পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২২

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S))● তরমণ্ডপের তলায়, সবুজ কাদা অস্পষ্ট দেখা যাইতেছে ; কিন্তু সময়েসময়ে, উজ্জ্বল চাদেব কিরণ পত্রপল্লবের ফাক দিয়া উপর হইতে নামিতেছে, -- তাহন্তে করিয়া লতাবাহারগুল অথবা বড় বড় সুন্দর তাল-জt ঠাঁয বৃক্ষগুল উদ্ভাসিত হইয়া উঠিতেছে । এই গাছগুল পরী উদ্যানের গাছের মত নিশ্চল । ও: । এই নীরবতা, এই উজ্জ্বল আলোকচ্ছষ্ট, এই ঝি"ঝি পেীকার লঘু সঙ্গীত, এই মাটির গন্ধ, গাছগাছড়tব স্বগন্ধ, ফুলের সৌরভ— কি চমৎকার ! প্রবাসী—পৌষ, ১৩৩• JJAAA AAAASSAAAAAAS AAAAA AAAA AAAAMMAMA AMAeeMAAA AAAA AAAA SAAAAeeSAS SSAS SSAS SSAS Se [ ২৩শ ভাগ, ২য় খণ্ড محاص حمیہ مقبرہم یہ مر কিন্তু সকলকে ছাড়াইয়া উঠিয়াছে সেই তীব্র মৃগনভির গন্ধ— এমন কি এই বনভূমির মধ্যেও । এই মালাই-দেশে সবই মৃগণাভিগন্ধী ; এমন কি মুমিকের মত একপ্রকার নৈশ জীব-পার্থীর মত হধোৎফুল্ল মৃদুস্বরে—“কুইকৃ” । “কুইকু” ! “কুটকু"। করিতে করিতে যাহার। রাস্তাব উপর দিয়া প্রতি মিনিট খুব দ্রুত চলিয়া যায়— তাহারাও তাঁহাদেঃ পিছনে তাঁহাদেৱ মুগনীভিসিক্ত গায়ের গন্ধ রাখিয়া যাইতেছে, শ্ৰী জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর পুরাতন কলিকাতার ফৌজদারী বিচার এ দেশে কোম্পানীর রাজ্য সংস্থাপিত হইবার কিয়ৎকাল পরে কলিকাতার স্ব গ্রাম কোর্ট প্রতিষ্ঠিত হইয়াছিল। বৃটিশ পালিয়মেন্টের ব্যবস্থা অনুসারে সুপ্রীম কেটে ইংলণ্ডের প্রচলিত আইন অনুসারে বিচারকার্য নিম্পন্ন হই হ । স্ব প্রীম কোর্ট কিরূপ নিরপক্ষভাবে বিচার করিতেন তাহা মহারাজ নন্দকুমারের মোকদ্দমীর বিবরণ পাঠ করিলে বুঝিতে পারা যায় । অষ্টাদশ শতাব্দীণ শেষভাগে মহারাজ। নন্দকুমাব বাঙ্গল দেশের শীর্ষস্থানীয় ব্যক্তি ছিলেন। তিনি জাতিতে ব্রাহ্মণ, বংশমর্যাদায় শেঠ, বৈভবে অতুলনীয়, পদগেীববে অদ্বিতীয় ছিলেন । কাৰ্য্যদক্ষ তীয় সৰ্ব্ববাধিসন্মতিক্রমে তৎকালে কেহই উtহর সমকক্ষ ছিল না । ইতিহাসজ্ঞ ব্যক্তিমত্রেই জানেন যে এই মহারাঙ্গ। BBBBB BBBBB gBBDBB CYYJS BBSB BBB BB BB করিয়া কৃত্রিম তনকে প্রস্তু ১ করার অপরাধে, প্রাম কোটের বিচারবিভ্রাটে প্রাণ হারাইয়াঢ়িলেন। কিন্তু অদ্ভুত বিচার মে তৎকালে শুদ্ধ স্বপ্রীম কোর্টেই শুইত তাহ নছে । কলিকাতার ম্যাজিষ্ট্রেটু ক্ষুদ্র ক্ষুদ্র ফৌজদারী মোকদমাগুলিব বিচার করিতেন । এইসমস্ত মোকদ্দমার বিবরণ পাঠ কলিলে স্পষ্টই প্রতীয় {{ণ হয় যে বিচারকগণ কেন আইনের বিধি-ব্যবস্থান দ্বীব। পরিচালিত হইতেন না । কোন একটি কাৰ্য্য দণ্ডtহঁ কি না এবং দণ্ডাহঁ হইলে অভিযুক্ত ব্যক্তির কিরূপ শাস্তি পাওয়া উচি ৩, এইসমস্ত বিষয়ের অবধারণার ভার BBBBB BBBB BB gBB S BBBBB BBBK BSBB SBLL0 অনুরূপ ছিল ; কিন্তু কাঞ্জিব তাদেtলতে বিশেয অপিচার হইবার সত্ত্বীবন থাকিত না । কারণ, কাঙ্গি ভারতবাসী ; তিনি দেশের BBBS D DS gBBBBBB BBBB BBBB BBBB BB কোম্পানীর ফৌজদাবী আদালতে