পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্যা ] মুখোপাধ্যায় ভাবপ্রবণতার সহিত পাঠ করেন। চট্টেপাধ্যায় মহাশয়ের অভিভাষণ পরে মুদ্রিত হইবে । ইহার পর কার্য্যধ্যক্ষ মহাশয়ের প্রস্তাবে অভ্যর্থনাসমিতির উপস্থিত সভ্যগণ ও অভ্যাগত প্রতিনিধিগণ লষ্টয়া বিষয়-নিৰ্ব্বাচন-সমিতি গঠিত হয়। পক্ষান্তরে এই সমিতির নিৰ্ব্বাচিত প্রতিনিধিগণ লইয়। "সম্মিলনের নিয়মাবলী সংগঠন’, ‘আলোচ্য প্রস্তাবসমূহ নিৰ্দ্ধারণ ও ‘প্রাপ্ত প্রবন্ধসমূহ সম্বন্ধে কৰ্ত্তব্য নিৰ্দ্ধারণার্থ তিনটি শাখা সমিতি গঠিত হয় । সায়াহ সাত ঘটিকা হইতে টুকার-হলে সান্ধ্যসম্মিলন হয় । শাখা সমিতির সিদ্ধান্ত-সকল পরদিন পূৰ্ব্বাত্ব নয় ঘটিকার সময় বিষয়নিৰ্ব্বাচন-সমিতির এক সাধারণ অধিবেশনে মধ্যাহ্ন ১২ ঘটিকা পয্যস্ত আলোচিত হয় । পরদিবস ১১ই পৌষ অপরাঙ্গ দুই ঘটিকার সময় শ্রমাম্ জিতেন্দ্রনাথ চট্টোপাধ্যায় দ্বারা ‘বঙ্গ আমার জননী আমার’ এই সঙ্গীতের পর অধিবেশনের কায। আরম্ভ হয় । কার্য্যাধ্যক্ষ মহাশয়ের প্রস্তাবে সভার প্রারম্ভেই উপস্থিত ভদ্রমণ্ডলী দণ্ডায়মান হইয়া যুক্ত প্রদেশের শিক্ষণসচিব রাজা পরমানন্দের অকালমৃত্যুতে শোক প্রকাশ করেন এবং এই সভার মন্তব্য সরকার বাহাদুর ও র্তাহার শোকসস্তুপ পরিবারে প্রেবণ করিবার জন্য কাৰ্য্যাধ্যক্ষ মহাশয়কে অনুরোধ করেন। অতঃপর প্রাপ্ত প্রবন্ধ সমূহের সংক্ষিপ্ত বিবরণ পাঠ উপলক্ষে কাৰ্য্যাধ্যক্ষ মহাশয় জ্ঞাপন করেন, যে, সৰ্ব্বোৎকৃষ্ট প্রবন্ধের জন্য পুরস্কার দেওয়ার যে প্রস্তাব প্রথম অধিবেশনে স্বীকৃত হইয়াছিল তাহু বিষয়-নিৰ্বাচন-সমিতি প্রত্যাহার করিয়াছেন এবং প্রাচুর্য্য হিসাবে বিষয়-বৈচিত্র্য কম থাকায় প্রাপ্ত প্রবন্ধসমূহ বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয় নাই ; সময়ের অভাববশতঃ ১৪টি মাত্র প্রবন্ধ সৰ্ব্বসমক্ষে পঠিত হইবে । সুদূৰ দক্ষিণাত্যের হায়দরাবাদ হইতে উর্দু নামক প্রবন্ধের লেখক শ্ৰীযুক্ত অমৃতলাল শীল মহাশয় প্রতিনিধি-রূপে এই সভায় উপস্থিত, এই সংবাদ শুনিয়া তাহাকে দেখিবার জন্য সকলেই উৎসাহিত হইয়া উঠিয়াছিলেন। প্রবন্ধ পাঠ শেষ হইলে প্রতিনিধিগণ ও অঙ্যর্থনা-সমিতির সদস্যগণের আলোক-চিত্র গ্রহণ করা হয় । উত্তর ভারতীয় বঙ্গ-সাহিত্য-সম্মিলন AeAAAS SSAAAASA SAASAASAASAASAASAA AAAA AAAA SAAA AAAAMMAeMAAA SAAAAAS AAAAA AAAA S AAAAA AMSeS AA AeeAM MA AMS MSMSAAA MMAAA AAAA AAAA AAAA AAAA AAAA S .