পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

@@● SAM MeMAMAAA AAAA AAAAAS SASAAASAAA AAAA SAAAA S SA SAS A SAS SSAS SSAS A SAS SSAS SSAS ফৌজ নাবিব দের কবর পরিদর্শন করিবার জন্ত ইনি রাজা ও রাণীকে লইয়া যান। সেইখানে ইহঁাদের সবিশেষ সম্বৰ্দ্ধনা করা হইয়াছে । গোটা দেশের লোক রাজদম্পতীকে জাতীয়তার প্রতিমূর্তিরূপে ভক্তি করিতে धांझेब्रां ॐकादक श्ग्रा ऍडठिाउ८छ् । রাজ ও রাণী তার পর স্পেন ছাড়িয়া ইতালী পৰ্য্যটনে বাহির হন । এই ঘটনায় এক ঢিলে অনেক পার্থী মারা হইয়াছে। দ’রিভেরার কৃতিত্ব স্পেনের কাগজে কাগজে চরম প্রশংসা পাইতেছে । স্পেনের রাজবংশ ক্যাথলিক মতের খৃষ্টান। ইতালীতে রোমের ক্যাথলিক ধৰ্ম্ম গুরু পোপ স্পেনের রাজদম্পতীকে সাদরে গ্রহণ করিয়া গোট খষ্টান জগতে স্পেনের ইজ্জৎ বাড়াইয়া দিয়াছেন । (o) ইতালীর রাজবংশও ক্যাথলিক বটে। কিন্তু পোপের সঙ্গে ইতালীর নরপতির বনিবনাও ছিল না । এই বনিবনাও কায়েম করিয়া রাষ্ট্রীয় ঐক্য বাড়াইবার জন্য ইতালীর ফাসিষ্টর একজন ক্যাথলিক রাজার সাহায্য খুজিতেছিল । পুরাণ অষ্টিয়া-হাঙ্গারীর বাদশ ক্যাথলিক ছিলেন। কিন্তু সেই বংশ যুদ্ধের ফলে লোপ পাইয়াছে। কাজেই মুসোলিনির নজর ছিল স্পেনের দিকে । দ’রিভেরার সাহায্যে ইতালীয়ানরা স্পেনের রাজা-রাণীকে স্বদেশে অতিথিরূপে পাইয় তাহদের দ্বারা “হ্যাটিকান” ( পোপের দরবার ) ও "কিরিনাল” ( রাজ-দরবার ) এই দুইএর বিবাদ মিটাইয়া লইতে পারিয়াছে। এইজন্য দ’রিভেরাকে তারিফ করিয়া ইতালীয়ানরা স্পেনের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করিতেছে। যুবক স্পেন ইতালীর প্রশংসা পাইয়া আরও জোরের সহিত জগতে "বৃহত্তর স্পেন- গড়িবার আন্দোলনে মাতিতেছে । (8) স্পেন্ন ভূমধ্যসাগরের পশ্চিম উপদ্বীপ। আর ইতালী এই সাগরেরই মধ্য উপদ্বীপ। এই দুই উপদ্বীপের লোকেরা যদি একট। সমঝোতা করিয়া বসে তাহ হইলে ইহার ফ্রান্সকে কোণঠাসা করিতে পারে। ইংল্যাণ্ডের বাণিজ্য প্রবাসী फांझन, OOHO S JJAAA AAAA AAAA AAAA SMMMMMS MMMMM MMM MMMMMAA AMMMMMMM [ ২৩শ ভাগ, ২য় খণ্ড তরী, রণতরী এবং ভারতপথও বিশেষ বিপদগ্ৰস্ত হইতে পারে । ইতালীতে বেড়াইবার সময় দ’রিভেরা অথবা কোনো স্প্যানিশ কৰ্ম্মচারী এই ধরণের রাষ্ট্রিয় যোগাযোগ সম্বন্ধে টু পর্যন্ত করেন নাই। ইতালীর এবং স্পেনের সকল কাগজেই কেবলমাত্র বলা হইয়াছে যে দুই জাতির ভিতর ল্যাটিন রক্তের এবং ল্যাটিন সভ্যতার স্বাভাবিক সম্বন্ধ রহিয়াছে। সেই সম্বন্ধটাই পাকাইয়া তোলা ছাড়া আর কোনো উদ্দেশ্য নাই । কিন্তু প্যারিসের "ম্যার্তা” দৈনিক জিজ্ঞাসা করিতেছেন :-"তাহা হইলে ম্যাড্রিডের “এল দেবাই’ কাগজে ১৮৮৭ খৃষ্টাব্দের স্পেন-ইতালীয় গুপ্ত সন্ধিটার কথা আলোচনা করা হইতেছে কেন?” সেই সন্ধিটা নাকি জাৰ্ম্মাণ মন্ত্রিবর বিস্মার্ক ফ্রান্সকে রাষ্ট্রমণ্ডলে একলা কোণ-ঠাসা করিয়া রাখিবার জন্ত ঘটাইয়াছিলেন । ( t ) ভূমধ্যসাগর বৃটিশসাম্রাজ্যের পক্ষে ভারত-পথ। এদিকে উত্তর আফ্রিকার সঙ্গে যোগাযোগ করিতে হইলে দক্ষিণ ইয়োরোপের সকল দেশকেই এই পথের শরণ লইতে হয়। স্পেনের মরক্কো, ফ্রান্সের আলজিরিয়া ও টুনিস এবং ইতালীর ত্রিপোলি সবই ভূমধ্যসাগরের রণতরীর উপর নির্ভর করে । লগুনের “টাইম্স" বলিতেছেন :–“স্পেনের অল্প পূৰ্ব্বদিকে বালিয়ারিক দ্বীপগুলা স্প্যানিশদেরই মুল্লুক । এই দ্বীপগুলায় যদি পণ্টনের ও জাহাজের কেন্দ্র কায়েম করা হয় তাহা হইলে ভূমধ্যসাগরের জলপথ বিষম সঙ্কটাপল্প হইয়া উঠিতে পারে । আর ইতালী এবং স্পেন যদি একমত হয় তাহা হইলে এই সাগরে বিদেশী যেকোন রাষ্ট্রকে মাথা নীচু করিয়া চলিতেই হইবে।” বস্তুতঃ তাহা হইলে কম-সে-কম ফ্রান্সের পক্ষে আলজিরিয়া এবং টুনিস রক্ষা করা বিশেষ কঠিনই হয় । ( & ) স্পেন হইতে এক ব্যক্তি জুরিখের “নয়েৎসিার থারৎসাইটুঙ” কাগজে একটা চিঠি লিথিয়াছেন। লেখক বলিতেছেন, রোম হইতে মাড্রিডে পৌছিয়া দ’রিভের