পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8 MM MM MA AMMeM AAAA AAAA AAAASAAAA AAAA SAAAAA AAAA AAAA AAAASASASS রাজি হবে কি না, আমিও তা জানি ন—অথচ, তাদের সম্মতি আগে দরকার । তবে, তার রাজি হ’লে আমি বাধা দেব না । এ প্রসঙ্গ আর নয় - ঐ ওর আস্চে !” রতন ও পূর্ণিমা সমুদ্রের ধার থেকে ফিরে এল । সকলেই তাদের দিকে কেমন এক অর্থপূর্ণ দৃষ্টিতে বারংবার তাকিয়ে দেখতে লাগল। রতন তা লক্ষ্য করলে, কিন্তু কারণ বুঝতে পারলে না। কুমার-বাহাদুর হতাশ ভাবে ভাবতে লাগলেন, আমি এখনো অগাধ জলে তলিয়ে আছি, কিন্তু এই রতন লোকটা কি ভাগ্যবান ! এখনো এ জানে না, কি চল্রে কবি চল, ঐ সাঝ-অঁাধিয়ার আসছে নেমে, উঠ বি কিনা বল ? ঐ চেয়ে দ্যাথ, পুব-কিনারে মেঘ জমেছে গগন-ধারে,— শাঙন-সাঝের অন্ধকারে ঝরতে পারে জল ; বর্ধ-সাঝে ভরস কিসেব ?— চলরে কবি চল । নীরব কবি রে,— অতল-তলে তলিয়ে গেছে বিরাটু-গভীরে,— ঢাক্ল গগন গহন মেঘে, ঝড়ের হাওয়া উঠল বেগে, কোন প্রবাসী—কাৰ্ত্তিক ,১৩৩০ AAA AAAA AAAA AAAA AAAAM eAAMAAA AAAAS AAAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AAAA AMA MMAAA AAAA AAASS [ २४* छांग, २झ थes সৌভাগ্য এর জন্যে অপেক্ষা করে আছে! মিঃ ঘোষের সমস্ত সম্পত্তি, আর পূর্ণিমার মত সুন্দরী ! এ পেলে আমি এখনি স্থনীতিকে ছাড়তে রাজি আছি!-- ভগবানের অন্যায় পক্ষপাতিতা দেখে কুমার-বাহাদুর একটি দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করলেন। রতনের হঠাৎ স্বমিত্রার কথা মনে পড়ল। কিন্তু এদিকে ওদিকে চেয়ে কোথাও তাকে দেখতে পেলে না । е в в е е в е е রতন ও পূর্ণিমা ফিরে আস্ব মাত্র, সকলের অজান্তে সুমিত্রা সেখান থেকে উঠে গেছে ! ক্রমশঃ শ্ৰী হেমেন্দ্রকুমার রায় আমি তারে শুধাই রেগে– ভেজায় কিবা ফল ? বাদল মেঘে মাদল বাজে চল রে কবি চল । উঠ ল কবিবর, আlম{য় বলে--"চলোঁ, চলে।"— ভাঙা গলার স্বর | আঁধার নামে ভুবন ঘেরি’— বৃষ্টি ঝরার নাইক দেরি, বিদ্যুতেরই আলোয় হেরি— চোখ দুটি ছলছল—, এবার বলি—“কবি, কবি – কি হয়েছে বল!” শ্ৰী স্থনিৰ্ম্মল বস্তু