حمحرx. 6:8ግ هایی همه -معه ه- جه সাড়ে চারি ঘটিকার সময় সঙ্গীতের পর পুনরায় সাধারণ সভার কার্য্যারম্ভ হয়। নিৰ্ব্বাচিত বক্তা শ্ৰীযুক্ত অতুলপ্রসাদ সেন মহাশয়ের অনুপস্থিতি-বশতঃ ভূপৰ্য্যটক শ্ৰীযুক্ত বিভূতিভূষণ মুখোপাধ্যায় মহাশয় এরূপ সম্মিলনের সার্থকতা সম্বন্ধে এক নাতিদীর্ঘ বক্তৃত করেন । ইহার পর শ্ৰীযুক্ত শচীন্দ্রনাথ সাদ্যাল মহাশয় তাহার ওজস্বিনী বক্তৃতায় বলেন যে “মিলনের দ্বারাই প্রাণের সঞ্চার হয় এবং বিভিন্ন ভাবের মধ্যে সামঞ্জস্য স্বষ্টি ও রক্ষাতেই বাঙ্গালীব বিশেষত্ব।” ইহার পর কার্য্যাধ্যক্ষ মহাশয় বিষয়-নিৰ্ব্বাচন-সমিতির নিৰ্দ্ধারিত নিয়মাবলীব ও প্রস্তাবসমূহের আলোচনা করিতে সভাকে আহবান করেন। বহু আলোচনার পর মাননীয় বিচারপতি শ্ৰীযুক্ত লালগোপাল মুখোপাধ্যায় মহাশয়ের প্রস্তাবে এই সম্মিলনের স্থায়ী নাম “প্রবাসীবঙ্গ সাহিত্য-সম্মিলন” সৰ্ব্বসম্মতিক্রমে স্বীকৃত হয় এবং রেজেষ্টারি করিবার জন্য অনুমোদিত হয় । আপাতত: প্রয়াগেই কেন্দ্রস্থল করিয়া একাদশ জন নিম্নলিথিত সদস্য লইয়া এক পরিচালক-সমিতি নির্বাচিত হয় । ১ । সভাপতি—শ্ৰীযুক্ত লালগোপাল মুখোপাধ্যায়। ২ । সহকারী সভাপতি—মহামহোপাধ্যায়ু শ্ৰীযুক্ত প্রমথনাথ তর্কভূষণ । ৩ । কাম্যাধ্যক্ষ—শ্ৰীযুক্ত হরিমোহন রায়। ৭ । সহকারী কার্য্যাধ্যক্ষ—শযুক্ত নলিনবিহারী মিত্র। & ! ..., ,—শ্ৰীযুক্ত দেবনারায়ণ মুখোপাধ্যায় । ৬ । সাধারণ সভ্য—শ্ৰীযুক্ত বামনদাস বস্থ (প্রয়াগ )। ام سے اہم عمی=x ایم ایم۔ یہ مم۔ ৭ । , ,—শ্ৰীযুক্ত অতুলপ্রসাদ সেন (লক্ষেী)। br l 。 ,—শ্ৰীযুক্ত সুরেন্দ্রনাথ সেন (কানপুর) । * | , .—শ্ৰীযুক্ত বিমলচন্দ্র মুখোপাধ্যায় ( কাশী ) । ১০ । কোষাধ্যক্ষ—শ্ৰযুক্ত সতীশচন্দ্র দেব। ১১ । ব মান অধিবেশনের কাযJiধ্যক্ষ রূপে আধিকারক সদস্য—শ্ৰীযুক্ত প্রসন্নকুমার আচাৰ্য্য । অত:পর সভাপতি মহাশযের প্রস্তাবে স্বগীয় অশ্বিনীকুমার দত্ত, ৮ পাচকড়ি বন্দ্যোপাধ্যায়, 9 যাদবচন্দ্র চক্ৰবৰ্ত্তী ও ৬ মনোরম দেবীর মৃত্যুতে সভ শোক