পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

6ं8२ আলোচনা হইয়া গিয়ছে। সমিতির মতে এই স্কীম অর্থনীতির দিক্‌ হইতে অসুবিধাজনক হইবে এবং উহাতে গো-হত্যা সম্বন্ধে অবৈধ প্রতিযোগিত। আরস্ত হইবে । ফলে ভারতে গোহত্য বৃদ্ধিই হইবে । এইসব দিক্ দিয়া বিবেচনা করিয়া সম্মিলনী স্কীমটি গ্রহণ করেন নাই । মহাত্মার স্বাস্থ্য — বোম্বে ক্রনিকল সংবাদ দিতেছেন যে, শ্ৰীমতী কস্তুরীবাঈ গান্ধী গত ১৮ই ডিসেম্বব জেলে মহাত্মার সহিত সাক্ষাং করিয়াছিলেন। মহাত্মার যেরূপ শারীরিক অবস্থার কথা শোণ যাইতেছে তাহ অত্যন্ত আশঙ্কাজনক। পূর্বে উহার দেহের ওজন ১৩ সের কমিয়া গিয়াছিল, পরে আবার বৃদ্ধি পায় । কিন্তু শেষোক্ত সংবাদে প্রকাশ যে উtহার দেহের ওজন বৰ্ত্তমানে মোট ৯৬ পাউণ্ড অর্থাৎ ৪৮ সের মাত্র । গ্রেপ্তারের সময় তাহার ওজন ১০৮ পাউণ্ড ছিল, কিছুদিন পরে ৩ পাউণ্ড বৃদ্ধি পায়। ঐযুক্ত বল্লভভাই পটেল মহাত্মার স্বাস্থে্যুব সংবাদ অবগত হইবার জন্য বোম্বাই সরকারের নিকট নাকি পত্র লিখিয়ছেন। মহাত্মার ডাক্তার তালবারকার এবং কালুগাঁও মহাত্মার ডাক্তারী পরীক্ষার বিশেষ প্রয়োজন এই অভিমত ব্যক্ত করিয়া গবমেন্টের নিকট পত্র দিয়াছেন। কিন্তু কেহই এপর্য্যন্ত উত্তর পান নাই। ব্রহ্মের শিক্ষ-ব্যবস্থা— ব্ৰহ্মদেশে ইংরেজী স্কুল খুলিবাব সময় আর বর্ণ-বৈষম্য পাখা হইবে নী বলিয় স্থানীয কর্তৃপক্ষ সিদ্ধান্ত কবিযাছেন। ঐ নীতি অনুসাবে তাহার। ইউরোপীয় শিক্ষানবীশ ও অনাথদের বৃত্তি এবং ইউরোপীয় বেতন-ভাওরি তুলিয়া দিবেন।. ইউরোপীয়দের জন্য আর বিশেষ বৃত্তি থাকিবে না এবং রেসুন আকিয়াব মৌলমীন ও মন্দালয়ে জাতি-ধৰ্ম্মনিৰ্ব্বিশেষে বৃত্তি দিবার ব্যবস্থা করিবার জন্ত নুতন বোর্ড গঠিত হইবে। নাগরিক প্রহরী— দিল্লীর স্পেশাল কংগ্রেসের নির্দেশ অনুসারে বোম্বাই গিবগাওয়েব জেল!-কংগ্রেস-কমিটি “নাগরিক প্রহীদল” নামক স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করিবাব সঙ্কল্প করিয়াছেন । ডাক্তার সবর্কার সে বোর্ডের সভাপতি হইয়াছেন। স্থানীয় জেলা-কংগ্রেস-কমিটির সদস্তর উক্ত স্বেচ্ছাসেবক দলে যোগ দিতে পরিবেন। ডিল, লাঠি গেল, সীতাব, সাইকেল চড়া, আহতের প্রাথমিক শুশধ, এমুল্যান্সের কাজ প্রভৃতি শিক্ষার ব্যবস্থ হইয়াছে। কাকিনাড়া মিউনিসিপ্যালিটির সংসাহস — অন্ধ দেশের কাকিনাড়। মিউনিসিপ্যালিটি, কংগ্রেসেব অধিবেশন উপলক্ষে মৌলান মহম্মদ আলি এবং প্রীযুক্ত চিত্তরঞ্জন দাশ সেপাণে গমন করিলে, ওঁহাদিগকে অভিনন্দিত করিয়ছেন । গত ১৯২১ সালে কাকিনড় মিউনিসিপ্যালিটি মহt? গান্ধীকে অভিনন্দনপত্র প্রদান করিয়াছিলেন। ফলে সবুকার হইতে আদেশ দেওয়া হয় যে, সৰ্বকারের অনুমতি ন লইয়। এই-সব কাজে অর্থব্যয় করিলে তাহ মধুর করা হইবে না । সরকারেব এই আদেশ অমান্ত করিয়া মিউনিসিপ্যালিটি সেই বৎসরেই পুসিফুট জনসনকে অভিনন্দিত করেন—তাহাতে চারি টাকা ব্যয় হয় । এই চারি টাকার ব্যাপার লইয়। এখনও গবমেণ্টের সহিত মিউনিসিপালিটির চিঠি লেখালেখি চলিতেছে। তাহার পর লীযুক্ত চিত্তঞ্চন যখন অন্ধ দেশ পরিভ্রমণে বাহির হন তখন তাহার অভ্যর্থনীর জন্ত এক অভিনন্দন