পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩য় সংখ্যা ] কাজে কাল কাটাইয়া দেন। কিন্তু বাস্তবিক নিজ নিজ গৃহকৰ্ম্ম ত আজকালকার অভাবের দিনে অনেকেই করেন, তা-ছাড়া পরের কাজ ও যে করেন, তাহার প্রমাণ ১০ই নবেম্বরের টাইমস্ এডুকেশান্তাল সাপ্লিমেণ্ট, দেখিতে পাই – ০ “ডেম্‌ মেরিয়েল ট্যালবট, ব্রিটিশ উপনিবেশসমুহের নারীসমিতির ভার প্রাপ্ত কৰ্ম্মচারী । তিনি লণ্ডনে অষ্ট্রেলিয়ানদের কোনো সভায় অতিথিরূপে আসিয়া বলিয়াছিলেন, যে, যদিও ইংলণ্ডে চাকরচাকরানীর অত্যন্ত অভাব দেখা যায়, তবু উপনিবেশসমুহের অভাবের তুলনায় তাহা কিছুই নহে। তিনি বলেন, পনেরটি ইংরেজ বালিকা শীঘ্রই সমুদ্রপারে চাকরানীর কাজ করিতে যাইবেন, ইহার সকল দিকু দিয়াই ইংরেজ রমণীদের গৌরবের বস্ব । ইহাদের মধ্যে অনেকে বিশ্ববিদ্যালয়ের চেণ্টেনহ্যাম ও গার্টন্‌-কুলেজের ছাত্রী। দেশে ইহাদের কার্য্যক্ষেত্র নাই বলিয়া ইহারা বিদেশে যাইতেছেন।” songs অধ্যাপক যাদবচন্দ্র চক্রবক্তা গত অগ্রহায়ণ মাসে, বাংলা ও ইংরেজী পাটীগণিতের প্রণেতা বলিয়। বাংলা এবং আগ্র-অযোধ্য প্রদেশে সুপরিচিত অধ্যাপক যাদবচন্দ্র চক্রবর্তী মহাশয়ের মৃত্যু হইয়াছে। তিনি এম্-এ পাস করিবার পর কলিকাতায় পিটিকলেজে গণিতের অধ্যাপক নিযুক্ত হন। সেখান হইতে তিনি আলিগড় কলেজের গণিতের অধ্যাপক হইয় যান। আলিগড়ে তিনি আটাশ বৎসর দক্ষতার সহিত কাজ করিয়া হিন্দুমুসলমান সকলের প্রীতি অর্জন করেন ও যশস্বী হন। অনেক নামজাদ ও বিদ্বান মুসলমান র্তাহার ছাত্র। র্তাহীদের মধ্যে প্রসিদ্ধ মৌলানা শোকৎ আলি ও মৌলানা মহম্মদ আলি অন্যতম। যাদববাবুকে বাল্যকালে কঠোর দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করিতে হইয়াছিল। মৈমনসিংহে যখন তিনি এক আত্মীয়ের • বাসায় আশ্রয় পাইয়ু হার্ডিং মিডল স্কুলে ভৰ্ত্তি হন, তখন তাহার বয়স বার বৎসর। সেই বয়সে অারে। কয়েকটি ছাত্রের সঙ্গে পালা করিয়া তাহীকে সেই বিবিধ প্রসঙ্গ—শ্ৰীযুক্ত পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় യ്ക്കോ-ബ 8&t SAMA SAMA MAAA AAAA SAAAAA MA AMAM MAMMM MA AeMA MMAMMAeeAeAeeAeeeeee eee eeeeeMAASAAAA অধ্যাপক যাদবচন্দ্র চক্ৰবৰ্ত্ত আ গ্রীয়ের বাসায় সমস্ত পরিবারের রন্ধন করিতে হইত। ১৫ বৎসর বয়সে তাহার পিতার মৃত্যু হয়। তখন সংগ্রাম কঠোরতর হইয় উঠে। দুটি ভাই, দুটি ভগিনী, ও মাতা, পাঁচজনের ভার তাহার উপর পড়ে । যাহা হউক, তিনি বহুকষ্টে ছাত্রবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হইয়৷ মাসিক চারি টাকা বৃত্তি পান। তাহার পর অবৈতনিক ছাত্র হইয়া ও গৃহশিক্ষকতা করিয়ু। তিনি কঠোর শ্রম দ্বারা এণ্টেন্‌স পরীক্ষায় উত্তীর্ণ হন ও ১৫২ টাকা বৃত্তি পান। ইহার পরও বরাবর বৃত্তি পাইয়। তিনি এম্-এ পর্য্যস্ত পাস করেন । “শেষ জীবনে সম্পদূলক্ষ্মীর আশীৰ্ব্বাদ পাইয়। তিনি দরিদ্রেব দুঃখমোচনে চিরযত্নবান ছিলেন । তাহার প্রণীত পাঠ্যপুস্তকগুলি তিনি প্রার্থ যে-কোন গরীব ছাত্রকে বিনামূল্যে দান করিতেন ।” মৃত্যুকালে তাহার বয়স ৬৯ বৎসর হইয়াছিল। শ্ৰীযুক্ত পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায় ংবাদপত্রলেখক শ্ৰীযুক্ত পাচকড়ি বন্দ্যোপাধ্যায়ের খুব লিপিদক্ষতা ছিল। তিনি বাংলা, ইংরেজী, ও