পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০৫

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪ল্প সংখ্যা } আছে। এই জাতীয় রেখাগুলি সাধারণতঃ সৰ্ব্বদাই নিম্নগামী হয় । সমাজের সব লোকের ভোগ্য-বিশেষ কিন্‌বার ইচ্ছা নির্দেশক রেখাগুলি উপরি উপরি বসালে একট। গড়ে বাজারের (অর্থাৎ বাজারে যারা কিনতে যায় তাদের একত্র ) বনবার ইচ্ছা নির্দেশক রেখা পাওয়া যায় । এমন লোকও এদিক্‌ ওদিক্‌ দুচার জন থাকে যারা দাম বেশী কম দিতে ইচ্ছুক হয় ; কিন্তু সাধারণ ভাবে বাজারের সকল খরিদারের ইচ্ছা নির্দেশক একটা রেখা পাওয়া যায়। কেউ যেন না ভাবেন, যে, বাস্তব জীবনে রেখা টেনে কাজ হয়। দর-দস্তুর করা বা বেশী দাম মনে হলে না-কেনা ইত্যাদির ভিতর দিয়েই বাজার (অর্থাৎ ক্রেতাসমষ্টি) তার কিনবার ইচ্ছা জানিয়ে দেয়। কেবল বুঝবার স্ববিধার জন্যে আমরা সেই ইচ্ছাকে একে দেখাবার চেষ্টা করছি। এখন বিক্রেতার দিকটা দেখা যাক। বেচ বার ইচ্ছার যদি একটা ছবি আঁকা যায় তা হলে তাঁর আকৃতি নানা প্রকার হতে পারে। কোনো কোনো জিনিস একই দরে যে-কোনো পরিমাণে সরবরাহ করা যায়। কোনো কোনো জিনিসের দর, যতই পরিমাণ বাড়ে, ততই বেড়ে যায় ; আবার কোনো কোনোটির দর পরিমাণের সঙ্গে কমে যায় । তার কারণ জিনিস তৈরী কবৃতে খরচ কি হয় তা সেই জিনিসের পরিমাণের উপর নির্ভর করে । হয়ত ১ লক্ষ মণ ধান উৎপাদন করতে যা খরচ হয়, চাষযোগ্য জমি কমে এলে ২ লক্ষ মণ করতে তার তিন গুণ খরচ হয়। ১০ ০ মণ মাছ ধরতে যা কষ্ট বা খরচ ২০০ মণ ধরতে তার ৪ গুণ খরচ বা কষ্ট হতে পারে। আবার ক-পরিমাণ গ্যাস, সুচ, স্থত, ছুরিকাচি, শিশি বোতল, তৈরী করতে যা সামাজিক আtয়বৃদ্ধির আয়োজন উৎপাদন করা হয় বা যে-সব ভোগ্য উৎপাদনে আনুষঙ্গিক দ্রব্য অনেক কিছু উৎপাদিত হয়, (যেমন গ্যাসের আনুষঙ্গিক দ্রব্য, কোক কয়লা, আলকাংরা ইত্যাদি ) বা যেখানে শ্রমবিভাগে কাজ সহজ হয়ে আসে এবং তার ক্ষেত্র আছে, সেইসব স্থলে উৎপাদন উত্তরে।ত্তর সহজ হয়ে আসে ; অর্থাৎ ভোগ্যের পরিমাণ যতই বেশী হয় বা কারবারের আয়তন যতই বাড়ে, ততই প্রতি ভোগ্যের এককে ( unitএ ) উৎপাদনের খরচ কম হয় । আবার কোনো কোনো ক্ষেত্রে কম বেশী যাই হেকৈ খরচ সমান হারে হয় । ধে-সব ব্যবসাতে থবচ ক্রমে বেড়ে যায়, সেগুলিকে ক্রমশ৪-বর্জনশীল খরচের ব্যবসার বল চলে ; যেমন কোনো কোনো প্রকার চাষ বাস জাতীয় ব্যবসায় । আবাব যে-সব ব্যবসাতে খরচ ক্রমে কমে আসে, সেগুলিকে ক্রমশঙ-বিলীক্ৰমাল খরচের ব্যবসার বলা চলে (যেমন কারখানার প্রস্তুত প্রায় সব জিনিসই, বিশেষ করে? যেগুলিতে ? কুতিজাত অসংস্কৃত উপকরণের খরচই সব খরচের বেশীর ভাগ নয়)। আবার অন্য ব্যবসায় আছে যাতে খরচ জিনিসের পরিমাণের সঙ্গে বদলায় না । এগুলি স্থি স্থা খরচেক্স ব্যবসনাক্স । এখণ, খরচ হয় তার চারগুণ করতে গেলে খরচ চারগুশের কম হতে পারে । কারণ প্রকৃতির কাছ থেকে ভোগ্য আদায় ( বা আহরণ) যেখানে হয় সেখানে ভোগ্যের পরিমাণের তুলনায় চেষ্টার ( কষ্ট বা খরচের ) পরিমাণ উত্তরোত্তর বেশী হারে বেড়ে চলে । আবার যন্ত্রের সাহায্যে যেখানে ভোগ্য পরিমাণ বেসবার ইচ্ছার রেখ নির্ভর করে ভোগ্যের উৎপাদন কোন নিয়মের অধীন, তার উপর । স্থির খরচের ব্যবসায়ে যে-সব ভোগ্য উৎপাদিত হয়, সেইসব ভোগ্য যে-কোনো পরিমাণেই হোক না কেন সরবরাহ করতে দং