পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্থল পাকৃড়াশী ইনসটিটিউশন ইতিপূৰ্ব্বে কয়েকবার এই বিদ্যালয়ের ছাত্র বাজসাহী বিভাগে এবং পাবনা জেলায় ম্যাট্রিকুলেশন ও প্রবেশিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করিয়াছে । বৰ্ত্তমানে এই বিদ্যালয়ের যে ছাত্র ম্যাটিকুলেশন পরীক্ষায় প্রথম স্থান অধিকার করে তাঞ্ছাকে “দুৰ্গানাথ পাকুড়াশী বৃত্তি" দেওয়া হয়। অদূর ভবিষ্যতে কৃষি ও শিল্প শিক্ষার বন্দোবস্ত করিবার জন্য কর্তৃপক্ষ প্রস্তুত হইতেছেন । স্ত্রী-শিক্ষা এবং গৃহশিল্প ইংরেজী সনে স্বৰ্গীয় ব্রজেন্দ্রলাল পাকুড়াশী মহাশয়ের স্মৃতিতে গ্রামে একটি বালিকা-বিদ্যালয় স্থাপিত হয় । বিদ্যালয়টি জেলা বোর্ডের সাহায্য পাইয়া স্ত্রী-শিক্ষার প্রসার করিয়া আসিতেছে । ইহা ছাড়া নিজ নিজ গৃহে অমুশীলন দ্বারা গ্রামস্থ অনেক ভদ্রমহিলা হোমিওপ্যাথিক গৃহচিকিৎসা, ধাত্রীবিদ্যা, স্থতাকাটা, সেলাইয়ের কাজ, কাপেটের কাজ প্রভৃতি গৃহশিল্পে পারদর্শী গুইয়া Տ Ջ ՖՀ প্রবাসী—পৌষ, ১৩৩e. SSAS A SAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAMMAMAAAS AAASASAAAAASA SAASAASSAAAAAAS A SAS SSAS SSAS SSAS SSAS [ ২৩শ ভাগ, ২য় খণ্ড ছেন। সমবায় পদ্ধতিতে মহিলাদিগের মধ্যে কুটীরশিল্প প্রচলনের ব্যবস্থা হইতেছে। শোভারাম বিদ্যাপীঠ ইং ১৯১৮ সনে জমিদারগণ পূৰ্ব্বপুরুষের স্মৃতিতে স্থল শোভারাম চতুষ্পাঠী নামে একটি টোল স্থাপন করিয়া সুন্দর গৃহ ও স্বশিক্ষিত অধ্যাপক সহ নির্দিষ্ট ব্যয়: নিৰ্ব্বাহের ব্যবস্থা করিয়া দিয়াছেন । এই বিদ্যালয়ে বর্তমানে ২০1২২টি ছাত্র অধ্যয়ন করিতেছে । পরিচালন-সমিতি এই বিদ্যালযে আয়ুৰ্ব্বেদ শাস্ত্র প্রভৃতি শিক্ষার ব্যবস্থা করিয়া একটি আধুনিক বিদ্যাপীঠ গড়িয়া তুলিবার সংকল্প করিয়াছেন। অন্যান্য নানা বিদ্যালয় প্রাথমিক শিক্ষার জন্য গ্রামে দুইটি अ८ञ्जञ्जलांळ वांलिक-विलोकनग्न প্রাইমারী স্কুল আছে । নৈশ বিদ্যালয় স্থাপন করিবারও চেষ্ট হইতেছে। ইংরেজী ১৯৯২ সনে ইয়ংম্যানস অ্যাসোসিয়েশন নামে একটি সমিতি গ্রামে গঠিত হইয়াছিল। গ্রন্থশালা সহ খেলার ব্যবস্থা ও গ্রামের হিতাঙ্গুষ্ঠানের ভার গ্রহণ করিয়া এই সমিতি উত্তম কাৰ্য্য দেখাইয়াছে। লাই