পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৭১

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা · সমাজিক স্বচ্ছন্দ্যের মাপকাঠির ব্যবহার ও স্বচ্ছন্দ্যবৃদ্ধির কয়েকটি উপায় ৪৫৩ SAM MMMMMMMM MMMMMMM MM AM AMM SMSAMJMMS MMMAAA AAAA SAAAAA AAAAMJMMAMAMMMSJA AJJJMMSJJJS SSAS SSAS SSAS SSAS SSAS SSMeeM SMA SJSJAAeAMMAMMeM বিস্তার কমে যায়। এসবগুলি না থাকূলে মামুষের কাৰ্য্যশক্তিও কমে যায় আর তার স্বাচ্ছন্দ্যও কমে' যায়। * কাজেই দেখছি যে সামাজিক স্বাচ্ছন্দ্য-বিজ্ঞানের দিক্ থেকে, শিক্ষা, স্বাস্থ্যরক্ষণ, স্বাস্থ্যবৰ্দ্ধন, সমাজসংস্কার, দুর্নীতি দমন, রাষ্ট্ৰীয় সংস্কার, ইত্যাদি এবং এইসবগুলির সব দিকৃই আলোচ্য বিধয় । সুতরাং সমস্ত ব্যাপারটি বুঝিয়ে লিখতে গেলে বিশাল এক লাইব্রেরী হ'য়ে দাড়ায় । সামাজিক স্বাচ্ছদ্য সামাজিক সব-কিছুর ফল। কাজেই

  • সামাজিক স্বচ্ছন্দ্যের সঙ্গে সমাজের লোকসংখ্যার আর-একটি সম্বন্ধ আছে । হুখে-স্বচ্ছন্দ্যে থাকৃতে হ’লে মানুষের অন্ততঃ একটা নির্দিষ্ট-পরিমাণ ভোগ্য প্রয়োজন হয়। নির্দিষ্ট পরিমাণটি কি তা স্থান, কাল, পত্র অনুসারে নির্দেশ করা সস্তব। সে যাই হোক, ভোগ্য উৎপাদম ক্রমশ: যে ইরে বাড়াম সম্ভব, সমাজে লোক-সংখ্যা তার চেয়ে বেণী হারে বেড়ে চলে। অর্থাৎ ভোগের পরিমাণকে দুগুণ কবে অনিতে ঘূ সময় লাগে, সেই সময়ের মধ্যে লোকসংখ্যা দুগুণের বেশী হ’য়ে যাওয়া সম্ভব । নুতন নুতন আবিস্কাপ ও উদ্ভাবনার সাহায্যে কোনো কোনো সময় ভোগ্য-উৎপাদন খুব বেশী হারে বেড়ে যায় ; কিন্তু সেক্ষেত্রেও জনসংখ্যা বেড়ে যাওয়ার সস্তাবনা আরও বেশী । এর উপব যদি আবার জনসংখ্যা সংখ্যায় বাড়লেও গুণে না বডে, অর্থাৎ যদি লোকে বংশ-পরম্পরায় নিগুণ হ’য়ে আসে ( যেমন অনেক স্থলে অtমাদের দেশে হযেছে ) ত হ’লে গোলযোগ আরও বড়ে । সামাজিক আয়েব তুলনায় লোকসংখ্য অতিবিত্ত হয়ে গিয়ে সামাজিক স্বচ্ছন্দ্য কমে' লtয । এঅবস্থায় যে সব কারণে লোকসংখ্য বিপদজনকরপে বেড়ে চলে সেগুলি সামাজিক স্বাচ্ছন্দ্যের দিক্‌ থেকে নিবারণ করা দবকীর। বিবাহের বয়স যত বাড়ীন যায়, একটি নির্দিষ্ট সময়ের মধ্যে লোকসংখ্যা বাডে তত কম। অজ্ঞানের মত পরিবারবৃদ্ধি লোকসংখ্য বৃদ্ধির আর-একটি কারণ । পবিবরপালন-ক্ষমত ন পক্লে বিবাহ করা দোষ বই । একান্নবত্তী পরিবারগুলি এই দিক থেকে দেtষাবহ । কেননা এইসব পরিবারে অক্ষম লোকে বিবাহ করতে ভরস পায়, পবে? স্বন্ধে জীবনযাপন করার সুবিধা থাকায় । তা ছাড়া (ভালভাবে খাইয়ে, পরিয়ে, শিক্ষা দিয়ে ) যেসংখ্যক সন্তানাদি পালন করার ক্ষমতা আছে, তার বেশী সন্তান উৎপাদনও সামাজিক পাপ । অদশ সমাজে বহুসন্তানবান অক্ষম লোককে অপরাধীরূপে গণ্য করা উচিত । আত্মনির্ভরশীলত সামাজিক স্বচ্ছন্দ্যবৃদ্ধির একটি প্রধান উপকরণ । একান্নবৰ্ত্তী পরিবার সেই আত্মনির্ভরশীলতা নষ্ট করে। সমাজের লোকের সংখ্যা-বৃদ্ধির চেয়ে গুণবৃদ্ধির দরকার বেশী ; বিশেষতঃ যে-সব দেশে যথেষ্ট বা অত্যধিক লোক ( প্রকৃতিদত্ত জিনিসগুলি ভোগ ব| ভোগ্য উৎপাদনাৰ্থে ব্যবহার করবে পক্ষে ও সমাজগঠনের পক্ষে ), সে-সব দেশে কথাটা বেশী করে খাটে । আমাদের দেশে বিশেষ করে লোকসংখ্য বুদ্ধি অপেক্ষ, তাদের গুণবৃদ্ধির দিকে অধিক নজর দেওয়া উচিত । কি উপায়ে বাল্যবিবাহ বন্ধ করা যায়, বা কি উপায়ে দূষণীয় ধরণের একান্নবর্তিত দুব কব যায়, ব৷ কি উপায়ে আয়ের তুলনায় বৃহৎ পরিবার না হয়, তা এখানে আলোচ্য **ः ।

