পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬০০

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@rb-8 জন উচ্চপদস্থ পুলিস্-কৰ্ম্মচারী মনে করিয়া ঘাতক তাহাকে মারিয়ছে, এবং সে বিপ্লবপ্রয়াসী দলের একজন প্রধান লোক । এসব কথা সত্য কি না, বলা যায় না। দেশে যত খুন - হয়, তাহার সবগুলিই শোচনীয় ; কিন্তু সবগুলির সম্বন্ধে কোন মন্তব্য প্রকাশ করা দরকার হয় না। ক্রোধ, প্রতিহিংসা, ঈর্ষ্যা, প্রভৃতি কারণে যে-সব খুন হয়, তাহাও গর্হিত কাজ । আকস্মিক অনভিপ্রেত খুনও মধ্যে মধ্যে হয়। সে সমস্তই দুঃখের বিষয় । ইংরেজ যখন লঘুচিত্ততা-বশতঃ, দেশী লোকের প্রাণের মূল্য কম এবং দেশী লোককে মারিলে প্রাণদণ্ড হয় না দেখিয়া, কোন দেশী লোককে বধ করে, তাহাও অতি গৰ্হিত ও শোচনীয় দুষ্কম"। ভারতীয় লোক ইংরেজকে মারিলেও তাহী কথন কখন ব্যক্তিগত কারণে হইতে পারে । অন্যান্য খুনের ন্যায় তাহা গঠিত ও শোচনীয় দুষ্কৰ্ম্ম । কিন্তু এসকল স্থলে জাতিবিদ্বেষ ও রাজনৈতিক কারণের অনুমান সহজেই পুলিসের ও ইংরেজদের মনে আসে, এবং কখন কখন তাহা সত্যও হইতে পারে । এইজন্য, বলা দরকার, যে, এইরূপ কারণে খুন করাও গর্হিত ও শোচনীয় কাজ। তা ছাড়া ঘাতক ধরা পড়িলে তাহার প্রাণ তা যায়ই, অlধকন্তু অন্য বিস্তর দেশী লোক সন্দেহভাজন ও নির্যাতিত হয়। এরকম কাজে কোন বীরত্বও নাই, ইহাতে দেশের কোন উপকারও হয় না, এবং হইতে পারে না । দস্তুরমত যুদ্ধ করা ধৰ্ম্মসঙ্গত কি না, সে বিষয়ে তর্কবিতর্ক চলিলেও, দেখা গিয়াছে, যে, পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার জন্য সফল যুদ্ধ হইয়াছে। কিন্তু এইরূপ খুনের সঙ্গে যুদ্ধের সাদৃশ্য নাই, এবং স্বাধীনতা-যুদ্ধের ফললাভ এরূপ খুনের দ্বারা লব্ধ হইতে পারে না, কোন দেশে হয় নাই । ফলের কথা এইজন্য বলিতেছি, যে, ফল যাহাই হউক না, খুন জিনিষটাই খারাপ, ইহা অনেকে বুঝে না ও স্বীকার করে না ; এই হেতু এইরূপ খুনের সমর্থকদিগকে বলা দরকার এবং দেখান দরকার, যে, এইরূপ খুন দ্বারা দেশের মঙ্গল হয় না । 亨 শিক্ষয়িত্ৰী-সম্মিলন গত ১৩ই পৌষ ঢাকায় বালিকাবিদ্যালয়সমূহের শিক্ষয়িত্রীদিগের সম্মিলনে সভাপতির কাজ করিবার ভার গ্রিন্সিপ্যাল ঐযুক্ত অপূৰ্ব্বচন্দ্র দত্ত মহাশয়ের সুযোগ্য হস্তে ন্যস্ত হইয়াছিল। তাহার বক্তব্য সুচিন্তিত হইয়াছিল। মিউনিসিপালিটী-সকলের অন্তর্গত স্থান-সকলের বাসিন্দা বালিকাদিগের শিক্ষাদান বাধ্যতামূলক করিবার একটি প্রস্তাব সম্মিলনে গৃহীত হয়। ইহা