পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৯৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৪র্থ সংখ্য। ] রা, জেনারেল স্মার্টুস জোরে হুক-হুয়া করায় দোষটা তাহারই হইয়াছে। ব্রিটিশ সিংহ ত ভারী সহানুভূতিসম্পন্ন ; কিন্তু, আমরা স্বদেশে স্বায়ত্তশাসক নহি, এই অছিলায় যে ব্রিটিশ উপনিবেশসমূহে আমাদিগকে সমান অধিকার দেওয়া হয় না, তাহার মূল উচ্ছেদ করিবার জন্য ব্রিটিশসিংহ ভারতে পূরা স্বায়ত্তশাসন কেন প্ৰবৰ্ত্তিত করেন না ? সাপ্র মহাশয় বলিয়াছেন, যে, অসহযোগীরা মনে করেন, যে, কেবল তাহারাই স্বরাজ চান । তাহী নহে ; উদারনৈতিকেরাও স্বরাজ চান। নূতন আমলের ভারতীয় ব্যবস্থাপক সভার প্রথম বৎসরেই ভারতে স্বায়ত্ত শাসনের দাবী করা হইয়াছিল। ভারত-গবর্ণমেণ্ট, তাহা ভারত সচিবকে জানাইয়াছিলেন। ভারত-সচিব যে উত্তর দিয়াছিলেন, তাহা সকলেই জানেন । তাহার মতলবট। পরিষ্কার বুঝা যায় নাই । অবশ্য কেবল অসহযোগীরাই স্বরাজ চান, ইহা ঠিক্‌ নহে । কিন্তু দাবীর মাত্রায় ও পরিমাণে প্রভেদ আছে । উদারনৈতিকগণ পুনা কনফারেন্সেও এবিষয়ে যে প্রস্তাব ধার্য্য করিয়াছেন, তাহাতে রাষ্ট্ৰীয় সকল বিভাগে প্রাদেশিক পূরা দায়িত্বপূর্ণ স্বায়ত্তশাসন চাহিয়াছেন, কিন্তু সমগ্র ভারতীয় যে দায়িত্বপূর্ণ স্বায়ত্তশাসন চাহিয়াছেন, তাহাতে সামরিক বৈদেশিক ও রাজনৈতিক বিভাগগুলি ব্রিটিশ আমলাতন্ত্রের হাতেই থাকিবে বলিয়া মত দিয়াছেন। আমাদের বোধ হয়, অসহযোগীরা এই রকমের অঙ্গহীন স্বরাজ চান না; অনেকে সম্পূর্ণ স্বাধীনতাই চান । উদারনৈতিকরা যে সেনাবিভাগে খুব শীঘ্র শীঘ্র ভারতীয়তপাদন ( Indianisation ) 5tz, Sfzfos বলা কৰ্ত্তব্য । পুনা কনফারেন্সে তাহারা এবিষয়ে একটি প্রস্তাব ধাৰ্য্য করিয়াছেন । ভারতে জাহাজ নিৰ্ম্মাণ ভারতবর্ষের লোকদের নিজের বাণিজ্য-জাহাঙ্গ থাকা উচিত কি না, এবিষয়ে দেশের লোকদিগকে সরকারের সাহায্য ও উৎসাহ দেওয়া উচিত ও অবিশ্ব্যক কিন, এই সব বিষয়ে অনুসন্ধান করিয়া রিপোট দিবার জন্য গবর্ণমেণ্ট এক কমিটি বসাইয়াছেন। এদেশে কমিটি ও কমিশন বসান হয়, অধিকাংশ স্থলে কোন একটা প্রয়োজনীয় কাজে বিলম্ব করিবার নিমিত্ত, কিম্বা উহ! না-করিবার অছিলা বা ওজুহাত বাহির করিবার জন্য, কিম্বা ব্যাপারটাকে বৃহৎ সাক্ষ্যসংগ্রহপুস্তক ও রিপোর্টের দ্বারা চাপা দিবার নিমিত্ত । বৰ্ত্তমান ক্ষেত্রে ইংরেজের তরফ হইতে বেশ মজার বিবিধ প্রসঙ্গ-ভারতে জাহাজ নিৰ্ম্মাণ ציל&י সৰ্ব তেজ বাহাদুর সাপ্রী মজার সাক্ষ্য দেওয়া হইতেছে। সকলের সাক্ষ্যের আলোচনা করিয়া সময় নষ্ট করিতে চাই না ; কেন না, আমরা স্বায়ত্তশাসন, স্বরাজ বা আত্মকর্তৃত্ব লাভ করিবার আগে, জাহাজ নিৰ্ম্মাণে যথোপযুক্ত সরকারী সাহায্য ও উৎসাহ পাইব না, ইহা নিশ্চিত । ম্যাকিনন ম্যাকেঞ্চি কোম্পানীর পক্ষ হইতে বলা হইতেছে, যে, ব্রিটিশ সাম্রাজ্যের বাণিজ্যজাহাজ ও রণতরী দ্বারাই ভারতের সব কাজ চলিতে পারে। ত পারে বৈ কি ! নতুবা আমাদের আমদানী ও রপ্তানীর সব মাল জাহাজে বহন করিয়া আমাদের কোটি কোটি টাকা গ্ৰাস করিবার এবং আমাদের শিল্পবাণিজ্য বিস্তারের চেষ্টাতে বাধা দিবার স্থবিধা হইবে কেমন করিয়া ? আরো বলা হইয়াছে, ভারতবর্ষ গরীব দেশ ; উহার সরকারী তহবিল হইতে জাহাজ নিৰ্ম্মাণে সাহায্য বা রণতরী নিৰ্ম্মাণ চলিতে পারে না । কিন্তু যখন ব্রিটিশ গবর্ণমেণ্ট, কোটি কোটি টাকা নিজের সাম্রাজ্য রক্ষা ও বিস্তারের জন্য খরচ করে, যখন ১৫০ কোটি টাকা ভারতের "স্বেচ্ছাকৃত দীন” বলিয়া আদায় করা হয়, যখন সামরিক ও সিবিল কৰ্ম্মচারীদের মোটা বেতন আরো মোটা করা হয়, যখন নুতন নুতন প্রাদেশিক বিভাগ