ব্যাপারটি ভাল করে আলোচনা করা এক বিরাটু ব্যাপার। এইসব দিক থেকে যে সামাজিক স্বাচ্ছদ্যটুকু বাড়ে, তা বেশীর ভাগ সময়ই অপরিমেয় । আমরা এখন শুধু পরিমেয় সামাজিক স্বাচ্ছন্দ্যের কথা আলোচনা করব । অর্থাৎ পরিমেয় সামাজিক আয়, তার বণ্টন, উৎপাদনু ও ভোগ, এইগুলির বিষয়ই বস্ব। এবিষয়ে আরও অনেক বল্বার আছে । আমরা আগেই দেখেছি যে, পরিমেয় সামাজিক আয় সামাজিক স্বাচ্ছদ্য নির্দেশ করে এবং তা ছাড়। পরিমেয় সামাজিক আয় পরিমেয় বলেই তার বৈজ্ঞানিক আলোচনা সম্ভব । সামাজিক আয় ( ১ ) ও তার অস্থিরত ( ২ ), সামাজিক আয়ে দরিদ্রের অংশ (৩) ও সেই অংশের অস্থিরতা (৪)-এখম এই চারিটি জিনিস আমাদের চোখের সামনে রাখতে হবে। কোন কাবণে যদি (১) প্রথমটি বাড়ে এবং অন্যগুলি স্থিৰ থাকে, তা হ’লে সামাজিক স্বাচ্ছদ্য বাড়বে। (২) দ্বিতীয়টি যদি কমে এবং অন্যগুলি স্থির থাকে, তা হ’লে সামাজিক স্বাচ্ছন্য বাড়বে। (৩) তৃতীয়টি যদি বাড়ে ও অন্যগুলি স্থির থাকে, তা হ’লেও ফল ভাই ; এবং (৪) চতুর্থটি যদি কমে এবং অন্যগুলি স্থির থাকে, এমন কি দ্বিতীয়টি যদি সেই সঙ্গে সেই অকুপাতে বাড়েও তা হ'লেও সামাজিক স্বাচ্ছদ্য বাড়বে । কিন্তু কোন কারণ এক সঙ্গে সবগুলিকেই আক্রমণ করতে পারে—এবং তা একভাবে নাও করতে পারে । অর্থাৎ একই কারণে সামাজিক আয় ও তার অস্থিরতার এবং দরিত্রের অংশ ও তার অস্থিরতার বিভিন্নরূপ পরিবত্তম হ’তে পারে। কতকগুলি জিনিস আছে, যাতে স্পষ্টভাবেই সামাজিক আয় বেড়ে যায়। যেমন, আবিদার ( খনি, নূতন দেশ, নূতন প্রাকৃতিক দ্রব্যভাণ্ডার ইত্যাদি ) ও উদ্ভাবনা (যেমন সহজে কাজ হয় বা বেশী কাজ হয় এমন যন্ত্রের উদ্ভাবনা, সামাজিক উৎপাদনা শক্তির অপচয়নিবারণের উপায়-উদ্ভাবন বা স্থপৃঙ্খলা বৃদ্ধির উপায়-উদ্ভাবন, যথা ব্যাঙ্ক-স্থাপন, বা বিশাল কারখান-স্থাপন ইত্যাদি, সমবায় বা যৌথ কারবার, কারখানায় এব ই যন্ত্রের সাহায্যে দুই কিস্তিতে শ্রমজীবী নিয়োগ করে বেশী কাজ আদায় করা ইত্যাদি ) । উৎপাদনের উপকরণ তিনটি—