পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8ፃ¢ নিৰ্ব্বাচিত সভ্য ; সাধারণতঃ অপেক্ষাকৃত অল্পবয়স্ক উদীয়মান রাজনৈতিকরাই এই আণ্ডার-সেক্রেটারীর পদ পেয়ে থাকেন ; পালামেণ্টারী আণ্ডার সেক্রেটারীর ‘মিনিষ্ট্রি’ নামে আয়তনে অপেক্ষাকৃত বড় মন্ত্রীসভার সভ্য, তবে তারা ক্যাবিনেটের অন্তভূর্ত নন ; মিনিষ্ট্রি প্রধানতঃ ক্যাবিনেটের সভ্যদের ও এই শ্রেণীর আগুlরসেক্রেটারীদের নিয়ে গড়া ; ক্যাবিনেটের সভ্যেরা শাসন নীতি নিৰ্দ্ধারণ করেন, মিনিষ্ট্রির অপর সভ্যেরা সেই নীতি অনুসারে কাজ করেন ; মৃতরাং পালামেণ্টারী অণ্ডাবুসেক্রেটারীকে বিভাগের কাজকৰ্ম্মও কিছু দেখতে শুনতে হয় ; কিন্তু তার প্রধান কাজ হ’ল তিনি পালামেন্টের লর্ডস বা কমন্স, যে সভা বা হাউসের সভ্য তার কৰ্ত্তার ( বা ক্যাবিনেট মন্ত্রীর ) হয়ে সেখানে জবাবদিহি কর । witHits; st:RE-Hssa ( Secretary of State ) ক্যাবিনেটু সভার সভ্য ; তিনি কমন্সের লোক হলে লর্ডসে বসতে পারেন না। সে-ক্ষেত্রে একজন লর্ডস সভার সভ্য র্তার আণ্ডাবু-সেক্রেটারী বা সহকারী হয়ে সেখানে তার বিভাগের জন্য জবাবদিহি করেন । কিন্তু কোন লর্ড, ভারত-সচিব বা তার সহকারী হলে তিনি দরকারমত উভয় সভাতেই বলতে পারেন। পালামেণ্টারী আণ্ডাবু-সেক্রেটারীরা পালামেণ্ট, অর্থাৎ স্থায়ী আণ্ডাবুসেক্রেটারীদের থেকে বিভিন্ন ; দ্বিতীয়োক্তর কোন পার্টি বা দলের লোক নন, সুতরাং মন্ত্রীদের পদত্যাগের সঙ্গে সঙ্গে এ শ্রেণীর সহকারীদের পদত্যাগ করতে হয় না ; এরা মন্ত্রীদের অধীনে এক এক বিভাগে স্থায়ীভাবে নিযুক্ত কৰ্ম্মচারী । ক্যাবিনেটের মন্ত্রীর নিজ নিজ বিভাগের জন্য পালামেণ্ট তথা দেশের কাছে দায়ী ; কিন্তু গভর্ণমেণ্টের সাধারণ নীতির জন্য তারা সকলে এক যোগে দায়ী ; দ্বিতীয় প্রকারের দায়িত্ব প্রথাই ক্রমে বাড়তে দেখা যাচ্ছে—সেট। কতকটা ক্ষমতাপ্রাপ বিভিন্ন রাজনৈতিক দলের একতা রাখার চেষ্টা হ’তেই জাত । ভারতের প্রাদেশিক মন্ত্ৰীসভা বা ক্যাবিনেটে দুরকম সভ্য আছেন, এক রকম হলেন কাউন্সিলার (Executive Councillor) at: o żow on waxlii (popular প্রবাসী—মাঘ, ১৩৩• . AAAAAAAS AAAAAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS SSAS A SAS A SAS SSAS A SAS AAAA S ( २७* ऊां★, २ग्न पंe Minister)। প্রথমোক্তর গভর্ণমেণ্ট-পক্ষীয় মন্ত্রী, তাদের আমরা পারিষদ বলতে পারি। জনমন্ত্রীদের হাতে যে বিভাগগুলি ছেড়ে দেওয়া হয়েছে, সেগুলি হ'ল শিক্ষা স্বাস্থ্য স্থানীয় স্বায়ত্তশাসন পল্লীসমিতি শিল্প ও আবগারী । এগুলিকে হস্তান্তরিত (Transferred) বিষয় বলা হয়েছে । আর গবর্ণমেণ্টের পরিষদদের হাতে যে বিষয়গুলি রইল সেগুলি—আইন বিচার পুলিস ও রাজস্ব বিভাগ। এদের রক্ষিত ( Reserved) নাম দেওয়া হয়েছে। প্রাদেশিক ক্যাবিনেট বা যুগল-সভাগুলিতে যদি গভর্ণমেণ্ট-পক্ষীয় অংশে বিলাতী পরিষদ ( Councillor ) হন একজন, দেশী পারিষদও হবেন একজন ; আর দেশী আধখানাতেও মোট পরিষদদের সংখ্যার ‘পাষাণ ভঙিতে দুজন জনমন্ত্রী নিয়োগ করার চেষ্টা সাধারণতঃ করা হয় ; বৰ্ত্তমানে বাংলার শাসন পরিষদে ( Executive Council) চারজন সভ্য আছেন ; এর মধ্যে দুজন ইংরেজ অfর দুজন বাঙালী ; আর জন-মন্ত্রী তিন জন নেওয়া হয়েছে ; গভর্ণর পরিষদ ও জনমন্ত্রী-সভা এই দুইএর মাঝামাঝি এবং কার্য্যতঃ উপরে অধিষ্ঠান করছেন । পূর্বেই বলা হয়েছে রক্ষিত (Reserved) বিষয়ের জন্য গভর্ণর বিলাতের পাল নেণ্টের কাছে দায়ী ; যদি কোন রক্ষিত বিষয়ে আইন-স ভ টাকা মধুর না করেন বা কমিয়ে দেন আর তাতে যদি ঐ বিভাগের কার্য্যকুশলতার হানি হওয়ার আtশঙ্ক থাকে তে গভর্ণর আইনসভার মতের বিরুদ্ধে টাকা দিতে পারেন । শাসনসংস্কর আইন বা ইণ্ডিয়া অ্যাক্টের নির্দেশ অনুসারে এই ক্ষমতা শুধু নামে মাত্র গভর্ণরের নেই, তিনি দরকার বুঝলে এর রীতিমত ব্যবহার করতে পারেন । বঙ্গীয় আইন-সভার শীতের অধিবেশনগুলির শেষে গ্রীষ্মাবকাশের পূৰ্ব্বে সভ্যভঙ্গের ঘোষণকালে গভর্ণর লর্ড, রোনাল্ড শে সংরক্ষিত পুলিস প্রভৃতি বিভাগে আইনসভা ২৩ লক্ষ টাকা বাজেটে কমানতে গভর্ণরের ক্ষমতার বিষয়ে দুচার কথা বলেন । অবশ্য জনমস্ত্রীদের উপর দ্যস্ত বিভাগে সভা টাকা না দিলে মন্ত্রীরা যদি বুঝেন যে ঐ টাকার অভাবে তাদের বিভাগের কাজ চালান অসম্ভব হবে, তা হলে তারা তাদের দায়িত্ব সভার ঘাডে