পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৯

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সখ্যা] , AeM AeMSA SSASAS SSAS SSAS SSAS SSAS SSASASM MAA SAAAAA SAAA AAAAS eSM MS MS AAAAAS AAAAA কিন্তু সে আঘাত গ্রাহ না ক’রেই রতন বললে, “বেশ, মানলুম। কিন্তু তোমার এ কান্নার কারণ কি ?” --“আমি কাদচি কেন, তা জানবার কোন অধিকারই আপনার নেই । ক্ষমা করুন, আর-কিছু আমাকে জিজ্ঞাসা করবেন না, এখন পথ ছেড়ে একটু সরে দাড়ান ।” 够 রতন নিজের উদ্দীপ্ত ক্রোধের আবেগকে দমন ক’রে বিন বাক্যব্যয়ে স্থমিত্রার স্বমুখ থেকে একপাশে সরে গেল, মিত্রার ভাষা আজ আর সে বালিকার কথার মতন তুচ্ছ বলে মনে করতে পারলে না । উনিশ নীচের ঘরে বসে’ বিনয়-বাৰু খবরের কাগজ পড়ছেন, এমন সময়ে মি: চ্যাটে আর-একটি অচেনা ভদ্রলোকের সঙ্গে ঘরের ভিতরে এসে ঢুকূলেন । বিনয়-বাবু খবরের কাগজখানা রেখে বললেন, "আস্কন, মি: চ্যাটো ।”—তার পর জিজ্ঞাসু চোখে আগস্তুকের দিকে তাকালেন। মি: চ্যাটো বললেন, “মিঃ সেন, ইনি আমার বন্ধু শ্ৰীযুক্ত নিবারণচন্দ্র মুখাজী, কলকাতা পুলিসে সি-আই-ডি বিভাগের সব-ইনস্পেক্টর, আপাততঃ আমাদেরই মত এখানে ‘চেঞ্জের জন্তে আছেন। একটি বিশেষ দরকারে আপনার সঙ্গে দেখা করতে এসেছেন।” বিনয়-বাৰু পুলিসকে ভারি ভয় করতেন—বিশেষ সি-আই-ডি বিভাগকে । তিনি একটু ত্রস্ত স্বরে বললেন, *আমার সঙ্গে ওঁর কিসের দরকার ?” মি: চ্যাটো বললেন, “দরকার ও'র নয়—দরকার আপনারই ।” বিনয়-বাবু একটু বিস্মিত হয়ে বললেন, “আমার দরকার ?” —“হ্যা। নিবারণ-বাবুর মুখে এমন একটা কথা শুনলুম, যা আপনার জানা উচিত মনে করি। বিপদ আসবার আগেই সাবধান হওয়া ভালো। তাই একে সঙ্গে ক’রে এনেছি।” বিনয়-বাবুর বিস্ময় তো বাড়ল বটেই, সেই সঙ্গে তার মনে বিলক্ষণ ভয়েরও সঞ্চার হ’ল । যে দিন-কাল পড়েছে বেনে জল A S A S A S A S A S A S A S A S A S A SAS SSAS SSAS S S AAAA S AAA S AAAA S ہ؟--عمر -یہ ہے۔ @సి SS SSAAAS S S S S S S S S S M S M S M S M SAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS কিসে কি হয় কিছুই তো বলা যায় না ! তিনি ব্যস্ত ভাবে বললেন, "বিপদের কথা কি বলছেন, মি: চ্যাটো ? কিসের বিপদ ? আমার বাড়ীতে ডাকাত পড়বে নাকি ?” নিবারণ সহাস্যে দস্তবিকাশ করে বললে, “আপনি অনেকটা আঁচ করতে পেরেছেন দেখছি!" তাড়াতাড়ি চেয়ার ছেড়ে উঠে দাড়িয়ে বিনয়-বাৰু বিবর্ণমুখে বললেন, “বলেন:কি মশাই ?” মি: চ্যাটো তাকে আশ্বাস দিয়ে বললেন, “মিঃ সেন, একেবারে অতটা চঞ্চল হবেন না, আগে সব কথা শুনুন।" বিনয়-বাবু বললেন, “বলেন কি মি: চ্যাটো, এমন কথা শুনে ও চঞ্চল হব না ?" নিবারণ বললে, “মিঃ সেন, আপনার বাড়ীতে বাইরে থেকে ডাকাত পড়বে না, সে-বিষয়ে আপনি নিশ্চিন্ত থাকুন।” - বিনয়-বাবু বললেন, “আপনার কথা আমি ঠিক বুঝতে পারছি না। ডাকাত বাইরে থেকে পড়বে না তো আকাশ থেকে পড়বে মশাই ?” নিবারণ দ্বিতীয়বার দন্তবিকাশ করে বললে, “ব্যাপার অনেকটা সেই-রকমই বটে। আপনার বাড়ীতে বাইরে থেকে ডাকাত এইজন্যে পড়বে না যে বাড়ীর ভিতরেই আপনি ডাকাত পুষে রেখেছেন।” میو বিনয়-বাৰু ভ্যাবাচ্যাক খেয়ে বললেন, “বাড়ীর ভিতরে আমি ডাকাত পুষে রেখেচি! কী বলছেন আপনি ?” —“আমি ঠিক কথাই বলছি। ডাকাত আপনার বাড়ীর ভিতবেই আছে ।” —“কে সে ?” —*রতন ।” * বিনয়-বাবু ভাবলেন, তিনি ভুল নাম শুনলেন। তাই আবার স্থধোলেন, “কি বললেন ?” —*রতন ।” এবারে বিনয়-বাবু উচ্চস্বরে হাস্য না ক’রে পারলেন না। হাসতে হাসতে তিনি বললেন, “মশাই, রতনকে যদি ডাকাত বলেন, তাহলে আমাকে আপনি গুও বললেও আমি কিছুমাত্র আপত্তি প্রকাশ করব না।” :