পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৭৭

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা ] .ങ്കബ് মুদ্রা ১৩৪০ শকাব্দে মুদ্রিত হইয়াছিল। সেগুলি যে ৮২১ হিজিরার, অর্থাৎ ১৪১৮ খৃষ্টাব্দের ৮ই ফেব্রুয়ারী হইতে ২৮শে জানুয়ারীর মধ্যে মুদ্রিত হইয়াছিল একথা কেহই বলিতে ভরসা করিবেন না, কারণ সমস্ত বৎসর ছাড়িয়া কেবল শেষের পাচ সপ্তাহে টাকশালে টাকা ছাপ। হইত, একথা কোন ইতিহাসে বা শিলালিপিতে লেখা নাই । দনুজমর্দন ও মহেন্দ্রদেবের মুদ্রার তারিখ নিজের স্ববিধ করিয়া লইবার জন্য বদলাইয়া শ্ৰীযুক্ত নলিনীকান্ত ভট্টশালী যে, পক্ষপাতিত্ব প্রদর্শন করিয়াছেন তাহা আধুনিক যুগের ঐতিহাসিকের অযোগ্য । ৮১৮ ও ৮১৯ হিজিরায় মুদ্রিত জলালউদ্দীন মহম্মদ শাহের মুদ্র। পাওয়া গিয়াছে ; স্বতরাং যে দনুজমদন ৮১৯ হিজিরায় মুদ্রাঙ্কন আরম্ভ করাইয়াছিলেন তিনি এই জলালউদ্দীন মহম্মদ শাহের পিতা রাজা গণেশ হওয়া নিতান্ত অসম্ভব । স্বজাতির প্রীতি, প্রাচ্যবিদ্যামহার্ণব সিদ্ধান্তবারিধি শ্ৰীযুক্ত নগেন্দ্রনাথ বস্থর ন্যায় শ্ৰীযুক্ত নলিনীকান্ত ভট্টশালীকেও অন্ধ করিয়া ফেলিয়াছে এবং সেইজন্যই তিনি ৮দুর্গাচন্দ্র সান্যালের প্রেতাত্মার অন্তরালে থাকিয়া নবাবিষ্কৃত রাজা দনুজমদনকে রাজা গণেশের সহিত এক করিয়া লইয়া তাহাকে বারেন্দ্র ব্রাহ্মণ-সমাজভূক্ত করিয়া লইবার চেষ্টায় ছিলেন । ভট্টশালী-মহাশয়েব গ্রন্থে চিত্তস্থিরতার একান্ত অভাব দেখিতে পাওয়া যায়। তিনি একস্থানে গোলাম হোসেন সলিমকে বিদ্রুপ করিয়াছেন এবং দ্বিতীয় স্থানে সেই ব্যক্তির রচিত ইতিহাসকে সৰ্ব্বাপেক্ষা অধিক বিশ্বাস *fastga :— (5) And the Riyaz gave him a reign of only 9 years and some months.” عیسحجم بہہ جم محہ۔مبہم پایم-جیے ( 2) The reader will at once perceive that the account of the Riyaz is substantially correct.f তৃতীয় স্থানে ভট্টশালী-মহাশয় লিখিয়াছেন যে, *t was thus that Ganesh came to occupy the , throne of Bengal and ruled wisely for seven + Coins and Chronology etc. etc. p. 72. + Ibid, pp. 113-14. به وس-3^b গণেশ ও দনুজমর্দন AeSAMAeMAe eA AeS eAAA AAAA AAAAM ૭૯૧ ും~~ക്ഷ~പ്പബ്ബ്. রিয়াজ-উস-সালাতীনে দেখিতে পাওয়া যায়, The rule and tyranny of that heathen lasted গোলাম হোসেন - সলিম রচিত রিয়াজ-উস-সালাতীন নামক ঐতিহাসিক গ্রন্থ প্রমাণাভাবে ব্যবহার করা যাইতে পারে, কিন্তু যে-স্থলে অন্য প্রমাণ অাছে সে-স্থানে রিয়াজের প্রমাণ বিচার না করিয়া গ্রহণ করা উচিত নহে। যদি ভট্টশালী-মহাশয়ের মত ধরিয়া লওয়া যায় যে, আলাউদ্দীন ফিরোজ শাহ কে মারিয়া গণেশ নিজে রাজা হইয়াছিলেন এবং জৌনপুরের স্বলতান ইব্রাহীম শাহ, শারকীর ভয়ে সিংহাসন ত্যাগ করিয়া নিজ পুত্ৰকে মুসলমান ধৰ্ম্ম অবলম্বন করাইয়। রাজ্য প্রদান করিয়াছিলেন এবং ইব্রাহীম শাহ, চলিয়া গেলে যছকে সিংহাসনচ্যুত করিয়া নিজে ১৩৩৯ শকাব্দে দমুজমর্দন নাম বা উপাধি গ্রহণ করিয়া দ্বিতীয় বার গৌড়-সিংহাসনে আরোহণ করিয়াছিলেন ; ১৩৪ • শকাব্দে তাহার মৃত্যু হইয়াছিল এবং যত্ন প্রথমে মহেন্দ্র দেব উপাধি গ্রহণ করিয়া পিতৃসিংহাসনে আরোহণ করিয়াছিলেন ও পরে দ্বিতীয়বার মুসলমান হইয়া জলালউদ্দীন মহম্মদ শাহ উপাধি ধারণ করিয়াছিলেন ; তাহা হইলেও রিয়াজের উক্তি সত্য বলিয়া প্রমাণ করা যায় না, কারণ আলাউদ্দীন ফিরোজ শাহ ৮১৭ হিজিরায় (২৩শে মার্চ ১৪১৪ হইতে ১৩ই মার্চ ১৪১৫ ) গৌড়ের বাদশাহ ছিলেন এবং ভট্টশালী-মহাশয়ের মতে যছ দ্বিতীয় বার মুসলমান হইয়। ৮২১ হিজিরায় (৮ই ফেব্রুয়ারী ১৪১৮ হইতে ২৮শে জানুয়ারী ১৪১৯) নিজ নামে মুদ্রাস্কন করাইয়াছিলেন । মুদ্রাতত্ত্বের কথা জানিতে হইলে রিয়াজ-উস-সালাতীনের কথা বিশ্বাস করা চলে না, কারণ এই চারি পাচ বৎসরের মধ্যে গণেশের সাত বৎসরব্যাপী রাজ্য কোন মতেই প্রবিষ্ট করা যায় না। দনুজমর্দন কে ছিলেন সে-সম্বন্ধে ভট্টশালী-মহাশয় নূতন প্রমাণ কিছুই আবিষ্কার করিতে পারেন নাই এবং মুদ্রাতত্বের প্রমাণ হইতে বুঝিতে পারা যায় যে, ৮১৭ হিজি শয় আলাউদ্দীন ফিরোজ শাহের পরে ৮১৮ years.” seven years.t

  • Ibid, p. 86. + Riyaz-us-Salatin ( Eng. Trans. ), p. 117.