পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৫৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

* تهیه تمام ۳ S. ' ఛా * এলোরার বৃহৎ কক্ষের আভ্যন্তরিক দৃষ্ঠ গুহাবলীর সম্যক্ বর্ণনা করা যায় না। কি চমৎকার শিল্পকলার বিকাশ ! তাহার কিয়দংশ বর্ণনা করিতেও যথেষ্ট শক্তির প্রয়োজন । গুহাসমুহের সাজসজ্জার আড়ম্বর অত্যন্ত অধিক । দেওয়ালে স্তম্ভগীত্রে ছাদে সৰ্ব্বত্রই বিচিত্র দেব-দেবী, পশুপক্ষী অথবা জীব-জন্তুর একক অথবা সমষ্টির মূৰ্ত্তি বিদ্যমান। কৈলাস ও ইন্দ্রসভায় অজস্তার ন্যায় দেওয়ালচিত্র আছে। অনেক দিনের মুসলমান অত্যাচারে সে সমুদয় ধ্বংস প্রাপ্ত প্রবাসী—ফন্তুন, ১৩৩০ [ ২৩শ ভাগ, ২য় খণ্ড ヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘヘ জাতি সেখানে বাস করিত। এই কক্ষগুলিতে দর্শনীয় বিষয় বিশেষ কিছুই নাই । “স্বতার-ক-বোপড়া” অথবা স্বত্রধরের গৃহ একটি বিশাল বৌদ্ধ মন্দির । দেব-শিল্পী বিশ্বকৰ্ম্ম। ইহার নিৰ্ম্মাতা। বিশ্বকৰ্ম্মার মূৰ্ত্তি এলোরায় পূজিত হইত, আজ পর্য্যস্ত স্বত্রধরদের মধ্যে বিশ্বকৰ্ম্মার পূজা হয় । গুহাগুলি কানহেড়ি, ভাজা, কাবুলা প্রভৃতি গুহার ধরণেই নিৰ্ম্মিত । উপরে বিস্তৃত ছাদ –প্রবেশদ্বার হইতে আরম্ভ করিয়া বিগ্রহের আসন পৰ্য্যন্ত বিস্তৃত স্তম্ভশ্রেণী। প্রাচীন ইতালীয় হইয়াছে । একটির পর একটি ধৰ্ম্ম মত কিভাবে কাল-ধৰ্ম্মে বিলোপ পাইয়াছে এই চিত্রগুলি দেখিলে তাহার কতকটা আভাস পাওয়া যায় । স্থানে স্থানে বৌদ্ধ মূৰ্ত্তি, কোথাও বা হিন্দু দেবদেবী আবার কোথাও বা অসংখ্য জৈন বিগ্রহ । সৰ্ব্বাপেক্ষ পুরাতন প্রকোষ্ঠাবলী খৃঃ পূঃ পঞ্চম খতাব্দীতে নিৰ্ম্মিত হইয়াছিল ; সেগুলির নাম ধেড বারা অথবা অবনত জাতির বাসস্থান। ধেড, নামক এক শ্রেণীর কৈলাসগুহা-এলোরার ভিতরের এক অংশের দৃষ্ঠ গির্জাগুলি ও এই ধরণে নিৰ্ম্মিত । ইহা হইতেই বোঝা যায় যে সেগুলি ভারতীয় আদর্শে নিৰ্ম্মিত । লোকের বিশ্বাস স্তম্ভ-গাত্রের মূৰ্ত্তিগুলি বিশ্বকৰ্ম্মার প্রিয় অকুচরদিগের প্রতিকৃতি । দেব-শিল্পী তাহার অক্লাস্তকৰ্ম্ম সহচরগণের কৰ্ম্মকুশলতার নিদর্শনস্বরূপ এইগুলি মন্দিরগাত্রে খোদিত করাইয়া তাহার সহচরদিগকে অমর করিয়া গিয়াছেন। এই স্ববৃহৎ প্রকোষ্ঠটির অভ্যস্তর ভাগ ৪৩