পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বৈজ্ঞানিক , তবে প্রধান তম দশ


- জনের মধ্যে ##-4 র্তাহার স্থান ं29' ँत् .. ४३८ख श्रrca

পবে-নিউটন। নীচে-হাভি না । o এডিসনের সমস্ত কাৰ্য্যই, একরকম বলিতে গেলে, আমেরিকার বিখ্যাত বৈজ্ঞানিক উইলিয়াম গিবসের আবিষ্কৃত বৈজ্ঞানিক স্বত্র এবং নিয়মাবলীর উপর প্রতিষ্ঠিত। কিন্তু এই গিবসের নাম শতকরা ৫০ জন আমেরিকানও জানেন কি না সন্দেহ । বিজ্ঞানে জেম্স্ ওয়াটের স্থানও এডিসনের মত । সকলেই জানেন যে ওয়াটু, ষ্টিম ইঞ্জিন আবিষ্কার কবেন। কিন্তু ওয়ার্টুও অন্যের আবিষ্কৃত সূত্রের উপর তাহার আবিষ্কারের ভিত্তি স্থাপন করেন । ইতিহাস পাঠে জানা যায়, যখনই কোন-একটি নূতন বৈজ্ঞানিক নিয়ম বা স্বত্র আবিষ্কার হুইয়াছে—তাহার অনতিবিলম্বেই একদল বৈজ্ঞানিক নানারকম জনহিতকর এবং জন আনন্দজনক কার্য্যে সেই সূত্রটিকে লাগাইয়।ছেন । ইহাতেও মানবসমাজের কল্যাণ যে বড় কম হয় তাহা নম । এবং এই কারণেই বোধ হয় লোকে সেইসব বৈজ্ঞানিকদের কথা বেশী জানিতে পারে এবং মনে রাখে, যাহার। সাধারণের আনন্দ এবং উপকারের জন্য কঠিন কঠিন বৈজ্ঞানিক সূত্রগুলিকে সাধারণ কাজে লাগায় । যে লোক মিষ্ট এবং স্বস্বাদু ফল বিক্রয় করে, সই দোকানীকে চিনি, কিন্তু তাতার বাগানে কোন S S AAAA S AAAAAMA SCeHHHG DGHu SBBB BBBS দশ জন বৈজ্ঞানিক "లిeఫి কয়জনে রাখি ? যাহার কার্য্যকে আমরা চোখের সামনে সহজেই এবং বেশীর ভাগ সময় দেখিতে পাই—তাহারই কথা আমরা সহজে মনে রাখিতে পারি । এখন কথা হইতেছে, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক কাহীদের বলা হইবে । শ্রেষ্ঠ বৈজ্ঞানিক তাতাদের বলা হইবে, র্যাহার তাহাদের জীবিত-কালে পৃথিবীতে বিজ্ঞানের ক্ষেত্রে একটি নূতন যুগ অনিয়ন করিয়াছেন, র্যাহীদের আবিস্কারের ফলে পুরাতন ধারার অনেক ওলটপালট হইয়াছে এবং অনেক-কিছু মিথ্যা এবং ভুল বলিয়াও প্রমাণ হইয়াছে । তাহারাষ্ট শ্রেষ্ঠ বৈজ্ঞানিক র্যাহারা বিজ্ঞানসৌধের এক-একটি ভিত্তি-প্রস্তর স্থাপন করিয়াছেন । শ্রেষ্ঠ বৈজ্ঞানিকদের কথা বলিতে গেলে প্রথমেই মনে পড়ে অ্যাবিষ্টটলের কথা । কারণ সেই সময়, আiজ হইতে দুহাজার বৎসরের ও - বলিলেও লাভেয়াশিয়ে চলে । বৈজ্ঞানিক ব্যাখ্যার স্থলে কতকগুলি মাথামুণ্ডহীন গল্পের প্রচলন ছিল । কিন্তু অ্যাবিষ্টটলের মনের মধ্যে নূতন তালোক প্রবেশ করিল। তিনি সমস্ত মিথ্যার মধ্য দিয়া সভ্যকে খুজিতে লাগিলেন । র্তাহাব মনে তখন এক ইচ্ছ—“আমি জানিতে চাই ।” তিনি জানিতে চাহিয়াছিলেন—এবং জানিতে পারিয়াছিলেন । তিনি তুলনামূলক শারীরবিজ্ঞানের ( anatomy ) ভিত্তি স্থাপন করেন । তিনি নানাপ্রকার জীবজন্তুর দেহ ব্যবচ্ছেদ করিয়া তাহাদের শরীরের অস্থি-সংগঠনের পরিচয় ছিল ন|