পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৪

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫২৮ AMMAMA AMA AMAMAMMMMAAA AAAA AAAA AAAA AAAAMAAMJMSAMAMMMMAMAMAMMMMMJJAMMAAAA SAMe MAMMAeA AAAA AAAA AMAMAMAAAS

  • . *. .حمایید

অস্তুত ফড়িং—চিত্রকরের খেয়াল-খুসির চিত্র অঙ্কনকেও পরাজিত করিয়াছে। ইনি ব্রেঞ্জিলে গাছে গাছে লtফtহয় বেড়ান বিশেষভাবে দেখিতে হইলে অণুবীক্ষণের প্রয়োজন। কয়েক প্রকার গাছ-ফড়িং আছে তাহদের দেখতে অপরূপ। এইরকম কয়েকটি ফড়িংএর মডেল নিৰ্ম্মাণ করা হইয়াছে। মডেলগুলি মোমেব এবং সেগুলি নিউ-ইয়র্কের এক যাদুঘবে রক্ষিত আছে । এই মোমের ফড়িংগুলি দেখিবার জিনিষ, কারণ এত বড় করিয়। এ-পর্য্যস্ত কেহ ইহাদের মডেল নিৰ্ম্মাণ করেন নাই । এই মডেল দেখিয়া ইহাদের দেহের অতি অস্তুত এবং বিচিত্র গঠনের এবং অঙ্গ-প্রত্যঙ্গেব পবিচয় পাওয়া যায়। এই মডেলগুলি কীট-জগতের অনেক নুতন খবর দিবে। ফড়িংর গাছের এবং পাতার রস থাইয। দিন যাপন করে । তাহীদের একপ্রকার সরু লম্বা ঠোঁট আছে । এই ঠোঁটে কতকগুলি কুচি আছে । গরমদেশের ফড়িংদের এই কুটিগুলি বহু বর্ণের হয়। ইহাদেব চাবিটি চোখ, দুটি বড় বড় এবং নীচে দুটি ছোট। ফড়িংদেব চাটনি ক্লান্ত এবং অবসয় । অনেক ফড়িংএর চোখেব এবং মাথার নীচে একটি দাগ থাকে, তাহাতে ফড়িংবাবুকে চশম-পরা বলিয়া মনে হয় । ইহাদের ডানাও চারিটি, দুটি বাহিরের দিকে এবং দুটি ভিতরের দিকে । বাহিরের ডানাদুটি ছোট এবং স্বচ্ছ, অস্ক দুটি পাuমেণ্টেব মত । পিছনেব পা ছুটি সাম্নের প৷ অপেক্ষ লম্বা এবং এই পায়ের সাহায্যেই ফড়িং তাহার শরীরের তুলনায় খুব উচুতে লাফাইতে পারে। অদ্ভুত ফড়িং—ইনিও ব্ৰেজিলে গাছে গাছে লাফাইয় বেড়ান এই-সব ফড়িদের বক্ষস্থলের গঠন অতি অদ্ভুত। একটু বড় হইলে অনেক প্রকার ফড়িংএব বক্ষ হইতে একটি শিং বাহির হয় - এই শিং আকারে প্রকারে এমন বিদূকুটে যে প্রাণিতত্ত্ববিদের ইহীদের গঠন এবং বৰ্দ্ধন কেমনভাবে হয়, তাহ অনেক সময় কোনো বকমেই বুঝিতে পারেন না। এই-সব অদ্ভুত শিং দেপিলে পুৰ্বকালেব প্রস্তরীভূত অনেক স্তন্যপায়ী জন্তুদের শিংএর কথা মনে হয় । দক্ষিণ এবং মধ্য আমেরিকাব ফড়িংদের মধ্যে এইরকম বেশী দেখা যায় । কোনো-প্রকার ফড়িংএর পিঠেব উপবভাগ দাড়ি কমাইবীব ক্ষুবের মতন । কোনো ফড়িংএর শিং লম্ব ওtহার ডগায় একটি বল আছে, কোনোটি তলোয়ারের মতন আবার কোনোটি বা ছোরার মতন । বত রকমের হয় তাহাব সংখ্য কর। शृष्ट्रि नं ! অনেক প্রকার ফড়িংএর গড়নের দৈনিক পরিবর্তন হয় । অঞ্জ হয়ত ৬াহ'র ডান নাই, কাল সকালে দেখিব তাহীর দুইটি ডন গজাইয়াছে, পরশু দেখিব তাহার একটি শিংও হইয়াছে । কবে যে কি নুগুন পরিবর্তন হইবে, তাহ কেহ বলিতে পরিবে না। ছবির নীচে কয়েকটি ফড়িংএর পরিচয় দেওয়া হইল। এই ছবিগুলি হাজার হাজার বিভিন্ন ফড়িংএর মাত্র চারটির উদাহরণ । হেমন্ত চট্টোপাধ্যায়