পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১ম সংখ্যা ] দক্ষিণ কানাড়tয় বস্যা (సి দক্ষিণ কানাড়ায় বন্যা ভারতবর্ষের পশ্চিম উপকূলে বোম্বাই প্রদেশের দক্ষিণে ও মালাবারের উত্তরে দক্ষিণ,কানাড়া জেলা অবস্থিত । দক্ষিণ কানাড়ার প্রাকৃতিক দৃশ্ব মনোবম। অনেকগুলি ক্ষুদ্র ক্ষুদ্র তটিনী এই জেলাটির সৌন্দয্য বদ্ধিত করিয়া প্রবাহিত । এই নদীগুলি গ্রীষ্মকালে শুষ্ক হইয়া যায় । বধ কালে পশ্চিমঘাট পৰ্ব্বতমালার জলরাশি এই নদী পরিমাণ বৃষ্টি হইলে গ্রহ করে না ও তাহদের ক্ষেত্রগুলিকে সামান্ত বান হইতে রক্ষা করিবার কোন চেষ্টা করে না । অপেক্ষাকৃত বড় নদীগুলিতে ছোট ছোট দ্বীপ আছে । এই দ্বীপগুলিকে এ অঞ্চলের অধিবাসীরা ‘কুজুর’ বলে । এ-সকল দ্বীপে লোকের বসতি আছে বস্ত-পীড়িত প্যানেম্যাঙ্গালারের দৃপ্ত গুলিতে আসিয়া পত্তিত হওয়ায় ক্ষুদ্র স্রোতস্বিনীগুলি স্ফীত ও বেগবতী হইয়া উঠে । এই সময় একটু বৃষ্টি হইলেই নদীর জল কুল প্লাবিত করিয়া শঙ্গক্ষেত্রগুলিকে ধৌত করে। স্বতরাং এখানকার শস্তক্ষেত্রগুলি অত্যন্ত ও চাষ-আবাদ হইয়া থাকে । এ দ্বীপগুলিতে সাধারণত নারিকেল বৃক্ষই জন্মায়—২১ টি শস্যক্ষেত্র ও মাঝে মাঝে দৃষ্টিগোচর হয়। এইসকল স্থানে ফলন খুব ভাল হয়। সেই কারণেই মধ্যবিত্ত কৃষকের স্বচ্ছলতার প্রলোভনে