পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৪৬

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●●● സസ്പെസ്സ്പ്രസ്സ്.-ുണ്.ണ്.ണപ് গ্রাম বিবেকানন্দ রাজা-রামমোহন ও হজরত মহম্মদ বিষয়ে দুই-একটি কথা বলা হইয়াছে। কিন্তু কোন কোন ঘটনা ঐতিহাসিক নহে । তিনি লিখিয়াছেন - এই উক্তিটি যীশুর-'হে পিতঃ, এই অবোধের কি করিতেছে তাহ জানে না । আপনি ইহাদিগকে ক্ষম করুন।' (পৃ ১৯• )। র্যাহার:বাইবেল-শাস্ত্রে অভিজ্ঞ তাহারা সকলেই বলেন এই অংশ যীশুর উক্তি নহে ; এই অংশ প্রক্ষিপ্ত। ইংরেজী বাইবেলের নুতন সংস্করণেও ইহা স্বীকৃত হইয়াছে। গ্রন্থে এই-প্রকার আরও ভুল আছে। মহেশচন্দ্র ঘোষ পাথরের দীম-শ্ৰী মাণিক ভট্টাচাৰ্য্য, বি-এ, বি-টি, প্রণীত । গুরুদাস চট্টোপাধ্যায় এও সঙ্গ—আট আনা সংস্করণ। আশ্বিন ১৩৬e । মাণিক-বাবুর গল্পগুলির রচনা বেশ ঝরঝরে তক্তকে। সকলেরই পড়িতে ভাল লাগিব । বইখানির বাধাই এবং ছাপা খারাপ। বেড়াল ঠাকুরবি—ঞ্জ বিভূতিভূষণ গুপ্ত প্রণীত । এস্, সি, সরকার এও সঙ্গ, ৯.২এ, হারিসন রোড, কলিকাতা । দাম পাঁচসিক । $రిరిa | ब्ररौठानार्थ ब३१ॉनिग्न छूभिकांग्न लिशिग्रांtछ्न-“७४लि•••Gधष्ठिनिtनद्र ঘরকল্পার হাড়ি-কুড়ির অস্তরের কথা ... এই গল্পগুলির যে চেহারা পাওয়া যায় তাহার বিশেষ রস আছে এবং তাহ বিশেষভাবে আলোচনা কিরিয়া দেখিবার যোগ্য ।” আমাদের দেশের রূপকথার সংখ্যা প্রচুর, কিন্তু তাহী ক্রমশ: লেপ পাইতেছে। বিভূতি-বাবু কতকগুলি রূপকথাকে পুস্তকাকারে প্রকাশ করিয়া সকলের ধন্যবাদার্থ হইয়াছেন। যদিও এই বইটি ছোট ছেলেমেয়েদের জন্ত লেখা, তবুও বুড়ীরাও এ বইখানি পড়িয়া সুখ পাইবেন। বইখানির ছাপা বাধাই এবং কাগজ সবই খুব চমৎকার হইয়াছে। বইখানির ছবিগুলিও বেশ হইয়াছে, তবে মাঝে মাঝে দু-একটি ছবি বড় অস্পষ্ট হইয়াছে। বইখানির বহুল প্রচার হইবে আশা করি । উপহার দিবীর পক্ষে বইখানি খুব উপযোগী হইয়াছে। গ্রন্থকীট মরীচিকা—শ্ৰী খগেন্দ্রনাথ বক্স, কাব্যবিনোদ প্রণীত । ঐ সতীশচন্দ্র মুখোপাধ্যার কর্তৃক দৌলতপুর হইতে প্রকাশিত। পৃ: ১০৩। মুল্য আট আন । ১৩৩• । ছোট গল্পের বই। বইখানিতে সাতটি ছোট গল্প আছে, যথা :– ( ১) প্রত্যাবর্তন, (২) আমিন, (৩) মৃত্যু-মিলন, ( s ) কৰ্ত্তব্যের ডাক্ষ, ( e ) হরিশ ডাক্তার, (৬) রক্তের লিখন, (৭) বিধবা । গল্পগুলি আমাদের ভালো লাগিয়াছে । প্রবাসী—মাঘ, ১৩৩০ [ २७° उीन, २ग्न थ७

