পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

○○○ প্রবাসী—পৌষ, ১৩৩০ AeSAAAAAAASAAAAASA SAA AAAA AAAAM AMAMMM MM MM S S MM M S SAMAAS AAAA S - ۹۰ عمده مره، حنایی جسمی - ^్న .بم. میبه محییر ۳-بیر ب۰ید. بی - SSAAAAAS AAAAAS AAAAAeS AAAAAS AAAAA AAAAMAAA SAAAAASA SAAMAMS JSA MAMAAA AAAA AAAA SAAAAA AAAAMMAA AAAA AAAA AAAA AAAAS AAAAA AAAA AAAASAAAAMMA AMMMAAAS বিরজা কহিল—“দেখেছ, কিরণ সারারাত বিছানায় “যদি পরজন্ম থাকে নিশ্চয়ই হবে।” শোয়নি ।” “আমি শুধু ভাবি এত প্রেম সব ব্যর্থ হল!” অমর বলিলেন—“হঁ৷ ” অমর স্ত্রীর চক্ষু মুছাইয়া বলিলেন –“ব্যর্থ হয়নি। “এ করে আর কিরণ কদিন বাচ বে!—ই গ, এর দুজনকারই হৃদয়ের এই গভীর প্রেম চির-বিরহের মধ্যে কি কোন প্রতিকার নেই ?” সার্থক হবে ।” বিরজা স্বামীর দিকে চাহিয়া ফুকারিয়া কাদিয়া দুজনেরই একসঙ্গে মনে হইল—শৈলজা এখন কি खेटैिल । করিতেছে ! অমর বলিলেন—“এ জন্মে বুঝি নেই।” ভোরের বাতাস কি এই চির-বিরহীর প্রেমের বারতা “পরজন্মে হবে ?” তাহার বঁধুয়ার কাছে পৌছাইয়া দিতেছে না ? শ্ৰী মাণিক ভট্টাচার্ষ্য [ ২৩শ ভাগ, ২য় খণ্ড নীল পার্থী হেঁয়ালি ঘুম ভেঙে আজ সকালবেল যেই উঠেছি জাগি', হঠাৎ এসে বাতায়নে বসূল সে এক পাগী— অপুরাজিতার একটি গুছি, নীল মাণিকের একটি কুচি, নীল আকাশের টুকরা খানিক— কার যেন নীল আঁখি ! একদা এই পথে গেছে সে আনমনা— যেন সে কোথা যাবে কিছু তা’ জানত না, চরণ ফেলে যেন বেয়াড়া চঞ্চল ! ভ্রমর-কালে। আণখি কত যে আবিলতা, বঁধুল-ঠোঁটে ফোটে অফুর হাসি-কথা, পরণে নীল-সাড়ী— লুটিছে অঞ্চল । গোলাপ লাজ পায় দেখে সে গাল দু'টি, সুকালো কেশরাশি চিবুকে বুকে লুটি' অচেনা পথে ধায় তবু ত নিৰ্ভীক ! ‘হেঁয়ালি' ব’লে তারে অাদরে যদি ডাকি— ছুটিয়া কাছে এসে এবুকে মুখ ঢাকি' আলোক এল বর্ষা-শেষের সোনার বাণী লয়ে, বাতাস এল শিউলি-বনের স্নগ্ধ সুবাস ব’য়ে । নীল পার্থী সে ক্ষণিক রয়ে আবার গেল উধাও হ’য়ে, শরং-রাণীর নীলাম্বরীর আঁচল-আভাস না কি ? শ্ৰী রাধাচরণ চক্রবর্তী ভুলে সে গেছে আহা যাবে যে কোন দিক্ । । এমনি দিশহারা অবুঝ মেয়েটিরে কে ধেন বুঝায়েছে চলিতে ধীরে ধীরে— সরমে বেধে বেধে সামালি’ অম্বর ; আমারি চোখে চোখে চাহিতে উঠে ঘামি,” আজি এ ভীতি কেন,— আমি তো সেই আমি, অবাধে ঢেলে-দেওয়া কই সে অন্তর ? শ্ৰী জলধর চট্টোপাধ্যায় -