পত্র মুদ্রিত হয় । এপর্য্যস্ত ম্যাজিষ্ট্রেট এবং গবমেণ্ট এই-সমস্ত বিল মধুর প্রবাসী – মাঘ, ১৩৩০ SAASAASAASAAMAAA AAAA AAAAS AAAAAS AAAAS JJS [ ২৩শ ভাগ, ২য় খণ্ড করেন নাই। এসমস্ত সত্ত্বেও কাকিনাড়া মিউনিসিপ্যালিটি মৌলানা মহম্মদ আলিকে এবং চিত্তরঞ্জনকে আবীর অভিনন্দিত করিয়া বিশেষ সৎসাহসের পরিচয় প্রদান করিয়াছেন । রতন টাটার দান – পরলোকগত স্তর রতন টাটা সৰ্ব্বসাধারণের উপকারীর্থে দীনের জস্থ্য যে তহবিল রাখিয়া গিয়াছেন তাহ হইতে গত ডিসেম্বর পর্য্যন্ত ১৫ মাসে ২,৬৮,৭• • টাকা দান করা হইয়াছে। ইহার ভিতর ২৮,• • • টাকা ধরমপুর যক্ষ্ম-হাসপাতালের জন্ত ; ৩•,• • • টাকা নাগপুর মিওর হাসপাতালের জন্ম : ২৮.৫ • • টাকা আহমদাবাদ রতন টাট। অনাথআশ্রমের জন্ত ; ২৫• • • টাক। ঐযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতীর জন্ত ; ২ •,• • • টাকা জমশেদপুর টেকনিক্যাল ইনষ্টিটিউটের জন্ত । ২১••• টাকা লণ্ডন স্কুল অব ইকনমিক্‌সে সমাজবিজ্ঞানের একটি ক্লাস খুলিবার জন্য ; ২•,• • • টাকা জাপানের ভূমিকম্পে সাহায্যের জন্য দেওয়া হইয়াছে । খৃষ্টিয়ান সম্মিলন— সম্প্রতি বাঙ্গলোবে নিখিল-ভারত-খুষ্টিয়ান-সম্মিলনের এক অধিবেশন হইয়। গিয়াছে। মিঃ কে টি পাল সভাপতির আসন গ্রহণ করিয়াছিলেন । সম্মিলনে কেনিয়া ব্যাপারে ব্রিটিশ জাতি যে সিদ্ধান্ত করিয়াছেন সেজন্ত দুঃখ প্রকাশ করিয়া এক প্রস্তাব গৃহীত হইয়াছে । আর-এক প্রস্তাবে সাম্প্রদায়িক বিরোধের জন্ত দুঃখ প্রকাশ করিয়া জাতীয় একতার জম্বা হিন্দু-মুসলমানের সহিত খৃষ্টিয়ানদিগকে এক লোগে কাজ কপিতে অনুরোধ করা হইয়াছে। সাম্প্রদায়িক পৃথক্ নিৰ্ব্বাচনের বিরুদ্ধেও এক প্রস্তাব গৃহীত হইয়াছে। শ্ৰী হেমেন্দ্রলাল রায় বিদেশ ইউরোপীয় শক্তিপুঞ্জের নবসমন্বয় -- রাষ্ট্রীয় প্রয়োজনের চাপে ইউরোপীয় শক্তিপুঞ্জেব মধ্যে চুক্তির BBB BK BBB BBS BBD BBBS BBDBB BBBBB শতাব্দীর মধ্য ভাগে এইরূপ মিলন হইতে ইউরোপীয় রাষ্ট্র-জীবনে একটি নুতন নীতি প্রবর্তিত হইয়াছে। এই নীতি ইতিহাসে Balance of Powers অর্থাৎ শক্তিপুঞ্জেব সামর্থের সমতাসাধন নীতি নামে প্রসিদ্ধি লাভ করিয়াছে। নেপোলিয়ানের পরিচালনায় যখন ফ্রান্সের পক্ষে বিশ্বজয় সস্তুবপ্রায় হইয় উঠিয়াছিল তখন তাহার গতিকে প্রতিহত করিবার জন্ত ইংরেজ ও প্রাসিয়ার মধ্যে এইরূপ একটি মিলন ঘটিয়াছিল। তাহার পর শক্তিপুঞ্জ পরস্পরের সহিত প্রতিযোগতিায় আঁটিয়া উঠিবার জন্য নানারূপ চুক্তির মিলন ঘটাইয়াছেন, কিন্তু প্রয়োজন সিদ্ধির পর আর সে মিলন টি-কিয়া থাকে নাই। রুশশক্তি যখন প্রবল ছিল তখন তাহীর ভারতঅভিযান প্রতিরোধ করিবার জন্ত প্রতিদ্বন্দ্বী তুরঞ্চ-শক্তিকে প্রবল রাখা স্বাবধাজনক বোধ হওয়াতে ইংবেজ তুরস্কের সহিত মিত্রত। করিয়া আসিয়াছিলেন । অষ্ট্ৰীয়াকে প্রবল করিয়া ক্লশের সহিত অস্তান্ত সুভজাতির মিলনের বাধা স্বষ্টি করিবার জন্য ফরাসী ও ইংরেজ অষ্ট্ৰীয়ার প্রতিপোষকতা এক সময় খুবই করিয়াছিলেন। রুশ-জাপান যুদ্ধর পর যখন রুশশক্তি হীনবীৰ্য্য হইয়। পড়িল তথম আর ইংরেজের তুরস্ক ও অষ্ট্রয়ার সহিত ঐতি রাখিবার বিশেষ