পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] এলোর や8Q হব্রহ্মণ্য হর-পাৰ্ব্বতীর ৰিবাহ পাৰ্ব্বতীর তপস্ত। রামেশ্বর গুহাব পশ্চিমের দেওয়ালে খোদিত চিত্র কাৰ্ত্তিকেয়র জন্ম বৃত্তাস্তের ভিন্ন ভিন্ন আখ্যান আছে । কৈলাস গুহার স্বব্রহ্মণ্য মূৰ্ত্তি চতুৰ্ভুজ। মূর্তিটির দক্ষিণ হস্তের কিয়দংশ নষ্ট হইয়া গিয়াছে ; কাৰ্ত্তিকেয়ুর এই হস্তেই শক্তি-অস্ত্র ছিল । তাহার বাম হস্তের নিকট ময়ুর রহিয়াছে। মূৰ্ত্তিটির উভয় পাশ্বে দেবামুচর দণ্ডায়মান। ইহাদের মধ্যে একটি দক্ষ প্রজাপতির মূৰ্ত্তি। কাৰ্ত্তিকেয়র বক্ষোদেশে যজ্ঞোপবীত শোভা পাইতেছে, কর্ণে নানাপ্রকারের কুণ্ডল দুলিতেছে। মস্তকে ভামণ্ডল-বেষ্টিত করগু-মুকুট রহিয়াছে। কৈলাস-গুহা এইরূপ শিবের উপাখ্যানের চিত্রে কল্যাণসুন্দর মুৰ্ত্তি—কৈলাস-গুহ ( হর-পাৰ্ব্বতীর বিবাহ ) ভরা । ভগীরথও কুঙজ্ঞতাপ্ল তহদয়ে মহাদেবকে ভক্তিভরে প্ৰণাম করিতেছেন। শিবের বাম পার্থে উমা মুৰ্ত্তি ও মস্তকোপরি কয়েকটি দেবতা । এই গুহার অপর এক স্থানে সুব্রহ্মণ্য বা কাৰ্ত্তিকেয়ু মুৰ্ত্তি। কাৰ্ত্তিকেয় দাক্ষিণাত্যের দেবতা। এই দেবতার জন্ম-পরিচয় রামায়ণেব বালকগণ্ডে বর্ণিত হইয়াছে। এলোরার নির্মাণ ও নিৰ্ম্মতাদিগের সম্বন্ধে অনেক কিম্বদন্তী আছে। কেহ কেহ বলেন, পাণ্ডবেরা ভগবান ঐক্লফের তুষ্টির জন্ত ইহ নিৰ্ম্মাণ করেন। পাণ্ডবেরা এক রাত্রিতে এই বিরাটু কাৰ্য্য শেষ করিতে ইচ্ছুক হইয়া ভগবানের নিকট একটি বর প্রার্থনা করেন যে, তিনি যেন কোন-এক বিশেষ রাত্রিকে সৰ্ব্বাপেক্ষা