হে পীড়িত ! অত্যাচারিত ! জাগো দুৰ্ব্বল দল ! ভাঙনের পাল স্বরু হল আজি, ভাঙ ভাঙ শৃঙ্খল। শ্ৰী শৈলেন্দ্রনাথ রায়