পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বাংলা বাংলার হিন্দু কৃষক কোথায় গেল ?— ১৯২১ সালের হিসাব অমুসারে দেখা যায় বাঙ্গলার জনসংখ্যা ৪,৭০৫.৪২, ৬২ ; তন্মধ্যে হিন্দু ২,০৮,০৯১৪৮, মুসলমান ২৪৪,৮৬,১২৪ ৷ বাঙ্গলার কৃষকসংখ্যা ৩,১৪,৪৩,৪৭৭। তন্মধ্যে হিন্দু ১,৭১,৭৯,৫০৫, মুসলমান ১,৯৭,২১,৮৫১ । ১৯১১ সালের হিসাবে দেখা যায় বাঙ্গলার কৃষকসংখ্যা ছিল ২৯৭৪৮৬৬৬ ; তন্মধ্যে হিন্দু ১৯৪৫-২৫৮, মুসলমান ১৮৭১৯৬৯। দশ বৎসরে হিন্দু-কৃষকের সংখ্যা ২৭•৭৫৩ কম হইয়াছে। কিন্তু দশ বৎসরে মুসলমান কৃষকের সংখ্যা ১••২১৫৯ বাড়িয়াছে। বাঙ্গালার হিন্দুদিগকে জিজ্ঞাসা করি, হিন্দু-কৃষক কমিল কেন এবং মুসলমান কৃষক বাড়িল কেন, তাহার কারণ অনুসন্ধান করা কি আবস্তক भटम करब्रन नl ? হিন্দু কৃষকের সংখ্যা কমিল কেন তাহার কয়েকটি কারণ নির্দেশ ঋরিতেছি । ( ১ ) হিন্দু-কৃষক অনেকেই বিবাহ করিতে পারে না ; পণ ন দিলে কষ্ঠ পাওয়া যায় না ; টাকার অভাবে অনেকেই অবিবাহিত থাকে ; সুতরাং তাঁহাদের বংশ লোপ পাইতেছে। (২) হিন্দুর মধ্যে বিধবাবিবাহ প্রচলন নাই। প্রৌঢ় বয়সে ধাহীর কিছু অর্থ সংগ্ৰহ করিতে পারে তাহার ৮১৯ বৎসরের কঙ্কা বিবাহ করে ; সপ্তান হওয়ার পূর্বেই স্ত্রীকে বিধবা করিয়া পরলোক যাত্র করে । স্বতরাং বাহারা বিবাহ করিতে পারে, তাহারাও বংশ বৃদ্ধি করিতে পারে না। (৩) যদি বিধবাবিবাহ প্রচলিত থাকিত, তবে প্রৌঢ় বয়সে কৃষকের বিধবার পাণিগ্রহণ করিতে পারিত এবং পুত্র কন্যা রাখিয়া এই পৃথিবী হইতে চলিয়া যাইতে পারিত। ( s ) বিধবা বিবাহ প্রচলিত থাকিলে কস্তাপণ উঠিয়া যাইত : সুতরাং কৃষকদের বিবাহ করা দুঃসাধ্য হইত না । বঙ্গের হিন্মু-কৃষকদের সংখ্যা যদি বৃদ্ধি করিতে হয়, তবে অবিলম্বে বিধবা-বিবাহ প্রচলন করিতে সকলের দৃঢ়সঙ্কল্প হওয়া উচিত । ( e ) হিন্দু কৃষকের পুষ্টিকর খাদ্য থাইতে পায় না। হিন্দুকৃষকদের অনেকেরই গাভী নাই ; স্বতরাং দুধ, দই, ঘি খাইতে পায় দ। অপর দিকে প্রায় সমস্ত মুসলমান-কৃষক গাভী পালন করে। গৃহজাত দুধের কিয়দংশ বিক্রয় করে, অপরাংশ নিজেরা পান করিয়া থাকে। মুসলমানেরা দিবসের কার্য্য অবসানে মাছ ধরে, হিন্দু প্রায়ই তাহা করে না। মুসলমান পুষ্টিকর মাংসাদি আহার করে, হিন্দুর তাহার হুবিধা নাই। স্বতরাং হিন্দু-কৃষক দুৰ্ব্বল, মুসলমান সবল ! মুসলমান সবল দেহ লইয়া যেরূপ উৎকৃষ্ট চাষ করিতে পারে, হিন্দু দুৰ্ব্বল দেহে তাহ পারে না । কাজেই মুসলমান-কৃষকের যেরূপ আয় হিন্দুর সেরূপ নয়। দরিত্রত। হিন্দুকৃষকধবংসের আর-এক কারণ । W22222AFEZ-FZ-SENSYS o2 