পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংথ্যা | চতুর্দিকে লোক প্রেরণ করিলেন । এলোরা N98S ঐ-সকল অম্লচরের যথাসময়ে অজস্র খাদ্য সংগ্ৰহ করিয়৷ দুর্গে জমা করিল। কিন্তু যখন মুসলমানের দুর্গ আক্রমণ করিল তখন দেখা গেল ঐ-সকল বস্ত লবণে ভর, তাঁহাতে অন্য কোন আহাৰ্য্য নাই । অনাহার-ভয়ে ভীত হইয়া সৈন্যগণ আত্মসমপণ করাতে এই দুর্ভেদ্য দুর্গশক্রহপ্তগত হয় । এই প্রসঙ্গে অfওরঙ্গীবাদের সামান্য একটু বৃত্তান্ত দিয়া বৰ্ত্তমান প্রবন্ধ শেষ করিব । আওরঙ্গণবাদে শিল্পকলার দিক হইতে দর্শনীয় বিশেষ কিছুই নাই । এমন কি আওরঙ্গ জীবের বিবিকা-মাক্বারা—আওরঙ্গাবাদ আওরঙ্গাবাদ প্রস্রবণে ভরা । তৎকালীন ইঞ্জিনিয়ারের জল লইয়। খেলা করিতে ভালবাসিতেন। একটি মসজিদের সম্মুখে ১৯টি প্রস্রবণ ছিল । ইঞ্জিনিয়ারের এমন ব্যবস্থা করিয়াছিলেন যে কোনটি সোজাসুজি কোনটি বক্র ভাবে আবার কোনটি বা ধীরে ধীরে একই স্থানে জল দিবে। কয়েক বৎসর পুৰ্ব্বে যখন জল বন্ধ হইয় যায় তখন নিজাম সরকারের অ{ওরঙ্গীবাদের একটি র্তীতের কারখানা রাজপ্রসাদও অত্যন্ত অনাড়ম্বর, কেবল যে মসজিদের ধারে বসিয়া আওরঙ্গ জীব স্বহস্তে কোরান নকল করিয়৷ বিক্রয় করিতেন সে-মসজিদটি দর্শনীয়। আওরঙ্গ জীবের আদর্শ ছিল যে প্রত্যেক ব্যক্তি-রাজাই হৌক তার ভিক্ষুকই হৌক—নিজে উপার্জন করিয়া খাইবে ; তিনি নিজ জীবনে তাহ অক্ষরে অক্ষরে পালন করিয়া গিয়াছেন । আওরঙ্গজীবের প্রাসাদের ধরেই সহরের জল সরবরাহের যন্ত্রাদি ছিল । মালিক অম্বার ঐ যন্ত্র আবিষ্কার করেন। bペー。 ইঞ্জিনিয়ার মি: ভাব নানী ঐ-জলের উৎস অনুসন্ধানে প্রবৃত্ত হন । বহু চেষ্টার ফলে তিনি আওরঙ্গাবাদ {ও দৌলতাবাদের মধ্যে এক পৰ্ব্বতে এক বিরাটু জল সরবরাহের চৌবাচ্চ। আবিষ্কার করেন । ঐ-স্থান হইতে জল-স্তম্ভ বাহিয়া উপরে যাইত এবং পরে নিম্নে পড়িত । আওবঙ্গা বাদের সৰ্ব্বাপেক্ষা উল্লেখযোগ্য স্থান বিবি-ক-মাক্বার। অথবা দৌরানিয়া বেগমের সমাধি। দৌরানিয়া বেগম আওরঙ্গজীবের প্রিয় মহিষী ছিলেন । যদিও সম্রাট আগ্রার তাঞ্জমহলের অনুকরণে উহা নিৰ্ম্মাণ করান, তথাপি তাজের