পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্য। ] ব্রেরী ও পাঠাগার সহ “স্থল বাণীমন্দির" নামে একটি ক্লাব রেজেস্ত্রী করিয়া স্থাপন করা হইয়াছে । স্থল-সমাজ পত্রিকা গত ৮ বৎসর যাবৎ কলেজের ছাত্রগণ গ্রীষ্ম ও পূজা-অবকাশে “স্থল-সমাজ” নামে একখানি সচিত্র যাশ্মাসিক পত্রিক প্রকাশ করিতেছেন । শারদীয় সম্মিলন প্রতিবৎসর পূজার সময় গ্রামবাসীদিগের একটি শারদীয় সম্মিলন হয় । তদুপলক্ষে যুবকগণ আবৃত্তি, স্তোত্র পাঠ, গানবাজন। ও কৌতুকাভিনয় করে । নাট্য-সমাজ বাঙ্গলা ১২৮৫ সনে “স্থল আদি আর্য্য রঙ্গভূমি” নামে একটি নাট্য-সম্প্রদায় স্থাপিত হয় । তদবধি এই রঙ্গমঞ্চে রাজা ও রাণী, প্রতাপাদিত্য, জন, সাজাহান, পাণ্ডবগৌরব, বলিদান প্রভৃতি প্রসিদ্ধ নাটক স্বচারুরূপে অভিনীত হইয়াছে । বৰ্ত্তমানে প্রতিবৎসরই গ্রীষ্ম ও পূজাঅবকাশে অভিনয় করা হয়। পীত বাদ্য প্রভূতি কলা-বিদ্যায় গ্রামে অনেকেই বিশেষ পারদর্শিতা লাভ করিয়াছেন । ভরা বর্ষায় বড়কুমের দৃপ্ত একটি আদর্শ গ্রাম రిసిగి স্থল শোভাবাম চতুষ্পাঠী সভা সমিতি প্রভৃতির অধিবেশন জন্য কোনও পাবলিক হল নাই বটে, কিন্তু জমিদার-বাটতে চারটি বৃহৎ নাটমন্দিব আছে । তাহারাই অনুগ্রহপূর্বক সভাসমিতির অধিবেশন, বক্তৃত ও নাট্যাভিনয়, প্রভৃতি উপলক্ষে স্থান-দান ও অন্যান্ত সাহায্য করিয়া থাকেন । ভবিষ্যতে বাণী-মন্দিরে সভা-সমিতি ও বক্তৃতার স্থান রাখার ব্যবস্থা হইবে। স্বাস্থ্য সংক্রান্ত বিবরণ সাধারণ স্বাস্থ্য গ্রামে স্বাস্থ্য সাধারণতঃ ভাল থাকে। ঋতু-বিশেষে জর ও সংক্রমিক রোগের সাময়িক আক্রমণ দেখা যায় মাত্র । পুৰ্ব্বেই বলা হইয়াছে গ্রামে বিশুদ্ধ বায়ুব অভাব হয় না । সৰ্ব্বসমেত গ্রামে পাঁচটি পুকুর আছে, তন্মধ্যে গ্রামের মধ্যস্থলে অবস্থিত “বড় কুম" একটি বৃহৎ দীঘি । সাধারণে এই স্থানের জলই সদাসৰ্ব্বদা ব্যবহার করে। গ্রামটি বঙ্গের নিম্নভূমিতে অবস্থিত । কাজেই প্রতিবৎসর বর্ষার প্লাবনে ধৌত হইয়া যায়। সে-সময়ে পুকুরগুলিও জলমগ্ন হইয়া পড়ে। এই সময়ে বড়কুমের যে মনোরম দৃত হয় তাহার চিত্র দেওয়া হইল। !