হওয়া উচিত। প্রবালী-মাঘ, ১৩৩e SeMMeMMAMAMMMMeMMMA AAMMAMSAM AAAA SAAA SAAAAA SAAAAAMAMMAM MAMAMAMAMAMMAMMAAA AAASS [ ২৩শ ভাগ, ২য় খণ্ড حيم مياه. --مبر ۹ہ সৰ্ব্বভারত-ছাত্ৰসম্মিলন কলিকাতার সর্বভারত-ছাত্রসম্মিলনের সভাপতিরূপে যুক্ত চিত্তরঞ্জন দাশ অন্যান্য কথার মধ্যে বলেন, ছাত্রেরা স্কুল কলেজ ছাড়িয়া স্বরাজসাধনার সাহায্য করিতে পারে । ছাত্ররা স্কুল কলেজ ছাড়িয়া কিরূপ স্বরাজ সাধনা করিয়াছিল ও করিতেছে, তাহা ত দেখা গিয়াছৈ। শ্ৰীযুক্ত চিত্তরঞ্জন দাশের দল তাছাদের শিক্ষারও ত কোন স্থায়ী ব্যবস্থা করিতে পারেন নাই । অতএব, এখন এসব বোল চাল ছাড়িয়া দিলে হয় না ? অধ্যাপক মনোমোহন ঘোষ । প্রেসিডেন্সী কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক মনোমোহন ঘোষ মহাশয়ের মৃত্যুতে বঙ্গদেশ বিশেষ ক্ষতিগ্রস্ত হইল । তিনি রাজনারায়ণ বস্ব মহাশয়ের দৌহিত্র এবং অরবিন্দ ঘোষ মহাশয়ের মধ্যম ভ্রাত ছিলেন । বাল্যকাল হইতে র্তাহার শিক্ষণ ইংলণ্ডে হইয়াছিল । তাহার পাণ্ডিত্য গভীর এবং নানা-সাহিত্যব্যাপী ছিল । তিনি সুকবি ছিলেন। র্তাহার ইংরেজী কবিতা ঠিক্‌ ইংরেজ স্বকবিরই মত ছিল , বিদেশীর লেখা বলিয়া ভ্রম হইবার সম্ভাবনা ছিল না । তিনি বিদ্যাচর্চা লইয়াই থাকিতেন, এবং অতি অনাড়ম্বর লোক ছিলেন ; নিজেকে লোকের সাম্মে খাড়া করিবার ইচ্ছা ও প্রয়াস তাহার ছিল না । এইজন্য অনেকে তাহার অস্তিত্ব এবং নাম পৰ্য্যন্তও অবগত নহেন । কত বড় বিদ্বান ও কত বড় অধ্যাপক তিনি ছিলেন, তাহ অনেকে জানিতেনও না । স্বাস্থ্য ভগ্ন হওয়ায় তিনি ৫৫ বৎসর বয়স হইবার পূৰ্ব্বেই পেনস্তন্‌ লইয়াছিলেন । - “আনন্দবাজারে’র অৰ্দ্ধসাপ্তাহিক সংস্করণ দৈনিক আনন্দবাজার পত্রিকার অৰ্দ্ধসাপ্তাহিক সংস্করণ দেখিয়া আমরা প্রীত হইয়াছি । ইহাতে সপ্তাহের খবর, রাজনৈতিক প্রবন্ধ, বক্তৃতার প্রতিলিপি, প্রভৃতি ত থাকেই, অধিকন্তু হিন্দুজাতির হ্রাসের কারণ, স্ত্রীলোকদের মধ্যে যক্ষ্মার প্রাদুর্ভাব, আচাৰ্য্য প্রফুল্লচন্দ্র রায় লিখিত সমাজ-সেবা প্রভৃতির মত অতি হিতকর প্রবন্ধও থাকে। দেশবিদেশের ভারতীয় দেশভক্তদের ছবি এবং মুসলমানজগতের সংবাদ প্রকাশে ইহার খুব উদ্যোগিতা আছে। মুসলমান মহিলাদের কনফারেন্স, এবারকার মুসলমান মহিলা-কনফারেন্সে একজন পুরুষের বহুপত্নী গ্রহণের বিরুদ্ধে প্রস্তাব ধাৰ্য্য হইয়াছে। ইহাত হওয়াই চাই। তুরষ্কে : বহুবিবাহ আইনবিরুদ্ধ করা হইয়াছে । ভারতের মুসলমান নারীরাই কি ঘুমাইয়া থাকিবেন ?