পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩১৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা । পড়িয়া গিয়াছিল । গ্যালিলিও যে ঘোর উন্ম:দ তfহাতে কাহারো কোন সন্দেহ রহিল না । সেই সময়েব ধৰ্ম্মযাজকেরা বিশ্বাস —স্বৰ্য্য চন্দ্র পৃথিবীর টি চারিদিকে ঘুরিতেছে। র্তাহার। সাধারণ লোকদেরও এই শিক্ষ। দান করিতেন । এই-সমস্ত লোকে গ্যালিলিওকে আধ শ্মিক এবং সমাজদ্রোহী দণ্ডের বলিয়। বলিয়া প্রতিপন্ন করিলেন ; এবং অবশেষে পাণভয় দেখাইয় গ্যালিলি ওকে তাহার মত ভুল স্বীকার করিতে বাধ্য করিলেন ; যদিও মনে মনে তিনি ক্রমাগত বলি ে লাগিলেন—“আমার কথাই ঠিক—মুখে আমি এখন উন্ট কথা বলিতেছি ।” জ্যোতিৰ্ব্বিদ্য। গ্যালিলিওর আবিষ্কার-সমূহেব উপরই প্রতিষ্ঠিত । এইসমস্ত আবিষ্কারেব জন্যই গ্যালিলিওব স্থান শ্রেষ্ঠ দশজন বৈজ্ঞানিকের মধ্যে । গ্যালিলিওর উপর ভর কবিয়া আইজাক নিউটন xt{Iroq-fo (Law of Gravitation ) আবিষ্কার করিলেন। এই নিয়মে আমরা জানিতে পারি কেমন করিয়া প্রত্যেকটি দ্রব্যের গতিবেগ সকল সময় অন্য প্রত্যেকটি দ্রব্যের দ্বারা নিয়ন্ত্রিত হইতেছে। এখন অনেকের মনে হইতেছে যে মাধ্যাকর্ষণ-নিয়ম অপেক্ষাও আর একটি বড় নিয়ম আছে—তাহ আইনষ্টাইনের থিওরি । কিন্তু ইহা সত্বেও নিউটনের আবিষ্কারের দাম কমিতেছে ন—কারণ আইনষ্টাইনের আবিষ্কার নিউটনের মাধ্যাকৰ্ষণ-নিয়মকে খণ্ডন করিতেছে না, তাহাকে আরো জোর দিতেছে । দশ জন বৈজ্ঞানিক دهد (ن এই ম’ধ্যাকর্ষণ-নিয়ম আবিষ্কার করিয়া নিউটন জ্যোতিৰ্ব্বিদদেব একটি নূতন যুগে আনিয়া দিলেন । এই নিয়মের সাহায্যে সৌব মণ্ডলের সকল গ্ৰহতারকার গতির একটি পরিমাণ নির্ণয় করা হইল এবং এই নিয়মের সাহায্যে গণনা করিয়া জ্যোতিৰ্ব্বিদের এখন বলিতে পাবেন কবে এবং কোথায় কি তারকা দেখা দিবে—কবে স্বর্য। গ্রহণ চন্দ্র গ্রহণ ইত্যাদি হইবে । নিউটনই প্র ম দেখান কেমন করিয়া পৃথিবীর অনুপাতে হুর্য্যের পরিমাণ নির্ণয় করা যায়, কেমন করিয়া জোয়ারভাটার বৈজ্ঞানিক ব্যাখ্যা দেওয়া যায়। কবি পোপ বলিতেছেন—প্রকৃতি এবং প্রকৃতির নিয়মকানুন অন্ধকারের আবরণে ঢাকা ছিল, ঈশ্বর বলিলেন নিউটনের জন্ম লাভ হউক—তাহার পরেই চারিদিকে আলোক ছড়াইয়। পড়িল । शृ; वैोUG সতেরে শতাব্দীতে উইলিয়ম হাবুভি মানুষের শরীরের মধ্যে যে রক্ত-চলাচল হয়—এই তথ্য প্রথম আবিষ্কার করেন । মাতুষেব ফুসফুস যে শবীরে রক্ত-চলাচলের জন্ত পাম্পের কাজ করে, তাহা হাবুভি প্রথম আবিষ্কার করেন । তিনি এই আবিষ্কাব আন্দাজে কবেন নাই--- 건 (s C 32 지 હાફે রক্ত-চলাচল পৰ্য্যবেক্ষণ করেন । তিনি নানারকম পরীক্ষা করিয়৷ ইহ। প্রমাণ করিলেন । এই আবিষ্কার হইবার পব চিকিৎসা-শাস্ত্রের অনেক পরিবৰ্ত্তন হয় । এই সময় লোকে যাহা-ভাহা বিশ্বাস করিত। যেমন—পচা মাংস হইতে মাছি জন্মাইতে পারে—ঘোড়ার চল হইতে কেঁচো গজাইতে পারে। কিন্তু হারভি নানা