2 - As KFT T W SE < > az o 32 SE --- భకర్స్లగడ్డ్సేIస్తరన్స్డI్సన్జోసెస్ ്. ' Jo د - - عاصمة (৬) হিন্মু-কৃষক পুরুষানুক্রমে একই বাড়ীতে বাস করে, বহুকালের জঞ্জাল ও অাৰঙ্গন ও বাড়ীর চতুষ্পার্শ্বস্থ জঙ্গল তাহার আবাসভূমিকে অস্বাস্থ্যকর করিয়া তোলে। অধিংকাশ মুসলমান-কৃষক এক বাড়ীতে বহুদিন থাকে না । তাহীদের বাড়ীতে বৃক্ষাদিও বেণী নাই। তাহারা সচরাচর নদীর নূতন চরে যাইয় বসতি স্থাপন কৰে। স্বতরাং उाश्प्लग्न cमश्। हिन्दूकुरुष्कब्र भऊ नैञ्च३ अब्रऔfश्म्न न । ( ) হিন্দু-কৃষক তাহার দুর্বল দেহে এক বিঘা জমিতে যত শস্ত উৎপাদন করে, মুসলমান-কৃষক তদপেক্ষ বেশী উৎপাদন করিয়া থাকে, স্বতরাং কৃষিকার্য্যে মুসলমানের যত লাভ হয়, হিন্দুর তত হয় না । হাটবাজারে হিন্দু যে মুল্যে শস্তাদি বিক্রয় করিতে চায়, মুসলমান তাহ অপেক্ষা কম মূল্যে বিক্রয় করিয়া থাকে। প্রতিযোগিতায় হিন্দু হারিয়া যাইতেছে ; সুতরাং বাধ্য হইয়া অনেক হিন্দু-কৃষক কৃষিকাৰ্য্য পরিত্যাগ করিতেছে। হিন্দু-কৃষক লোপ হওয়ার কতকগুলি কারণ উল্লেখ করিলাম । এতদ্ব্যতীত আরো অনেক কারণ অাছে। হিন্দু কৃষকের সংখ্যা হ্রাস হওয়ার প্রধান কারণ ষে বিধবা-বিবাহের অপ্রচলন এবং বিধবাবিবাহ প্রচলন না করিলে বাংলা দেশে যে হিন্দু-কৃষকের চিহ্নমাত্র থাকিবে না এতদ্বিধরে আর কোন সন্দেহ নাই। স্বতরাং যদি হিন্দু-কৃষক রক্ষা করা উচিত মনে হয়, তবে বাঙ্গলার ব্রাহ্মণ-কায়স্ক-বৈদ্যগণ আর কালবিলম্ব না করিয়া বিধবাবিবাহ প্রচলন করিতে আরম্ভ করুন। — সঞ্জীবনী জাতি অনুযায়ী শিক্ষা— e হইতে উৰ্দ্ধ বয়স্ক প্রতি সহস্ৰ স্ত্রী ও পুরুষের মধ্যে শিক্ষিতদের জাতি ও সংখ্যা :– বৈদ্য ৬৬২, আগরওয়াল ( কলিকাতা ) ৫৪২, ব্ৰাহ্মণ ৪৮৪, কায়স্থ ৪১২, হুবর্ণ-বণিক্‌ ও৮৩, গন্ধ-বণিক্‌ ৩৪৪, সাহ ৩৪২, ভারতবাসী খৃষ্টান ২৮৮, বারই ২২৯. তেলি ২২৫, কামার ২-২, সদগোপ ২••, স্বড়ি ১৮৮, যুগী ১৭৬, উতি ১৬৮, নাপিত ১৫২, কলু ১৫২, বৈষ্ণব ১৪২, পোদ ১৩৮, শূদ্র ১৩৭, চাষী কৈবৰ্ত্ত ১৩১, স্বত্রধর ১২১, গোয়াল ১১৯, কুমার ১১৬, কপোলী ১১৫, টিপরাই ৯১, মগ ৮৯, ধোবা ৮৮, নমঃপূদ্র ৮৫, পাটনী ৭•, জালী কৈবৰ্ত্ত ৬৮, রাজবংশী ৬৫, নিকারী ৬২, চাকমা ৫৮, সেখ ৫৭, টিয়র ৫৪, জোল ৭২, ভূইমালী ৫১, মালে ৪৮, কোচ ৩৮, क्लोमान्न ७६, कूलू ७8, बाश्रृौ २s, छहेब्र।। २s, भूौ २२, ৰাউরী ৭, সাওতাল ৫ , ৫ হইতে উৰ্দ্ধ-বয়স্ক এক সহস্র পুরুষের মধ্যে শিক্ষিতের সংখ্যা ( হিন্দু, মুসলমান, খৃষ্টান প্রভূতি )-- সাল She 3 ጏሕ››› »ቖ..» পশ্চিমবঙ্গ (বৰ্দ্ধমান বিভাগ ) 혹38 &るも quee