পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৪৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] ডাকাত আমরা তাড়াতাড়ি উঠিয়া বাহিরে আসিলাম-কিন্তু তখন ডাকাতের দল আমাদের দুইটি ঘোড়া লইয়৷ বহুদূবে চলিয়া গিয়াছে— বন্দুকের গুলি ছুড়িলাম। ফলে ডাকাতের আরো বেগে পলায়ন করিল। ইহার পরে আমরা সব সময় সতর্ক পাহার রাথিতাম - সেইসব রাত্রির কথা বেশ মনে আছে । আমরা পাল করিয়া পাহারা দিতাম । বৃষ্টিতে পথঘাট পুর্ণ শীতের হাওয়া তার মাঝে ভিজিতে ভিজিতে আমরা পশুদলকে পাহার দিতাম । এইরকম করিয়৷ অগ্রসর হইতে হইতে অবশেষে সাচুটুসাঙ্গ পো নদী আমাদের পথে পড়িল । নদী তখন ঘোলাটে জলে পূর্ণ। আমার সহচর সারএব লামা একটা খচ্চরে চডিয়া আমার আগে আগে যাইতেছিল—সে নদীর কুলে আসিয়াই খচ্চর সমেত জলে লাফাইয় পড়িল । তাহার পিছনে আর-একটা খচ্চর ছিল, তাহার পিঠে কাপড়-চোপড় ইত্যাদির বাক্স বোঝাই করা ছিল । নদীর স্রোতের জোরে মাল সমেত খচ্চর ভাসিয়া গেল । ভাবিলাম সে আর ফিরিতে পরিবে না -- কিন্তু একটু পরে দেখিলাম সে কোনমতে অপর পারে গিয়া উঠিয়াছে । আমিও জলে নামিয়া পড়িয়াছিলাম । মাঝে মাঝে জল আমার কোমর এবং ঘোড়ার গল। পয্যন্ত উঠিঠেছিল – একবার আমাৰ ঘোড়ার প। ফস কাইয়া গেল। অনেক কষ্টে সে আমাকে লইয়। পরপরে পদপিণ করিল। يعو কয়েকদিন পরে আমরা একজায়গায় গিয়া তাবু ফেলিলাম। সেখান হইতে দূরে আরো বারোটি ভাবু দেখিতে পাওয়া যাইতেছিল। সকাল বেলীয় তিনজন তিববতী আসিয়া সারএব লামীর সহিত কথাবাৰ্ত্ত বলিল। তাহার একদল ইয়াক-শিকারীর নিকট শুনিয়াছিল যে একদল শ্বেতাঙ্গ তিব্বতের দিকে আসিতেছে । তাহারা অামাদের তিনজনের মধ্যে এক জনকে শ্বেতাঙ্গ বলিয়া সন্দেহ করিল। রাত্রিবেলায় তাহারা আপনাদের তাবুর চারিদিকে ঘিরিয়া আগুন জ্বালিয়৷ পাহার দিতে লাগিল। পরের দিন সকালে দেখিলাম চারিদিকে ঘোড়সওয়ার অসিতেছে, তাহারা তাহীদের তলোয়ার খুলিয়া আমাদের দেখাইয়৷ বিকট চীৎকার করিতে লাগিল । - এমুনিভাবে কয়েকদিন কাটিবার পর সেই প্রদেশের শাসনকৰ্ত্ত। কাম্বা বোম্বে আসিয়া হাজির হইলেন। তিনি বলিলেন, “যদি আর এক প। তিব্বতের দিকে অগ্রসর হও, তবে তোমার গল। কাট যাইবে । ” আমার আর ভরসা হইল না-তিনজনে বৃহৎ শক্রদলের সঙ্গে লড়াই করা অসম্ভব বলিয়। আমরা প্রত্যাবৰ্ত্তন করিতে আরম্ভ করিলাম । বিজ্ঞান-গোয়েন্দা— শার্লক্ হোমুস, এবং দুর্প্য দুইজন বিখ্যাত গোয়েন্দার কথা গল্পে পাঠ করিয়াছি । ঐ দুইজন অদ্ভূত উপায়ে অপরাধী চোর-ডাকাত-খুনেদের ধরিতে পারিতেন। দ্বাধী ব্যক্তি এই পৃথিবীর যেখানেই থাকুক না কেন শার্লক্ হোমূসের হাত হইতে তাহার নিস্তার পাইবার জো নাই । এ সমস্ত গেল উপস্তাসের কথা । আমেরিকাতে এখন অপরাধী ধরিবার কাজে সত্যিকার শারলক্‌ হোমূস হইয়৷ উঠিয়াছে বিজ্ঞান । এখন অপরাধী এবং পুলিশ এই দুইজনে সব সময়েই যুদ্ধ চলিয়াছে। চোর-ডাকাতেরাও বিজ্ঞানের সাহায্য পুরা মাত্রাতেই KBB BDBB S gDD BB u TT LTTk kkk CCCS S S পঞ্চশস্য—বিজ্ঞান গোয়েন্দা অমেবিকাব সৰ্ব্বাপেক্ষ। বিখ্যাত টিপ সই-বিশারদ ফে ড়, স্যাও বার্গ চোর-ডাকাতের এখন মোটর, এয়ারোপ্লেন, মোটব-বোট ইত্যাদি সবকিছুরই ব্যবহার করিতেছে । বর্তমান সময়ে অপবাধ-বিজ্ঞান উঠিয়াছে । গণিতশাস্ত্রের মত সঠিক হইয়। জানলার সাসিতে আস্কুলের দাগ রাসায়নিক উপাযে স্পষ্ট করা হইতেছে কিছুদিন পূর্বের নিউজারসিতে একদল পুলিশ একজন পাকচোরকে ব্যাঙ্কলুঠের অপরাধে ধরিতে যায় । অপরাধীব দুয়ারে ধাক্কা দিব্যমাত্র সে দুয়ার খুলিল এবং পুলিসের দলকে দেখা মাত্র পিস্তলের গুলিতে দুইজনকে হত্যা করিল এবং আর-একজনকে বিষম আহত করিয়া বাড়ীর মধ্যে একটা গুপ্তস্থানে গিয়া ভিতর হইতে দরজা বন্ধ - سانی * s--نگ ـ