বিচারপ থাকতেন ইংরেজ কৰ্ম্মচারী, অভিযোগকারগণ অধিকাংশ স্থলেই ইংরেজ, ফিরিঙ্গি অথবা পটুগীজ এবং উহার সেসকল ব্যক্তির নামে অভিযোগ করিতেন, তাহাব| সকলেই ইতর শ্রেণীর ভারতবtল্পী । এরূপ স্থলে স্থবিচারের প্রত্যাশা করা বিড়ম্বন মাত্র । কিন্তু স্বলিচাবই হউক আর অবিচারই হটক সে স্বতন্ত্র কপী । মোকদ্দমাগুলির বিবরণ পাঠ কবিলে তদানীন্তন কলিকাতার ইউরোপীয় সমাজের অনেকটা আভাস প্রাপ্ত হওয়া য য় । পাঠকগণের কৌতুহল-নিবারণেব নিমিত্ত কয়েকটি অভিযোগের নিপত্তি নিম্নে প্রদত্ত হইল ঃ— * ১ । “জন রিংওয়েল র্তাহীর পাচক রজনীব নামে এই বলিয়া অভিযোগ করিয়াছেন লে আসামী ফরিয়াদীর জনৈক ভূ ত্যকে প্রহর Echoes from Old Calcutta, by H. E. Busteed. করতঃ কাৰ্য্যত্যাগপূর্বক পলায়ন করিয়াছিল। অসমী পুর্বে একবার অপংtধ করায় তাহীর একটি কর্ণ ছেদন করিয়া শাস্তি দেওয়া হইয়াছিল। বৰ্ত্তমান অভিযোগ প্রমাণিত হওয়ায়, আদেশ হইল তাহাকে দশ বেত মাবিয়া ছাডিয়া দেওয়া হয় । ২ । এগুসনের পিসি নাম্নী ক্রীতদাসী তাহার বট ছাড়িয়া পলায়ন করিতেছিল। চৌকিদার তাঁহাকে ধরিয়া ফেলিয়াছে । তাদেশ হইল, আসামীকে দশ বেত মাপ্লিয় তাহীর মনিবের নিকটে প্রেরণ করা হয় । ৩। মুনিয়া নামক একটি বালককে কলিকতাব অষ্টম বিভাগের পাইকগণ গ্রেপ্তার করিয়া আনিয়ছে । অসামী দহ্যত অপরাধে কাছারী আদালতে অনেকবাব শাস্তি পাইয়াছে। কিয়দিবস পূৰ্ব্বে তাহাকে বিশ বেত মারিয় তাহtল প্রতি এইরূপ আদেশ গুইয়াছিল, সে যেন হাওড়া পার হইয কলিকাতায় না আসে । সে এইক্ষণে সে আদেশ লঙ্ঘন করিয়াছে । আদেশ হইল তাহাকে পনব বেত মারিয়৷ হাওড়াব পারে প্রেবণ করা হয় । ৪ । কাপ্তেন স্বই বেণীবাবুর নিকট একখানি শকট মেরামত করিতে দিয়াছিল । অসমী শকটগtনি মেরামত করে নাই । আদেশ হইল আসামীকে দশ জুতা। ৫ । কর্ণেল ওয়াটুসন রামসিংহের নামে এই বলিয়া অভিযোগ কবিয়াছেন যে আসামী প্রতীরক । সে জাতিতে নাপিত । কিন্তু স্বত্রধর বলিয়া পরিচয় দিয়া ফরিয়াদীর বেতন গ্ৰহণ করিয়াছে । আদেশ হইল, তাহাকে পূনর বেত মীরা হয়। তৎপরে তাহকে কুলীবাজাবের মধ্য দিয়া কর্ণেল ওযtটুসনের বাট পৰ্য্যন্ত সে নাপিত এই কথা ঢোল সহরতেব স্বীরা প্রচার করিতে করিতে লইয়া যাওয়া হয় । ৬। জেকব জোসেপ তাহীর পাচক তিখুনের নামে এই বলিয়া অভিযোগ করিয়াছেন ষে আসামী তাহার একটি র্কাসার ঘটী আর কয়েকটি জিনিস চুরি করিয়াছে। আদেশ হইল, চোরাই মাল ফেরত না দেওয়া পৰ্য্যস্ত আসামীকে হরিণবাটীর জেলে অীবদ্ধ রাখা হয় । ৭ । রামহরি যাজ্যিক রামগোপালের নামে এই বলিয়৷ অভিযোগ করিয়াছেন যে আসামী একটি বালকের গল হইতে তুলসীর মালা ছিনাইয়া লইয়াছে । আদেশ হইল দশ বেত । ৮। কটিব নামক পোর্ট গলবাদী তাহার বালক ভূত্য জ্যাকের নামে একখানি রূপার চামচ চুরি করিয়াছে বলিয়া অভিযোগ করিয়াছেন। অ{সামী প্রথমতঃ অপরাধ স্বীকার করিয়া বলিয়াছিল যে চামচখানি সে একজন দোকানদারকে দিয়াছে । দোকানদারের উপর সমন জারি হইলে সে উপস্থিত হইয়৷ বলিল যে সে কিছুই জানে না। তখন