পাতা:প্রবাসী (ত্রয়োবিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭০৩

উইকিসংকলন থেকে
এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৫ম সংখ্যা] په۶٦سړs~۶ي_ه অভ্যাসকালে নিম্নলিখিত বিষয়গুলি সম্বন্ধে সৰ্ব্বদাই সতর্ক থাকিতে হইবে – ১ । হস্তৰয় সৰ্ব্বদাই স্বরক্ষিত রাখিতে হয় । ২ । শরীর ও গতির ভঙ্গী সৰ্ব্বদাই স্বধৃঢ় ও বিশুদ্ধ রাখিতে হয় । * ৩ । কদাচ অন্তমনস্ক হইতে নাই । ৪ । হস্তদ্বয় পরস্পরে কদাচ যেন অতি সন্নিকটে কিম্বা অতি ব্যবধানে না হইয়া পড়ে। দ্রুত চালনাকালে এই নিয়মের ব্যতিক্রম ঘটিলেও প্রতিপক্ষের আসিবেগের প্রতি লক্ষ্য রাখিয়া তন্মুহুর্তেই অসি-বেগের দ্বারা ক্রটি সংশোধন করিয়া লইতে হয়, এবং এবিষয়ে সৰ্ব্বদাই সতর্ক থাকিতে হয়। উভয় হস্তের ব্যবধান সাধারণত: দেড় হস্ত ও এক হস্তের মধ্যে রাখিতে পারিলেই শ্রেষ্ঠ ফল পাওয়া যায় । ৫ । হস্তদ্বয়ের কফোণি ( কল্পই ) কদাচ যেন একে অন্যকে অতিক্রম করিয়া বিপরীত দিকে চলিয়া না যায় । ৬ । হস্তদ্বয়ের ব্যবধানের মধ্যদেশে কদাচ যেন প্রতিপক্ষের অসি কিম্বা শৃঙ্গ প্রবেশ করিবার অবসর না পায়। ৭ । কদাচ যেন এক হস্ত কোমরের নিম্নে ও অপর হস্ত মস্তকের উপরে অথবা এক হস্ত শরীরের দক্ষিণ পার্শ্বে ও অপর হস্ত শরীরের বাম পাশ্বে প্রতিহত হইয়া না থাকে । ৮ । সৰ্ব্বদাই উভয় হস্তের গতির সামঞ্জস্য রক্ষা করিয়া অসি ও শৃঙ্গ চালনা করিতে হয়, নতুবা স্বকীয় আঘাতেই স্ব হস্ত ও শরীর আহত হওয়ার সম্ভাবনা থাকে, কিম্বা হস্তদ্বয়ের গতি প্রতিহত হইয়া পড়িতে পারে ; সেই-হেতুই বিচার করিয়া কখনও শৃঙ্গ অসির সম্মুখে কখনও বা অসির পশ্চাতে ঘুরাইতে ফিরাইতে হয় । সাধারণতঃ কোন হস্তই নিক্রিয় রাখিতে নাই । ৯ । প্রতিপক্ষ অপেক্ষাকৃত হীনবল হইলেও তাচ্ছিল্য-সহকারে কোনরূপ সতর্কতার লাঘব করিতে নাই। ১• । কদাচ স্বকীয় যোগ্যতা অতিক্রম করিয়া জাম্ফালন ও স্পৰ্দ্ধা দেখাইতে যাইতে নাই । b^e<= Nలి লাঠিখেলা ও অসিশিক্ষণ ASAAAAS S SAAAAAeAeeMAMMAeMMAeMAM MA AMAAA AAAA AAAA MA MA AA MMA MM AAAA S AAAAA AAAA MMAAA SAAAAA AAAA S میم به ته جمعی ، عر Ψb-Σ ১১ । শৃঙ্গ দ্বারা প্রতিপক্ষের অসিকে প্রতিহত না করিয়া কদাচ “চির” “হুল” “আনি প্রভৃতির প্রয়োগ করিতে নাই । অনবধানতা-বশতঃ “চির” , “হুল” প্রভৃতির প্রয়োগ করিতে গেলে নিজ হস্ত ছিন্ন হওয়ারই অধিক সম্ভাবনা । ১২ । আসিবেগের ক্রমধারা অনুযায়ী সহজ গতির অমুসরণ-সহযোগেই প্রতিপক্ষের অরক্ষিত স্থান-সমূহে আক্রমণ হেতু আঘাতের প্রয়োগ করিতে হয়। (Proceed through shortest cuts. ) fā-jejat আক্রমণে ও আঘাতে স্বফল ন হইয়৷ কুফলই অধিক ङ्ग्रो । ১৩ । যাহাজে অল্প সময় মধ্যে অধিক আঘাতের প্রয়োগ-মাত্রার আধিক্য সম্ভবপর হইতে পারে, তদনুরূপেই হস্ত-চালনা দ্বারা অসি-বেগ স্বরক্ষিত

  1. ffHUK5 zł, l ( Maximum strokes in minimum

time. ) ১৪ । নিরবচ্ছিন্ন সমবেগসম্পন্ন দ্রুতগতি ( swift uniform and continuous motion ) occo আঘাতের গুরুত্ব ও তীব্র তা উৎপন্ন হইয়া থাকে। গুরু আঘাতই কার্য্যকারী ; লঘু আঘাতে সময়- ও শক্তি ক্ষয় মাত্র । ১৫ । আক্রমণ প্রারম্ভে “হাতকাটি” কিম্ব “চক্ষু” (প্রধানতঃ “হাতকাটি” ) আক্রমণের উপক্রম কিম্বা ভাণ করিয়া পরে আক্রমণ আরম্ভ করিতে হয় ; অথবা প্রতিপক্ষের অসির, কিম্ব অসি ও শৃঙ্গের কোনরূপ বাধা জন্মাইয়া আরম্ভ করিতে হয়। ১৬। ষে হস্তে প্রতিপক্ষ অসি ধারণ করিবে, আক্রমণ-সহযোগে সেই পাশ্বে পতিত হইতে পারিলেই যথেষ্ট সুবিধা হয় । ১৭ সৰ্ব্বদাই প্রতিপক্ষের দুৰ্ব্বলতা ও ছিদ্র বুঝিয়া আঘাতের চেষ্টা দেখিতে হয়, সেই-হেতুই স্বযোগমতে “ধাদার” প্রয়োগ করিতে হয়, এবং সৰ্ব্ব প্রকার শিষ্টতা ও উদারতা ভুলিয়া যাইতে হয়, নতুবা নিজেকেই প্রতিহত হইতে হয় ! 酸 [ সৰ্ব্বপ্রকার অনবধানতা ও সতর্কতার ব্যভিচারই