  • जांबली ( नक्लिष्य )-छक ब्रांशङ्कक भ* श्रेष्ठ चाबी মহাদেবানন্দ কর্তৃক প্রকাশিত। মূল্য ॥v• আনা । পৃ: ১৩৩ । ১৩২৯ । ঢাকার রামকৃষ্ণ মঠ স্বামী প্রেমানদের উদ্যোগেই প্রতিষ্ঠিত श्ग्र । यांशैछौ मांथांब्रtभंब्र अांशांकिक मछल-कांसमींद्र ऊँiशंब्र विधब्र শিষ্যগণের নিকট যে-সকল পত্র লিখিয়াছেন, এই পুঙ্গকখানিক্তে.সেই পত্রের কয়েকখানি সন্নিবেশিত হইয়াছে । বইখানিতে অনেক উপদেশপুর্ণ কথা আছে।

স্বৰ্গীয় নীলরতন মুখোপাধ্যায়-জীবনী-এ জনীকান্ত চট্টোপাধ্যায় প্রণীত। এ বিভূতিভূষণ বন্ধ্যোপাধ্যায় কর্তৃক প্রকাশিত। মূল্য আট আনা । পৃ: ৮৬ ৷ ১৩৩• । স্বৰ্গীর নীলরতন-বাৰু নানাস্থানে শিক্ষকতা করিয়াছেন। উহার জনৈক শিক্ষক-বন্ধু কর্তৃক এই পুস্তক লিখিত হইয়াছে। নীলরতন-বাৰু চওঁীদাসের বহু অনাবিষ্কৃত পদাবলী আবিষ্কার ও সম্পাদন করিয়া বিশেষ যশস্বী হইয়াছিলেন । - স্বাধীনতার স্বরূপ—ঐ প্রিয়কুমার গোস্বামী প্রণীত। খ্ৰী হিমাংশুকুমার রায় কর্তৃক ঢাকা সরস্বতী লাইব্রেরী হইতে প্রকাশিত। পৃঃ ৯৯ ৷ মূল্য বারে আন । ১৩৩• । वांभांरमञ cमट*ञ्च वर्डभांन श्रदइग्न socialism यl मां★र्दछलैौन সাম্য-সমাজের কোন সম্ভাবনা আছে কি না—গ্রন্থকার তাঁহাই আলোচনা করিয়াছেন। গ্রন্থকারের ভাষা অতি সরল । পুস্তকখালি সাধারণের পক্ষে মুখৰেtধ্য হইয়াছে। &ष्ठोंड মাদারিপুর পাব্লিক লাইব্রেরির ১৯২২-২৩ সালের কার্য্য বিবরণী । ঢাকা বিভাগে যে তিনটি পুস্তকালয় সরকারী রিপোর্টে প্রশংসালাভ করিয়াছে। তাহার দুটি ঢাকানগরে অবস্থিত, এবং মাদারীপুর লাইব্রেরি তাহদের অন্ততম। এই হিতকর অনুষ্ঠানটির অক্লান্তকৰ্ম্ম নীরব সেবক শ্ৰীযুক্ত ভুবনেশ্বর সেন, বি-এল। লাইব্রেরির হলগৃহটি স্বন্দর, তাহাতে বসিয়া পড়া শুনা করার স্বন্দোৱন্ত । আছে । এখানে মধ্যে মধ্যে নানা বিষয়ে বক্তৃত হইয়া থাকে, তাহাতে বেশ লোক-সমাগম হয়। আমাদের মফস্বলের রাজনৈতিকআন্দোলন-মুখরিত আত্মসংস্কারপ্রয়াসবর্জিত ক্ষুদ্র ক্ষুদ্র মহকুমাগুলিতে জ্ঞানার্জনের এইরূপ কতকগুলি ছোট-খাট কেন্দ্র স্থাপিত হইলে ভিতর দিক্ হইতে সত্যকার জাতিগঠনের অনেকটা সহায়তা হয় সন্দেহ নাই।